12/07/2025
'অটোবক' কেন বিশ্বসেরা !! অটোবক দুনিয়া জুড়ে চলন প্রতিবন্ধীদের ক্ষমতায়ন করতে কেন সেরাদের সেরা হয়ে উঠেছে !!!
বিশ্বসেরা সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি, গবেষণা, শিক্ষা ও বিস্তার, অসংখ্য নিজস্ব ক্লিনিক পরিষেবা ইত্যাদির মাধ্যমে নিজেদের ছাড়িয়ে যাবার প্রচেষ্টা ও মানব পরিষেবার উচ্চাকাঙ্ক্ষায় 'অটোবক'কে শক্তিশালী করে গড়ে তুলেছে।
আমরাও ottobock-এর এই মহাপরিমণ্ডলে গর্বিত অংশীদার হতে পেরেছি; - বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অটোবকের কর্মকান্ডে আমাদের সিপিওদের উপস্থিতি, অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ, বিভিন্ন কর্মশালা ও নানা শিক্ষামূলক উদ্যোগে বাংলাদেশের পিএন্ডও সেক্টর দিন দিন আরো কার্যকরী ও মহতি পরিষেবা বান্ধব হয়ে উঠছে।
Ottobock.care -এ, আমরা অন্তর্ভুক্তি চালাতে এবং প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে এমন কর্মকাণ্ডকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এবারে তার অংশ হিসেবে "অটোবক ইন্টারন্যাশনাল ওএন্ডপি স্কুল" - মি: সুলোচন এর সাথে ঘুরে দেখা !! আসুন আবিষ্কার করি অজানাকে।।
উত্তর জানি : কেন অটোবক সেরা ও সার্বজনীন।।
(বিশেষ দ্রষ্টব্য : এটি একটি স্কুল; কিন্তু পড়তে যায় ওখানে- বিশেষজ্ঞরা।)