DR.Aktar Rana chowdhoury

DR.Aktar Rana chowdhoury Its for weight loss.with any kind of body pain relief.with heart safe and brain safe.Fatty liver.. Cholesterol .sinus and migraine.

Hair fall..child and female.skin and sex.my treatment 100% natural and side effect less..

আস্সালামুআলাইকুম,❤️আমার নূতন চেম্বার মোহাম্মদপুরে 🌹ফ্যাটিলিভার,গ্যাস্ট্রিক,বাতব্যথা,প্রচন্ড ব্যথা,চিকনগুনিয়া, হার্ট ডিজি...
20/07/2025

আস্সালামুআলাইকুম,
❤️আমার নূতন চেম্বার মোহাম্মদপুরে 🌹
ফ্যাটিলিভার,গ্যাস্ট্রিক,বাতব্যথা,প্রচন্ড ব্যথা,চিকনগুনিয়া, হার্ট ডিজিজ,ওজন নিয়ন্ত্রণ,এলার্জি,চর্ম ও যৌন রোগ,গাইনি এবং ASD,ADHD,অটিজম ও পাইলসের যত্ন সহকারে চিকিৎসা হয উইথ আকুপয়েন্ট থেরাপি 🌹

🌹**হটাৎ জ্বর সাথে প্রচন্ড শরীর ব্যথা?*🦟 চিকনগুনিয়া: সচেতন থাকুন, সুস্থ থাকুন🌹বর্তমান মৌসুমে চিকনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের ...
02/07/2025

🌹**হটাৎ জ্বর সাথে প্রচন্ড শরীর ব্যথা?
*🦟 চিকনগুনিয়া: সচেতন থাকুন, সুস্থ থাকুন🌹
বর্তমান মৌসুমে চিকনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের মতোই ভাইরাসজনিত একটি অসুখ দেখা যাচ্ছে। এতে দেহের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে ১০৪ ডিগ্রি বা আরও বেশি উঠে সাথে প্রচন্ড জয়েন্ট ব্যথা বা সারা শরীর ব্যথা" এ জ্বরের নাম চিকুন গুনিয়া বলে ধারণা করা হচ্ছে।
🌹কাঁপুনি দিয়ে জ্বর আসে না বা ঘাম দিয়ে জ্বর সারে না।
জ্বরের সঙ্গে মাথাব্যথা, চোখ জ্বলা, গায়ে লাল দানার মতো রেশ, অবসাদ, অনিন্দ্রা, বমি বমি ভাব দেখা দিতে পারে।
শরীরের বিভিন্ন স্থানে যেমন মাংসপেশিতে বা অস্থিসন্ধিতে তীব্র ব্যথা ও ফুলে যেতে পারে। এ জন্য হাঁটা-চলায় দুর্বলতা বোধ হয়।
ডেঙ্গুর মতো চিকুন গুনিয়া জ্বরে মৃত্যুঝুঁকি থাকে না, কারণ এতে প্লাটিলেট কমে যায় না এবং রক্তক্ষরণের ঝুঁকিও থাকে না।তবে ভালো চিকিৎসা না হলে সারা বছর এমন কি অনেক বছর পর্যন্ত হটাৎ হটাৎ ব্যথা উঠবে অনেক কষ্ট পেতে হইতে পারে।জ্বর ভালো না হওয়া পর্যন্ত রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

🌹এই বর্ষায় বাড়ছে মশার উপদ্রব, বাড়ছে চিকনগুনিয়া আক্রান্তের সংখ্যা।
এটি একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়াইতে পারে।ডেঙ্গুর মত হলেও দেখা যাই ডেঙ্গু নয়।

📌 প্রধান উপসর্গগুলো:
✔ হঠাৎ জ্বর.
✔ জয়েন্টে প্রচণ্ড ব্যথা.
✔ গায়ে লালচে র‍্যাশ.
✔ মাথাব্যথা, দুর্বলতা.

🎯 করণীয়:
✅ মশার কামড় থেকে সুরক্ষা নিন.
✅ ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন.
✅ মশারি ব্যবহার করুন .
✅ আক্রান্ত হলে বিশ্রাম নিন, তরল খাবার গ্রহণ করুন.
✅ প্রয়োজনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন.

💊 হোমিওপ্যাথিক ব্যবস্থাপনায়:
চিকনগুনিয়ার ব্যথা ও দুর্বলতা দ্রুত উপশম করা সম্ভব। সঠিক ওষুধ পেতে চিকিৎসকের পরামর্শ নিন।

🧡 সবাইকে সচেতন করুন – নিজে সচেতন থাকুন 🌿
আপনার স্বাস্থ্য, আপনার হাতেই।
হোয়াটস্যাপ :01781413281.

❤️🌹*বাত ব্যথা,ফ্যাটি লিভার, এলার্জি ও চর্মরোগের যত্ন সহকারে চিকিৎসা করা হয়*🌹
25/06/2025

❤️🌹*বাত ব্যথা,ফ্যাটি লিভার, এলার্জি ও চর্মরোগের যত্ন সহকারে চিকিৎসা করা হয়*🌹

আসসালামু আলাইকুম,🌿 *আপনার লিভারে চর্বি জমেছে বা Fatty Liver আছে?*  👉 এটা যদি সময়মতো চিকিৎসা না করেন, তাহলে ভবিষ্যতে সিরি...
23/06/2025

আসসালামু আলাইকুম,

🌿 *আপনার লিভারে চর্বি জমেছে বা Fatty Liver আছে?*
👉 এটা যদি সময়মতো চিকিৎসা না করেন, তাহলে ভবিষ্যতে সিরিয়াস লিভার রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।

🎯 আমি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে Fatty Liver-এর চিকিৎসা করে থাকি —
✅ সঠিক ওষুধ
✅ আকুপয়েন্ট থেরাপি
✅ ডায়েট গাইডলাইন সহ।

📩 প্রয়োজন হলে ইনবক্সে বা WhatsApp-এ যোগাযোগ করতে পারেন।

🧡 আসুন, লিভার সুস্থ রাখি, জীবনকে সহজ করি।

🌹ফ্যাটি লিভার নরমাল করা ছাড়া ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং কোনো রোগ স্থায়ী ভাবে ভালো হয় না বিভিন্ন রোগ বাড়তেই থাকবে।

📍 *নতুন চেম্বার:*
রিং রোড, শম্পা মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা।
🎁 যে কোনো রোগ বিষয়ে *অনলাইন কাউন্সেলিং একদম ফ্রি।*

🤲 *দোয়া করবেন,*
*আপনার সময় নষ্ট হলে মাফ করবেন।*

❤️ ডোন্ট মাইন্ড, সরি ফর ডিসটার্ব
🌹🌹🙏🙏

08/06/2025
13/04/2025

#শুভ_নববর্ষের_শুভেচ্ছা

♥️আসসালামু আলাইকুম❤️                           ❤️ تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ ❤️🌹"আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের...
30/03/2025

♥️আসসালামু আলাইকুম❤️
❤️ تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ ❤️

🌹"আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।"🌹
🌹আল্লাহ আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক-আমীন।🌹

🌙🌙 ঈদ মোবারক 🌙🌙
🌹ডাক্তার আক্তার আহমেদ চৌধুরী
হোমিওপ্যাথিক এন্ড কম্বাইন্ড থেরাপিস্ট।🌹🌹❤️

 #ওযু,  #নামাজ এবং জীবন চলার পথের কিছু আমল🌹❤️♥️
20/02/2025

#ওযু, #নামাজ এবং জীবন চলার পথের কিছু আমল🌹❤️♥️

 #আকুপয়েন্ট_মেরেডিয়ান_থেরাপি রোগ মুক্ত,জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে শরীরের প্রপার ব্লাড সার্কুল...
18/02/2025

#আকুপয়েন্ট_মেরেডিয়ান_থেরাপি
রোগ মুক্ত,জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে শরীরের প্রপার ব্লাড সার্কুলেশন,, আকুপয়েন্ট ম্যাসাজ থেরাপি এন্ড ফুট ম্যাসাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন চালু রাখার অন্যতম উপায়।

13/01/2025

#আলহামদুলিল্লাহ

Address

Tejgaon

Telephone

+8801781413281

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.Aktar Rana chowdhoury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.Aktar Rana chowdhoury:

Share

Category

আচ্ছালামুআলাইকুম। আমি ডা: আক্তার রানা চৌধুুরী দক্ষিন কোরিয়া থেকে কোরিয়ান traditional medicine এ (Alternative medicine) Dip

আচ্ছালামুআলাইকুম। আমি ডা: আক্তার রানা চৌধুুরী । Alternative medicine specialist and combined therapist. আমার মুল treatment হচ্ছে " Anti aging " এবং skin care pain relief self Acupoint therapy এবং body Relaxation....হোমিওপ্যাথিক .... হারবাল মেডিসিন ব্যবহার করি। । আমার আসল কাজটা হল...হরমোন,..থাইরয়েড....,মেটাবোলিজম নরমাল করা + কোলেস্টেরল নরমাল করে হার্টকে শক্তিশালি করা + শরীরে অক্সিজেন এবং রক্ত চলাচল স্বাভাবিক করা + শরীরের ওজন ঠিক করা + চর্ম ও যৌন সমস্যা দূর করা + সাইনাস, মাইগ্রেন এর ব্যাথা মু্ক্ত করা + শরীরকে ব্যাথা মুক্ত করা + শরীর থেকে দূষিত পানি(টক্সিন) বাহির করে শরীরের উজ্জলতা বৃদ্ধি করা। মেয়েলী সমস্যা সিস্ট, ফাইব্রয়েড,টিউমার,সাদাস্রাব পিরিয়ড অনিয়ম ইত্যাদি ঠিক করা। সর্বোপরি শরীরকে সুস্হ রাখা, যৌবন ধরে রাখার ব্যবস্থা ইত্যাদি। আমাদের Treatment একদম ন্যাচারাল.. ।