
15/06/2025
😥 আমি একটা কঠিন একটা সময় মধ্যে দিয়ে যাচ্ছি , আমার পেইজের যারা,ফলোয়ার আছেন তাদের কে আমার জীবনের কঠিন, কষ্টকর সত্য টা জানানো প্রয়োজন মনে হলো, কারন আমার পেইজ যারা ফলো করেন তারা নিশ্চয়ই আমাকে একটু হলেও পছন্দ করেন,ভালোবাসেন।
আমার প্রান প্রিয় সন্তান, আমার জান, আমার কলিজা আমার ছেলে ( ১৬+) আল্লাহ তায়ালা তাকে শহীদ এর মর্যাদা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন😥 ৩ রা জুন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
আফতাব নগর চায়না প্রজেক্ট এ পানিতে গোসল করতে গিয়েছিল।আল্লাহ তাকে শহীদ করেছেন।
আপনারা সবাই আমার কলিজা, আমার সন্তান এর জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেনো তাকে, যদি কোন গুনাহ করে থাকে তা মাফ করেন, কবর আজাব ক্ষমা করেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করেন।
দুনিয়ার কুশলতা থেকে তাকে জান্নাতের ফুলের বাগানে রাখেন।আমিন আমিন আমিন
দোয়া করবেন আমার পরিবারের জন্য।
আমি একটু স্বাভাবিক হয়ে আপনার জন্য আবার স্বাস্থ্য পরামর্শ দিবো আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন,ইনশাআল্লাহ।
সবাই দোয়া করবেন