11/07/2025
"কাপিং চুল পড়া কমানোর কাজটা কিভাবে করে?" এই প্রশ্নটি অতিরিক্ত চুলপড়ার সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসা প্রায় প্রতিটি রোগীর কাছে আমরা পাই। আজকে এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করা যাক।
চুল পড়ার পেছনে যে কারণগুলি রয়েছে তাদের ফলস্বরূপ অধিকাংশক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে মাথার ত্বকের রক্তনালীগুলো সংকোচিত হয় এবং চুলের গ্রন্থিগুলো চুল বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়। বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার কারণগুলোর অন্যতম এবং সর্বশেষ হাতিয়ার এই রক্ত সঞ্চালনে বাধা প্রদান।
কাপিং থেরাপি মাথার ত্বকের রক্ত প্রবাহকে উদ্দীপিত করে চুলের ফলিকলগুলিকে ট্রিগার করতে কাজ করে। ফলে চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ হয়, গ্রন্থির সক্রিয়তা বাড়ে এবং ত্বকের ছিদ্রগুলো খুলে যায়। পাশাপাশি, কাপিং থেরাপি শুধুমাত্র ত্বক থেকে দূষিত রক্তকে দূর করে তা নয় বরং এটি ত্বকের পৃষ্ঠাধীন ক্ষতিকারক পদার্থ এবং চুল পড়ার জন্য দায়ী উপাদানগুলিকে বের করে নিয়ে আসে। এর একটি উদাহরণ হিসেবে আনা যায় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার জন্য দায়ী ডিহাইড্রোটেস্টোস্টেরন এর কথা যা কাপিং থেরাপির সময় বের হয়ে আসে, ফলে মাথার ত্বকের রক্তনালীগুলো প্রসারিত হয়ে রক্ত প্রবাহ বেড়ে যায়, চুল পড়া রোধ হয় এবং চুল বৃদ্ধির প্রক্রিয়াকে উদ্দীপিত করে।
দেখা যায় যারা মাথায় হিজামা বা কাপিং করান তাদের চুল পড়ার হার একসময় গিয়ে ঠেকে একেবারেই নগন্যে এবং নতুন চুল গজাতে শুরু করে। এছাড়াও মাথায় কাপিং করার ফলে মাথা ঠান্ডা থাকা, মনোযোগ বৃদ্ধি পাওয়া, ঘুম ভালো হওয়ার মতো সুন্দর কিছু ইফেক্ট বোনাস হিসেবে তো আছেই।
পাশাপাশি, আমাদের Doctor's Cupping Corner এ একজন চিকিৎসক যেহেতু কাপিং সেবাটি প্রদান করে থাকেন, তিনি চুল পড়ার পেছনের লুকায়িত কারণটি খুঁজে বের করেন এবং প্রয়োজনে কাপিং এর পাশাপাশি বিভিন্ন পরীক্ষানিরীক্ষা এবং দরকারী ওষুধপত্র সম্বলিত ব্যবস্থাপত্র প্রদান করেন। ফলে শিকড় থেকে চুল পড়ার সমস্যাকে উপড়ে ফেলা সম্ভব কাপিং এবং ওষুধের সংমিশ্রণে।
📞 এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ০১৭৭৫-৫৬৫৫৭২
📍 ঠিকানা: ১৯/১০ সমীরন, বাবর রোড, ব্লক- বি, ২ নং গেইট। মোহাম্মদপুর, ঢাকা। (শিশুমেলা পার্কের পশ্চিম পাশে)
MBBS Doctor দ্বারা পরিচালিত। ঔষধ ও কাপিং এর সমন্বয়ে অসুস্থতার বেস্ট সলিউশন পেতে আমাদের সেবা নিন।