
20/07/2025
জীবনকে কীভাবে সহজ করা যায়:
* বন্ধু কম রাখো।
* বন্ধুত্বপূর্ণ হওয়া কমাও
* মানুষের পিছনে ছুটো না
* চারপাশের সবকিছুর প্রতি খেয়াল রেখো না।
* মুখ বন্ধ রাখো।
* অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করো।
* নিজেকে অন্যের হাতে অতিরিক্ত সমর্পণ করো না
* ছোট ছোট জিনিসেই সুখ খুঁজে নাও।
* ব্যর্থ হলে ঠিক আছে।
* বুঝো সাফল্য বাধ্যতামূলক নয়
* সুযোগ পেলেই মানুষের কাছ থেকে দূরে থাকো।
* অন্যদের প্রতি খুব বেশি ভালো হতে হবে না।
* ধীরে ধীরে এবং শান্তভাবে জীবনযাপন করো।
* কোনও মূল্যেই নিজেকে ভালোবাসা বন্ধ করো না
* প্রতিশোধ নেওয়া বন্ধ করো।
Dr. MD Shafiullah Prodhan