Global Hair Int:

Global Hair Int: Non surgical Hair Replacement Is available Hear. If You Apply this system kindly Contact Us.

সবাইকে পবিত্র রামাদান মোবারোক🥰🥰🥰
27/02/2025

সবাইকে পবিত্র রামাদান মোবারোক🥰🥰🥰

09/02/2025

টাক সমাধান!! টাক সমাধান!!
১০০% ন্যাচারাল লুকের গ্যারান্টি দিয়ে, সম্পুর্ন নন সারজিকেল পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় এবং এর কোন সাইড ইফেক্ট নেই।
অরজিনাল চুলের মতই আপনি তেল,জেল,শ্যাম্পু,কন্ডিশনার,খেলাধুলা এবং বাইক চালানো সহ সবকিছু মাথাই রেখে করতে পারবেন। কেউ টান দিলেও খোলার কোন সুজুগ নেই।
বাংলাদেশে একমাত্র শুধু আমরাই দিচ্ছি হোম সার্ভিস এর সুবিধা সারাদেশে।
গ্লোবাল হেয়ার ইন্টাঃ
👉ফার্মগেট অফিসঃ
ঢাকা,ফার্মগেট,আনন্দ সিনেমা হলের ঠিক উল্টো পার্শে, বড়
বাজার,কেপিটেল সুপার মার্কেট এর ২য় তলা।
👉এয়ারপোর্ট অফিস:
ঢাকা এয়ারপোর্ট ২ নাম্বার টারমিলার এর পাশেই, ২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হয়..
* যারা আমাদের অফিসে আসতে পারছেন না অথবা দেশের বাহিরে আছেন
তাদের জন্য কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে !
সপ্তাহে সাতদিনই আমাদের সেবা পেতে সরাসরি যোগাযোগ করুন-
📞 0194 500 2000(Imo/WhatsApp)
📞 0192 500 1000(Imo/WhatsApp)

♥♥ চুল পড়া রোধের কিছু কার্যকরী টিপস ♥♥================================💢💢 আমাদের অনেক গ্রাহক প্রায়ই মেসেজ দিচ্ছেন, যে তাদ...
12/10/2024

♥♥ চুল পড়া রোধের কিছু কার্যকরী টিপস ♥♥
================================
💢💢 আমাদের অনেক গ্রাহক প্রায়ই মেসেজ দিচ্ছেন, যে তাদের চুল পড়ে যাচ্ছে । ইতিমধ্যে আমরা অনেক টিপস এর মাধমে এই সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করেছি। আমারাও পরতিদিনই নিত্য নতুন টিপস খুজে বের করছি, গ্রাহকদের উন্নত সেবা এবং ভাল ও কার্যকরী টিপস দেয়ার জন্য।
তাই আমাদের আজকের টিপসঃ

♥★ চুল পড়া রোধের কিছু কার্যকরী টিপস ★♥
================================
♥ চুল পড়া খুব সাধারণ একটি সমস্যা। ছেলে মেয়ে উভয় এই সমস্যার মধ্যে পড়ে থাকেন। চুল একবার পড়া শুরু হলে তা বাড়তে থাকে। অনেকের এই চুল পড়ার পরিমাণ এত বেশি থাকে যে মাথার একপাশ খালি হয়ে টাক পড়ে যায়। সাধারণত বিশেষজ্ঞরা মনে করেন প্রতিদিন ১০০টা চুল পড়া স্বাভাবিক। এর বেশি পড়লে সেটি চিন্তার কারণ। বিভিন্ন কারণে চুল পড়তে পারে।


তার মধ্যে অন্যতম কিছু কারণ হল,
▢ বংশগত
▢ হরমোনের পরিবর্তন
▢ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
▢ মানসিক দুশ্চিন্তা
▢ গর্ভবস্থায় অনেক সময় চুল পড়ার পরিমাণ বেড়ে যায়
▢ আয়রনের অভাব
▢ বিভিন্ন অসুখের কারণে
▢ আমিষের অভাবে

চুল পড়া রোধে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। এই কাজগুলো চুল পড়া রোধ করবে অনেকখানি।

🔴 চুল ময়েশ্চারাইজড রাখুন

শুষ্ক রুক্ষ চুল আঁচড়ানো বেশ কঠিন। যার কারণে চুল আঁচড়ানোর সময় অনেক চুল উঠে আসে। চুলকে ময়েশ্চারাইজড রাখুন। সপ্তাহে তিনবার চুলে তেল ব্যবহার করুন। সবচেয়ে ভাল কুসুম গরম তেল ম্যাসাজ করা।

🔴 খুশকি থেকে দূরে থাকুন

চুল পড়ার অন্যতম একটি কারণ হল খুশকি। খুশকি চুলের গোড়া দুর্বল করে দেয় এবং চুল পড়া বৃদ্ধি করে। এই খুশকি চিরতরে দূর করে দেবে টকদই! অর্ধেকটা লেবুর রস টকদইয়ের সাথে মিশিয়ে নিন। এটি চুলে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

🔴 ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন

অনেকেই ভেজা চুল আঁচড়িয়ে থাকেন। চুল ভেজা অবস্থায় চুলের গোড়া অনেক নরম থাকে। এর ফলে খুব সহজেই চুল পড়ে যায়। এছাড়া ভেজা চুল ঝাড়াও অনেক ক্ষতিকর।

🔴 চুল পরিষ্কার রাখা

নিয়মিত চুল পরিষ্কার রাখা। অনেকে প্রতিদিন চুল শ্যাম্পু করেন। প্রতিদিন চুল শ্যাম্পু না করে সপ্তাহে দুই দিন চুল শ্যাম্পু করুন। চেষ্টা করবেন হারবাল শ্যাম্পু ব্যবহার করার।

🔴 নারকেলের দুধের ম্যাসাজ

নারকেল চুলের জন্য বেশ উপকারি। কিছু পরিমাণ নারকেল ব্লেন্ড করে দুধ বের করে নিন। এবার এটি মাথার তালুতে ১৫-২০ মিনিট ম্যাসাজ করে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন।

🔴 আগা ফাটা দূর

চুল নষ্ট হওয়ার আরেকটি কারণ হল আগা ফাটা। এই সমস্যাটা বড় চুলে বেশি হয়। অতিরিক্ত রুক্ষতা আগা ফাটার জন্য দায়ী। নিয়মিত তেলের ব্যবহার কিছুটা হলেও এই সমস্যার সমাধান করবে।

🔴 হেয়ার প্যাক ব্যবহার

আমলকী চুল পড়া রোধে বেশ কার্যকর। আমলকীর গুঁড়ো এবং টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। এছাড়া শুকনো আমলকী নারকেল তেলে দিয়ে গরম করুন। যতক্ষণ পর্যন্ত তেল কালো না হয় ততক্ষণ জ্বাল দিন। ঠান্ডা হলে এই তেল চুলে ম্যাসাজ করে লাগান। নিয়মিত ব্যবহার চুল পড়া লক্ষ্যনীয়ভাবে কমে যাবে।

💟💟 আমাদের গ্রাহকদের আনুরোধ করবো, পোষ্টটি পড়ে আমাদের পেজ'এ লাইক এবং পোষ্টটি আপনার প্রোফাইল'এ শেয়ার করে রাখুন... এতে পরবর্তীতে অন্যান্য পোস্ট গুলো আপনি আপনার হোম পেজ'এ পাবেন এবং পোস্ট গুলো খুজে পেতে সহজ হবে...

05/07/2024

আমরা সাধারণত হেয়ার রিপ্লেসমেন্ট সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করে থাকি। যাদের মাথায় চুল পরিমাণে কম অথবা নির্দিষ্ট অংশ টাক পড়ে গেছে তাদের মাথায় non-surgical পদ্ধতিতে চুল লাগিয়ে দেয়া হয়। আপনার মাথার বর্তমান কি কন্ডিশন আছে সেটা আমাদেরকে ছবি তুলে দিলে আমরা আপনাকে ভাল পরামর্শ দিতে পারব। ধন্যবাদ..
বিস্তা:+8801945002000 imo/whats app

Address

104 , Capital Super Market, Boro Bazar, Farmget, Dhaka
Tejkunipara
1215

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Global Hair Int: posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Hair Int::

Share