স্বাস্থ্যকথা - HealthTalk BD

স্বাস্থ্যকথা - HealthTalk BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বাস্থ্যকথা - HealthTalk BD, Medical and health, Tejkunipara.
(1)

স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ বিশেষকরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল অর্থাৎ "পিজি হাসপাতাল" এবং দেশের ১ম সেন্টার ভিত্তিক হাসপাতাল "সুপার স্পেশালাইজড হাসপাতাল" এর তথ্য...
Any health information or advice.

27/07/2025
26/07/2025

ডেঙ্গু রূপ নিচ্ছে মরণ ব্যাধিতে:
⚠️সতর্ক না হলে বিপদ অনিবার্য
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু 🦟 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৩১; মৃত্যু ০৩ 😭
#স্বাস্থ্যসচেতনতা #স্বাস্থ্যটিপস #ডেঙ্গুপ্রতিরোধ

প্রেস বিজ্ঞপ্তি। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আহত দুই শিক্ষার্থী। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘট...
26/07/2025

প্রেস বিজ্ঞপ্তি।
জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আহত দুই শিক্ষার্থী।

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, প্রথমত দুঃখের সংবাদ হচ্ছে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে ক্রিটিক্যাল অবস্থায় থাকা জারিফ ফারহান (১৩) ও মাসুমা বেগম (৩৬) নামে পরপর দুইজনের মৃত্যু হয়েছে।
আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজকে থেকে রিলিজ দেওয়া শুরু করব। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুইজনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলো স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

এখনো ৩৬ জন রোগী ভর্তি রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিভিআর ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্য ওয়ার্ড ভর্তি রয়েছে। আমাদের আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আক্রান্ত ২৯৩ জনের মধ্যে ১ জন মৃত্যু বরণ করে।!😰 বাচ্চার বয়স ৬ মাস পার হয়ে গেলে আর এই টিকা খাওয়ানোর সুযোগ থাকে না।😩😩বলা...
26/07/2025

আক্রান্ত ২৯৩ জনের মধ্যে ১ জন মৃত্যু বরণ করে।!😰 বাচ্চার বয়স ৬ মাস পার হয়ে গেলে আর এই টিকা খাওয়ানোর সুযোগ থাকে না।😩

😩বলা হয়ে থাকে বিশ্বের প্রতিটি শিশু তাদের জীবনের প্রথম পাঁচ বছরে একবারের জন্য হলেও রোটাভাইরাস দ্বারা সংক্রমিত হয়।

🌀আপনি জানেন কি শিশুদের রোটা ডায়রিয়া কতটা ভয়ানক!? 🤔

- রোটাভাইরাস একটি ভাইরাস যা শিশুদের মারাত্মক ডায়রিয়া এবং বমি সৃষ্টি করে।
- এটি একটি খুব সংক্রামক ভাইরাস।
- রোটাভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।
- অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল রোটাভাইরাসের সংক্রমণে সাহায্য করে না। 🥹

🌀প্রতিরোধের উপায়ঃ😊

- রোটাভাইরাস টিকা (ভ্যাক্সিনেশন) আপনার শিশুকে রোটাভাইরাল ডায়রিয়া থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি।

- শিশুর বয়স ৬ সপ্তাহ বা দেড় মাস পূর্ণ হলে এই টিকা দিতে হয়। কোম্পানি ভেদে ২ বা ৩ টি ডোজ দিতে হয়। ৮ মাস বয়সের মধ্যে সবগুলো ডোজ শেষ করা আবশ্যক।

- মুখে খাওয়ানো টিকা। ইনজেকশনের ঝামেলা নেই।🤗

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান। 💕

পোস্ট টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। 🌸
স্বাস্থ্যকথা - HealthTalk BD

26/07/2025

আগামী ৫ই আগস্ট বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আউটডোরে ৫০০০ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে(NICVD) চলছে হার্ট এটাক রোগীদের বিনামূল্যে প্রাইমারি পিসিআই। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রাইমারি পিস...
26/07/2025

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে(NICVD) চলছে হার্ট এটাক রোগীদের বিনামূল্যে প্রাইমারি পিসিআই। চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রাইমারি পিসিআই পদ্ধতিতে হার্ট এটাক (STEMI) রোগীর বুক ব্যাথা শুরু হবার ১২ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে হার্টের রক্তনালির ব্লকে সরাসরি স্টেন্ট (রিং) পরিয়ে ব্লক খুলে দেওয়া হয়। বিশ্বব্যাপী হার্ট এটাকের এটাই সর্বোত্তম চিকিৎসা।

এই চিকিৎসার খরচ সম্পূর্ণ #বিনামূল্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে দেওয়া হচ্ছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সেবা প্রতিদিন চলবে
Dr.Tafizul Islam

🎓 Professor  Dr. Abdul Allam Chowdhury  appointed as the new  . Department of Otolaryngology-Head & Neck Surgery (ENT)Ba...
26/07/2025

🎓 Professor Dr. Abdul Allam Chowdhury appointed as the new . Department of Otolaryngology-Head & Neck Surgery (ENT)
Bangladesh Medical University (ex- PG Hospital)

ছবিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (ex: পিজি হাসপাতাল)  এর কিছু ভবন (A- ব্লক থেকে  Convention Center)🏥এক ফ্রেমে A-Bl...
25/07/2025

ছবিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (ex: পিজি হাসপাতাল) এর কিছু ভবন (A- ব্লক থেকে Convention Center)

🏥এক ফ্রেমে A-Block, B-Block, C-Block, D-Block, E-Block,, Cabin Block, Basic Science, Super Specialized, Convention Center........

25/07/2025

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু 🦟 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪; মৃত্যু ০ 😭
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর

 #মুখে_হিজাব_পিন_রেখে_হিজাব_পিন_ব্যবহারে_________সতর্কতাঃগতকাল বিকেলে কুমিল্লা থেকে একটা ১৩ বছরের একটা  মেয়ে হিজাব📍 পিন ...
25/07/2025

#মুখে_হিজাব_পিন_রেখে_হিজাব_পিন_ব্যবহারে_________সতর্কতাঃ
গতকাল বিকেলে কুমিল্লা থেকে একটা ১৩ বছরের একটা মেয়ে হিজাব📍 পিন খেয়ে আমার চেম্বারে আসে। প্রচন্ড পেটের ব্যথা হচ্ছিল। যেহেতু হিজাব পিনের একপাশ মারাত্মক তীক্ষ্ণ তাই খাদ্য নালীর যেখান দিয়ে যাচ্ছিল ঐখানে ইনজুরি হচ্ছিল তাতে প্রচন্ড পেটের ব্যথা হচ্ছিল।

জিজ্ঞেস করে জানতে পারলাম মেয়েটি মুখে হিজাব পিন রেখে চুল বাধতে ছিল তখন অন্য বাচ্চা দুষ্টমি করে ধাক্কা দেয় আর পিনটি মুখে ঢুকে যায়।

আমরা x- ray করে দেখলাম পিনটি terminal ileum বা cecum এর আশপাশে থাকতে পারে। আমরা প্রথমে bowel preparation ও E***a দিলাম কিন্তু পিনটি বের হলোনা এবং একই যায়গায় আটকে ছিল। মেয়েটির ও খুব পেটে ব্যথা হচ্ছিল। তাই আমরা কোলোনোস্কপি করে বের করার সিদ্ধান্ত নেই।
আলহামদুলিল্লাহ ১ঘন্টার প্রচেষ্টায় কোলোনোস্কপি করে cecum আটকে থাকা হিজাব পিনটি বের করি। আলহামদুলিল্লাহ মেয়েটি এখন অনেকটা উপসর্গ মুক্ত।

Collected From-
ডাঃকামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, DMCH

🔬সাধারণত প্রাথমিক অবস্থায় রোগীকে যে পরীক্ষাগুলো করতে বলা হয়....ECG-100 TK, USG of W/A- 500 TK🧪CBC-350/-🧪Urine R/E-250/-🧪...
25/07/2025

🔬সাধারণত প্রাথমিক অবস্থায় রোগীকে যে পরীক্ষাগুলো করতে বলা হয়....ECG-100 TK, USG of W/A- 500 TK
🧪CBC-350/-
🧪Urine R/E-250/-
🧪Fasting Blood Sugar-60/-
🧪Random Blood Sugar- 60/-
🧪S. Cretinine- 80/-
🧪ALT(SGPT)-100/-
🧪TSH-400/-
🧪FT3-470/-
🧪FT4-470/-
🧪TSH+FT3+FT4- 1050/-
🧪HBa1C-480/-
🧪HBsAg-400/-

📋 সবগুলো পরীক্ষার রিপোর্ট পরের দিন ১নং বিল্ডিং এর নিচতলায় পাবেন।
📈📉ECG- 100/-
🩻X-Ray (c-xr)-300/- (রিপোর্ট পরের দিন ১১ টায়)
🛗 USG of Whole Abdomen -500/- ( রিপোর্ট ওই দিনই ১টার পরে)

স্বাস্থ্যকথা - HealthTalk BD পিজি হাসপাতাল

24/07/2025

কোমরে একটু ব্যথা হলেই বুকটা ধক করে ওঠে...এই বুঝি কিডনিটা গেল!
আর পায়ে পানি এলে তো কথাই নাই...সামান্য একটু পা ফুললেই মনে শংকা জাগে...কিডনি ভাল আছে তো!
অথচ বেশিরভাগ রোগীই দেখি ভিন্ন কথা বলে! বিশেষ করে অল্প বয়স্ক বা মধ্য বয়স্ক রোগী!
কত আর বয়স হবে... এই ৩০ কিংবা ৪০!
হঠাৎ করেই কিডনি অকেজো...হয় চেঞ্জ করা লাগবে...নয়ত বাকী জীবন ডায়ালাইসিস করেই কাটাতে হবে!
ব্যপারটা খুব কষ্টের না?
দিব্বি একটা সুস্থ মানুষ! বয়সে একেবারেই ইয়াং...কিছু বুঝে ওঠার আগেই কিডনি শেষ!
না ছিল তাদের কোমর ব্যথা, না পা ফোলা!
তবে সবারই কিছু কমন উপসর্গ ছিল, যা তারা পাত্তাই দেননি!
১.
খাবারে অরুচি।
হঠাৎ করে কিছুদিন ধরে কিছু খেতে ইচ্ছে করেনা। প্রিয় খাবার গুলো ভালো লাগেনা!
২.
শরীর খুব দূর্বল লাগে!
কোন কিছুতেই এ দূর্বলতা কাটেনা! একেবারে কোন এনার্জি নাই।
জাস্ট এই দুইটা উপসর্গ। কারো কারো প্রস্রাবের পরিমান কিছুটা কমে যায়!
এসব উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে গেলেন...ডাক্তার CBC করতে দিলেন....Serum Creatinine দেখতে বললেন!
ফলাফল, ক্রিয়েটিনিন অনেক হাই....হিমোগ্লোবিন অনেক কম!
ডাক্তারের মুখে বিষন্নতা!
কিডনি ফেইল্যর এর রোগী আপনি!
অল্প বয়সে কিডনি বিকল!
কেন এমন হয়?
১.
ব্যথা নাশক ঔষধ ঘনঘন খেলে
২.
প্রেসার/ডায়াবেটিস থাকলে যদি নিয়ন্ত্রণে রাখা না হয়!
৩.
ছোটবেলায় কিডনির ইনফেকশনের ইতিহাস থাকলে!
এসবই মূল কারণ!
তাই, কারো যদি খুব দূর্বল দূর্বল লাগে...একেবারে রুচি কমে যায়!
তবে প্লিজ, CBC, Serum Creatinine আর Urine R/M/E (প্রস্রাবের পরীক্ষা) করে নিবেন! নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
আসুন...ভালো তথ্য ছড়াই...অন্যকে ভালো থাকার অসিলা হই!

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যকথা - HealthTalk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share