
29/07/2025
পদ্মা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের অর্থনৈতিক শক্তির প্রতীক...পদ্মার বুকে জেগে ওঠা চরের মতোই আমাদের স্বপ্ন জেগে ওঠে প্রতিদিন পদ্মার জল যেমন উচ্ছ্বাসিত, তেমনই এর তীরের জীবনও কর্মমুখর,পদ্মা নদীর ইলিশ মাছে রুপার ঝিলিক মারে স্বাদে যেমন সবার সেরা তেমনি নজর কাড়ে। সরষে তেলে মামা ভেজেছে মজার ইলিশ ভাজা যে খেয়েছে সে বুঝেছে ইলিশ মাছের মজা...