17/08/2023
প্রথমবার বন্ধুদের সঙ্গে স্বেচ্ছায় রক্তদানের লাইনে দাঁড়িয়েছিলেন নজরুল ইসলাম। কিন্তু বয়স না হওয়ায় সেবার তাঁর রক্ত দেওয়া হয়নি। স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সদস্যরা তাঁকে বয়স ১৮ বছর হওয়ার পর রক্তদানের পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন নজরুল। এখন পর্যন্ত তিনি ১০৮ বার রক্ত দিয়েছেন।
নজরুল প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থেকে আমার ভেতরে রক্ত দেওয়ার উৎসাহ আসে।’
দেশে নজরুলের মতো স্বেচ্ছায় রক্তদাতা আরও অনেকে আছেন। মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ দিন দিন বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগ বলছে, দেশে স্বেচ্ছায় রক্তদান পরিস্থিতির উন্নতি হয়েছে। পেশাদারদের চেয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা এখন বেশি।
বেসরকারি রক্তদাতা সংগঠনগুলো বলছে, দেশে রক্তের যে চাহিদা, তা পুরোপুরি পূরণ হচ্ছে না। স্বেচ্ছায় রক্তদাতাদের যে সংখ্যা, তা চাহিদার তুলনায় কম। ফলে রক্তের ঘাটতি থেকে যাচ্ছে। তাই স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি মানুষকে এগিয়ে আসতে হবে।
এমন প্রেক্ষাপটে আজ ২ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।
দেশের সবচেয়ে পুরোনো স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন সন্ধানী। তাদের হিসাবে, দেশে বছরে ছয় লাখ ব্যাগের মতো রক্তের চাহিদা রয়েছে। যার মধ্যে ১২ শতাংশ পূরণ করছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত স্বেচ্ছায় রক্তদাতারা। প্রায় ৬০ শতাংশের মতো আসে পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। বাকিটা স্বজন, বন্ধু ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে দেওয়া হয়। রক্তদাতাদের বেশির ভাগ তরুণ ও শিক্ষার্থী।
সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. হাসিবুল হক প্রথম আলোকে বলেন, ‘দেশে স্বেচ্ছায় রক্তদান পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে হবে। নয়তো শিগগিরই রক্তের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না। জেলা-উপজেলার হাসপাতালগুলোতে নিরাপদ রক্ত সঞ্চালন ও ব্যবস্থাপনা করতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের সেফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আতাউল করিম বলছেন, দেশে এখন স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ বেশি। দেশে পেশাদার রক্তদাতা বা টাকার বিনিময়ে রক্ত দেওয়া কমে গেছে।
আতাউল করিম বলেন, ‘স্বেচ্ছায় বলতে এখানে হয়তো বোঝানো হয়েছে যে তাৎক্ষণিক কোনো প্রয়োজনে আত্মীয়, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের মধ্যে রক্তদান করা। কিন্তু আত্মীয়দের থেকে রক্ত নেওয়ার চেয়ে দূরের কোনো রক্তদাতার কাছ থেকে রক্ত নেওয়াকে আমরা বেশি উৎসাহ দিই। কারণ, এতে জেনেটিক কিছু ব্যাপার থাকে।’
আতাউল করিম আরও বলেন, যিনি রক্ত দেবেন, তিনি বিশ্বস্ত কোনো ব্লাড ব্যাংকে রক্ত দেবেন। দাতার জানার দরকার নেই, তার রক্ত কার কাছে যাচ্ছে। ব্লাড ব্যাংকে রক্ত দিলে তা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকে। প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা যায়।
দেশের রক্তদান পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উল্লেখ করে আতাউল করিম বলেন, রক্তের অভাবে কেউ মারা গেছে, এখন আর তা শোনা যায় না। এখন রক্তের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণিভেদ করা হচ্ছে। আগুনে দগ্ধ রোগীর জন্য এক রকম, আবার ডেঙ্গু রোগীর জন্য আরেক রকম রক্তের উপকরণের প্রয়োজন হয়। এটি এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।