Chhabilal

Chhabilal হয়তো কিছু কথা অপ্রকাশিতই থেকে যেত যদি তুমি বন্ধু হয়ে না সুনতে।

মানুষের সখের কোন শেষ নেই। যা একটি পুরন হলে আরেকটি এসে জায়গা নেওয়ার চেষ্টা করে। সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার...
16/04/2025

মানুষের সখের কোন শেষ নেই। যা একটি পুরন হলে আরেকটি এসে জায়গা নেওয়ার চেষ্টা করে। সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।'

আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।'

আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে।

আমাদের অনেকের আছে।

আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।
এখন মনে হচ্ছে, এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি। কারণ কোনো 'কেনাই' আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। 'গুচি' জুতোর পর আমাদের 'আরমানি' কিনতে ইচ্ছে করবে। আরমানির পর 'বারবারি'। আই ফোন ১৫ কিনলে পরের বছর আই ফোন ১৬ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম- সেটা হয়তো শত বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয় তো তাঁর বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর ক'দিন সময় পেতেন। অথচ, আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি।

মানুষের পেছনে ছুটিনি।
আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই-পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এ পয়সাটি কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।

07/06/2023
15/03/2023

তোমরা কেউ আমায় আপন করিওনা।(ii)
আমি সব আপনহারা মানুষ একজনা।।(ii)

যে চায় করতে আপন আমায়
ভেঙ্গে যায় তার ঘর।
যে চায় আগলে রাখতে আমায়
পৃথিবীই হয় তার পর।
বল আমার মত হতভাগা আছে কোনজনা? (ii)
আমি সব আপনহারা মানুষ একজনা।।

করতে চেয়েছিলাম আপন
এই জগত সংসার।
মায়ার নেশায় পরে হলাম
এখন পুরে ছারখার।
সংসারের প্রেম আমার ভাগ্যে জুটলনা (ii)
আমি সব আপনহারা মানুষ একজনা।।

দুঃখের দুঃখী হয়ে রইলাম পরে
সুখ কপালে সইলনা। (ii)
তোমরা কেউ আমারে আপন করিওনা।
আমি সব আপনহারা মানুষ একজনা। (ii)

(প্রথম গান লিখার চেষ্টা, ভুলত্রুটি হলে সংশোধন করে জানিয়ে দিয়ে পাসে থাকবেন🙏)

-একটি শিক্ষণীয় ঘটনা-রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল । এমন সময় একটি কুকুর দোকানে আসল।কুকুরের মুখে এ...
11/12/2022

-একটি শিক্ষণীয় ঘটনা-

রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল । এমন সময় একটি কুকুর দোকানে আসল।
কুকুরের মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিসের লিস্ট আর টাকা ছিল।
দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগ ভরে দিল, কুকুর ব্যাগ পিঠে উঠিয়ে নিল আর চলে যাচ্ছিল ।দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পিছনে গেল এটা দেখার জন্য যে এতো বুঝদার কুকুরের মালিক কে?

কুকুর বাসের জন্য দাঁড়িয়ে ছিল, একটা বাস এলো আর কুকুর এতে চড়ে গেল। কন্ডাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লিখা ছিল ।
কন্ডাক্টর টাকা নিয়ে টিকিট কুকুরের গলায় বেল্টে রেখে দিল।
নিজের স্টপেজ এ আসতেই কুকুর সামনের দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টর কে ইশারা দিল আর বাস থামাতে নেমে চলতে আরম্ভ করল।
দোকানদার পিছে পিছে গেল। কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দুই তিন বার নক করল।ভেতর থেকে তাঁর মালিক এল, আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘা বসিয়ে দিল।

দোকানদার ঘরের মালিককে এর কারণ জিজ্ঞাসা করল। মালিক বলল শালা আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে। চাবি সাথে নিয়ে যেতে পারত গাধাটা।

জীবনেরও ঐ একই সত্য ।
আপনার কাছ থেকেও মানুষের আশার কোন অন্ত নেই।
যেখানে আপনার সামান্যতম ভুল হলো, সেখানেই মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভাল গুন গুলোকে ভুলে যাবে।
এজন্যই নিজের কর্ম করে চলুন অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই।

মানুষ কখনও সন্তুষ্ট হবে না।
(সংগ্রহীত)

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
15/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

সংগৃহীত

গাছের ছায়া°°°°°°°°°°°°°°°°°°°°°ছবিলাল ঘোষবন্ধ ঘরে, অন্ধকারেজীবন আমার যায়?বিদ্যুৎ ছাড়া ঘরে এখন বেচে থাকা দায়।। সবাই মিলে ...
05/07/2022

গাছের ছায়া
°°°°°°°°°°°°°°°°°°°°°
ছবিলাল ঘোষ

বন্ধ ঘরে, অন্ধকারে
জীবন আমার যায়?
বিদ্যুৎ ছাড়া ঘরে এখন
বেচে থাকা দায়।।

সবাই মিলে জানানা খুলে দে
বাতাস কর, মাথায় দেয় পানি,
আষাঢ় মাসে এত রোদের তাপ
আমি কি আর জানি??

সারাদিনে লোডশেডিং-এ
শরীর যাচ্ছে যে পুড়ে।
ঘর ছেড়ে বাইরে সবাই
যে যার মত করে।।

গাছের ছায়া কত যে মধুর
বুঝতে পারছে সবাই।
আসুন এখন সবাই মিলে
গাছের প্রাণ বাচাই।।

০৫/০৭/২০২২ইং (১১ঃ৫১ এ,এম)

07/03/2022

শান্তি আহারে
--------------------
ছবিলাল ঘোষ

একশ আশি তেলে,
দশ এ ডিম ঢেলে,
গরিবের দশা বোঝাই কাহারে?
করছি দিন পার
তাতেই সন্তুষ্টি আমার,
শান্তি আর শান্তি, আহারে।।

ইলিশ বাজারে
চলে হাজারে,
মাংস সাতশো উপরে।
কপি আর মুলোতে
চলে এখন চুলোতে
শান্তি আর শান্তি, আহারে!

গ্যাস ব্যবহার করিনা,
তা নিয়ে আর ভাবিনা,
খড়কুটোর দাম গেল বেড়ে।
দুইশত টাকার বিদ্যুৎ বিল
হাজারে হয়েছে সামিল,
শান্তি আর শান্তি, আহারে!
০৬/০৩/২০২২

(একজন অল্প আয়ের মানুষের গল্প)

পৃথিবীতে কোন কিছুই  success নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,যখন হাট...
23/02/2022

পৃথিবীতে কোন কিছুই success নয়

এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :

যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,

ভুল ভাঙল,

এরপর স্কুলে গেলাম,শিখলাম first হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
ভুল ভাঙল,বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,

পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম না,নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
সেটাও নয়,নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,

আবার ভুল ভাঙল,

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,

বছর ঘুরলো,দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...

এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,

পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।

(সংগৃহিত)

যদি ফ্রেশ থাকতে চাও,কাজের মধ্যে হারিয়ে যাও।।
28/01/2022

যদি ফ্রেশ থাকতে চাও,
কাজের মধ্যে হারিয়ে যাও।।

🤫🤫🤫🤫
27/01/2022

🤫🤫🤫🤫

26/01/2022

Address

Thakurgaon
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhabilal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share