13/09/2023
আমি চেষ্টা করি ভাল কোম্পানির ওষুধ ইউজ করতে তার মধ্যে আমার একটা পছন্দের কোম্পানি SKF এরা মূলত মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করে।
তবে আমি আপনাকে সার্বিক অর্থে বলতে পারি আপনি যেটা করবেন খাদ্যের সাথে আমি যেটা করি ডিসিপি প্লাস ১% তার সাথে
লাইম স্টোন 2% এটা হল আমার সারা বছরের ডায়োটারি ক্যালসিয়ামের সাপোর্ট। এইটা ইউজ করলে আর অতিরিক্ত কোন ক্যালসিয়াম সিরাপ দিতে হয় না।
এবার আসি ডিবি পাউডার এইটা আমি সাধারণত এক মাসে Calfostonic ACI কোম্পানি, আরেক মাসে Eskavet ডিবি এবং আরেক মাসে Renavet DB এভাবে প্রতিদিন দুধের গরুকে ১৫+০+১৫ মাসে 20 দিন দিয়ে থাকি কমপক্ষে। অন্যদিকে প্রেগন্যান্ট গরুকে বাচ্চা হওয়ার এক মাস আগ থেকে বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত ২০+০+২০। অন্য গরুকে ১০+০+১০ প্রতিদিন দিয়ে থাকি অর্থাৎ মাসে১৫ দিন।
Zink (জিংক): জিংকের যে উপাদান অর্থাৎ জিংক সালফেট মনোহাইড্রেট এটা মূলত সবারই এক। এক্ষেত্রে আমিও উপরোক্ত কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকি যেমন এসিআই কোম্পানির এজিং vet, Methozink-B-Complx সমৃদ্ধ এবং জিংক ম্যাট এমাইনো এসিড সমৃদ্ধ তারপর SKFকোম্পানির Xink care. এছাড়া বাচ্চা হওয়ার এক মাস আগ থেকে ডেলিভারির আগ পর্যন্ত আরেকটা জিংক আমি ইউজ করি যেটাতে ভিটামিন এইচ বা বায়োটিন আছে।
আর যদি ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হয় নতাইলে সানক্যালvet আছে, ক্যালপ্লেক্স আছে , বোনাকেল-পি max ওরাক্যাল আছে।
এসব গুলির মধ্যে বোনাকেল প্রি ম্যাক্স এসিআই এর উপাদান গুলো সবচেয়ে বেশি যতগুলা সিরাপ আছে। আর দুধ বৃদ্ধির জন্য আপনি ক্যালসিম্যাক্স সাথে এমাইনো ভেট প্লাস ইনজেকশনটা ইউজ করতে পারেন মাসে ৩-৪ ডোজ।
ডায়োটারি ক্যালসিয়াম পাউডার খাওয়ালে অন্য কোন ক্যালসিয়াম খাওয়ানো লাগেনা সাধারণত। এতে আপনার সুবিধা গাভী বাচ্চা দেয়ার পর শুয়ে পড়বে না এবং বাচ্চা হতে সহজ হবে এবং জরায়ু বের হয়ে আসবে না।
কপি পোষ্ট।।