গবাদিপশুর পরিচর্যা ও চিকিৎকসা বিষয়ক ।

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • গবাদিপশুর পরিচর্যা ও চিকিৎকসা বিষয়ক ।

গবাদিপশুর পরিচর্যা ও চিকিৎকসা বিষয়ক । গরুর চিকিৎসা ও পরিচর্যা।

13/09/2023

আমি চেষ্টা করি ভাল কোম্পানির ওষুধ ইউজ করতে তার মধ্যে আমার একটা পছন্দের কোম্পানি SKF এরা মূলত মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করে।
তবে আমি আপনাকে সার্বিক অর্থে বলতে পারি আপনি যেটা করবেন খাদ্যের সাথে আমি যেটা করি ডিসিপি প্লাস ১% তার সাথে
লাইম স্টোন 2% এটা হল আমার সারা বছরের ডায়োটারি ক্যালসিয়ামের সাপোর্ট। এইটা ইউজ করলে আর অতিরিক্ত কোন ক্যালসিয়াম সিরাপ দিতে হয় না।

এবার আসি ডিবি পাউডার এইটা আমি সাধারণত এক মাসে Calfostonic ACI কোম্পানি, আরেক মাসে Eskavet ডিবি এবং আরেক মাসে Renavet DB এভাবে প্রতিদিন দুধের গরুকে ১৫+০+১৫ মাসে 20 দিন দিয়ে থাকি কমপক্ষে। অন্যদিকে প্রেগন্যান্ট গরুকে বাচ্চা হওয়ার এক মাস আগ থেকে বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত ২০+০+২০। অন্য গরুকে ১০+০+১০ প্রতিদিন দিয়ে থাকি অর্থাৎ মাসে১৫ দিন।

Zink (জিংক): জিংকের যে উপাদান অর্থাৎ জিংক সালফেট মনোহাইড্রেট এটা মূলত সবারই এক। এক্ষেত্রে আমিও উপরোক্ত কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকি যেমন এসিআই কোম্পানির এজিং vet, Methozink-B-Complx সমৃদ্ধ এবং জিংক ম্যাট এমাইনো এসিড সমৃদ্ধ তারপর SKFকোম্পানির Xink care. এছাড়া বাচ্চা হওয়ার এক মাস আগ থেকে ডেলিভারির আগ পর্যন্ত আরেকটা জিংক আমি ইউজ করি যেটাতে ভিটামিন এইচ বা বায়োটিন আছে।
আর যদি ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হয় নতাইলে সানক্যালvet আছে, ক্যালপ্লেক্স আছে , বোনাকেল-পি max ওরাক্যাল আছে।
এসব গুলির মধ্যে বোনাকেল প্রি ম্যাক্স এসিআই এর উপাদান গুলো সবচেয়ে বেশি যতগুলা সিরাপ আছে। আর দুধ বৃদ্ধির জন্য আপনি ক্যালসিম্যাক্স সাথে এমাইনো ভেট প্লাস ইনজেকশনটা ইউজ করতে পারেন মাসে ৩-৪ ডোজ।
ডায়োটারি ক্যালসিয়াম পাউডার খাওয়ালে অন্য কোন ক্যালসিয়াম খাওয়ানো লাগেনা সাধারণত। এতে আপনার সুবিধা গাভী বাচ্চা দেয়ার পর শুয়ে পড়বে না এবং বাচ্চা হতে সহজ হবে এবং জরায়ু বের হয়ে আসবে না।

কপি পোষ্ট।।

13/09/2023

What's one thing that you're grateful for now? #গরু_পালন_রচনা_ডেইরী
প্রসবের আগে কত দিন ওলান ড্রাই থাকবে??
কোন গর্ভবতী গাভি কে প্রসবের আগে দুইমাস/60 দিন গাভির ওলান ড্রাই/শুকনো থাকবে!75 দিন আগে থেকে চেষ্টা করুন। এতে প্রসবের পর সর্বোচ্চ দুধ প্রদান করবে,ওলান সুগঠিত থাকবে,ম্যাষ্টাইটিস হবে না!প্রসব কাল 283 তম দিনে(10+/-)বাছুর জন্ম হবে। প্রসবের 12 ঘন্টা পর গর্ভফুল পড়বে! 3 দিন শাল দুধ দিবে, 1-18 দিন জরায়ু থেকে বাজে রক্ত বের হবে,21 দিন পর দুধের চাপ বৃদ্ধি হবে!প্রথম দুই থেকে তিনমাস দুধ দৃদ্ধি পাবে,পরের তিন মাস দুধ সমান থাকবে,পরের দিন মাস কমতে থাকবে। 90 দিনের ভিতর হীটে এনে বীজ দিতে হবে। প্রসবের পর 18 তম দিনে কৃমিনাশক করতে হবে।এতে 21 দিনে দুধ বৃদ্ধির সময় শরীর ফিট থাকবে,রুমেন ফংশন উন্নতি হবে।বাছুর বিষাক্ত দুধ খেয়ে পাতলা পায়খানা থেকে মুক্ত থাকবে।
10/09/2021
Shoaieb Hossain.
ধন্যবাদ।

কৃত্রিম প্রজনন করুন আপনার গরুর জাত উন্নয়নে অংশীদার হোন।
12/09/2023

কৃত্রিম প্রজনন করুন আপনার গরুর জাত উন্নয়নে অংশীদার হোন।

12/09/2023

Q&A time জানেন কি?নিমপাতা,খাবার সোডা,জিংক সিরাপ,প্যারাসিটামল,ফিটকিরি,
পটাশ,সোহাগা দিয়ে সঠিক পরিচর্যায় LSD,FMD দুটি রোগই 100% সুস্থ্য করা সম্ভব!কারন দুটি রোগই ভাইরাস সংক্রমন।রোগের আগে ভেকসিন দিতে হবে। রোগ হলে লক্ষণ অনুযায়ী সঠিক চিকিৎসা ও পরিচর্যা করুন।👌👌🌷🌷🌷🆗

Address

Thakurgaon

Telephone

+8801761256527

Website

Alerts

Be the first to know and let us send you an email when গবাদিপশুর পরিচর্যা ও চিকিৎকসা বিষয়ক । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category