
03/07/2025
দেড় দিনের জন্য পাঁচবিবি -জয়পুরহাট ভ্রমণ, এসেছিলাম কোর্টে সাক্ষী প্রদান করতে ( সরকারি কাজে)। আজ সকালে পাঁচবিবি তে অবস্থিত মহীপুর কলেজের পিছনে ১৫০ বিঘা নিয়ে গড়ে উঠা এই আম বাগান পরিদর্শন করি, এই বাগানে আম্রপালি আর বারি ৪, গাছ থেকে আম নিয়েছি, খেতে ও দিয়েছিলেন যতগুলো খাওয়া যায়। মাঝে মধ্যে প্রকৃতি সাথে মিশে যেতে ভালো লাগে।