আপনার বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
বাত,ব্যথা ও প্যরালাইসিস রোগী যারা হাসপাতালে কিংবা ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারছেন না তাদের জন্য বাড়িতে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছে
physiohomesbd
যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নয়, ফিজিওথেরাপি চিকিৎসক ব্যতিত কোন ফিজিওথেরাপি চিকিৎসা নয়। ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নেওয়ার আগে অবশ্যই দেখে নিবেন আপনার ফিজিওথেরাপিস্ট ঢাকা ইউনিভার্সিটি, ফ্যাকাল
্টি অব মেডিসিন থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন কিনা এবং অভিজ্ঞতা সম্পন্ন কিনা।
মহিলাদের জন্য দক্ষ মহিলা এবং পুরুষদের জন্য আলাদা দক্ষ ফিজিওথেরাপিষ্ট রয়েছে।
প্রধান লক্ষ্যঃ
সেবার মাধ্যমে আপনার সুস্থ্যতা
physiohomesbd এর ফিজিওথেরাপিষ্টগন যোগ্যতা সম্পন্ন এবং আপনার রোগীকে এসেসমেন্ট ও পেসক্রিপশন প্রদান পুর্বক চিকিৎসা পরিকল্পনা করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকবেন।
আমাদের সেবা সমূহঃ
-- ফুসফুসের সমস্যায় চেস্ট ফিজিওথেরাপি
জয়েন্ট ও মাংশপেশীর দুর্বলতা
ঘাড়, কোমর ও পিঠ এবং মেরুদন্ডের ব্যথা
কাধে, কনুত, কব্জি ও হাটু ব্যথা
হাটুর লিগামেন্ট ইঞ্জুরীর সমস্যায় ফিজিওথেরাপি
অপারেশন, প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি
স্ট্রোক, জিবিএস ও পারকিনসন্স জনিত সমস্যায় প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা
শিশুদের জয়েন্ট,মাংশপেশির ব্যথায় ফিজিওথেরাপি
শিশুদের সেরেব্রাল পালসি, জিবিএস সমস্যায় ফিজিওথেরাপি
শিশু ও প্রাপ্ত বয়স্কদের মুখ বাকা সমস্যায় ফিজিওথেরাপি
বয়স্কদের ফিজিক্যাল ফিটনেস ,ব্যথা ও প্যারালাইসিস সমস্যায় ফিজিওথেরাপি
এনকাইলোজিং স্পনডাইলিটিস , অস্টিও-আর্থাইটিস এবং রিউমাটইয়েড আর্থাইটিসের সমস্যায়ু ফিজিওথেরাপি চিকিৎসা
হাত, পা অবশ হয়ে যাওয়া সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
বাসায় আমাদের দক্ষ মেডিকেল এবং রিহ্যাব টিম হতে আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন :
০১৫৩৩-৯৪২০৬৭
- কেবলমাত্র উত্তরা, টংগী এবং গাজীপুর এলাকা এই চিকিৎসা সেবা কার্যক্রম অন্তভূক্ত থাকবে ।