21/08/2022
তুমি তো মেডিকেলে পড়ার যোগ্যই না 😳
----------------------------------
#প্রক্ষাপট ১ : বাবা নেই , মা ধৈর্য্য এবং কস্ট করে পড়াচ্ছেন । কোন এক মিটিং এ কাজিন বড়ভাই ( নন মেডিকেল ) আসলেন অভিভাবক মিটিং এ । ফেইজ কো অর্ডিনেটর ম্যাম সেই ভাই এর কোন এক কথায় মাইন্ড করলেন । ব্যাস .... একটানা ১ বছর সেই স্টুডেন্টকে যখন যেভাবে পারেন মানষিক এবং একাডেমিক চাপে রাখেন । সব ওকে থাকার পরও প্রফে বসতে দিবেন না । কথায় কথায় কমন -
" তুমি তো মেডিকেলে পড়ার যোগ্যই না । "
বিনা অপরাধে হাজার বার সরি বলার পরও শেষে মা কেই নিয়ে আসলো ম্যাম এর সাথে দেখা করাতে । ব্যাস ... এতদিন একা অপমানিত হোত , আজ মা সহ ।
#প্রেক্ষাপট ২ : মা এর ক্যান্সার । পরীক্ষার মাত্র কয়েকদিন আগেই কেমোথ্যারাপি নিয়েছেন । পরীক্ষার দিন ভাইবা টেবিলে একটু অন্যমনস্ক দেখাচ্ছিলো তাকে । ম্যাম জিজ্ঞেস করলেন কি সমস্যা ।
স্টুডেন্ট বললো সব খুলে । ম্যাম ভয়াবহ ক্ষেপে গেলেন ।
এসব বলে সিমপ্যাথী নিতে চাও , গল্প ফাদার জায়গা পাও না ?
" তুমি তো মেডিকেলে পড়ার যোগ্যই না ।"
অবাক নয়ন তাকিয়ে থাকে - ম্যাম তো পড়ে , আদৌও কি উনি ডাক্তার ????
হাজারটা প্রেক্ষাপট আছে । এই কথা শোনা ছাত্রছাত্রীর সংখ্যাটাও কম না ।
আচ্ছা ভাবুনতো আপনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক । এরকম একটা কথা কাউকে মুখ ফসকে বলে ফেলেছেন । তারপর কি হতো আপনার অবস্হাটা ??? বাধ্য হইতেন ক্ষমা চাইতে । পুকুরে চুবানিও খেতে হতে পারতো ।
আপনি তাকে জাজ করার কে ? সে মেডিকেলে পড়ার যোগ্য কি না ? রিজিক এর এই রাস্তাটা সে নিজের চেস্ঠা আর উপরওয়ালার রহমতে পেয়েছে । আপনি পারসোনাল ইগো আর আপনার ব্যাক্তিগত অভিশপ্ত জীবনের ফ্রাস্টেশান তার উপর ঝেড়ে শুধু যে ঘৃনা কুড়াচ্ছেন তা না , তার এবং তার পরিবারের অভিশাপও কুড়াচ্ছেন । Trust Me , I know , Your student hates you .
Love and respect should be earned. যারা একটু সহযোগিতার হাত বাড়ায় তাদের ওরা মাথায় তুলে রাখে । আমি এমন একজনকে চিনি যাকে তার স্টুডেন্টরা শিক্ষক নয় বরং বাবা ভাবে ( ডা জহির উদ্দিন , সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ,
চক্ষু , AMUMC )
Be a human before you start teaching your students .
# Medicalian ANTI Depression - MAD এর গল্পকথন ।
Dr Md Mustafizur Rahman