
07/04/2025
৪০ বছর পর থেকে শরীরে বিভিন্ন রোগ অজান্তে বাসা বাঁধতে শুরু করে,,
এই জন্য যে সকল মেডিকেল টেস্ট করা জরুরী।
প্রতিবছরে কমপক্ষে একবার পরীক্ষা করা ভালো।
(১).কোলেস্টেরল পরীক্ষা করতে হবে।
যেমন-Lipid Profile.
(২).রক্তের ডায়াবেটিস আছে কিনা জানতে হবে।
যেমন-GTT.
(৩). থাইরয়েডের পরীক্ষা করতে হবে।
যেমন-TSH.
(৪).কিডনির ফাংশান টেস্ট করতে হবে।
যেমন-S.Creatinine.
(৫).লিভার ফাংশন ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
যেমন-S.BILIRUBIN, SGPT, SGOT.
(৬).রক্তে কোন রোগ আছে কিনা তা পরীক্ষা করতে হবে
যেমন-CBC.
(৭).প্রোস্টেট নির্দিষ্ট এন্টিজেন পরীক্ষা করতে হবে।
যেমন-PSA.
(৮).উচ্চ রক্তচাপের পরীক্ষা করতে হবে।
যেমন-ECG.
(৯). পেটের ভিতরে যে কোন সমস্যা থাকলে পরীক্ষা করতে পারেন। যেমন-USG OF WHOLE ABDOMEN.
(১০). বুকের যেকোন সমস্যার জন্য করতে পারেন।
যেমন-X-RAY CHEST P/A VIEW.
(১১). প্রস্রাবের যে কোন সমস্যার জন্য করতে পারেন।
যেমন-URINE RE/ME.
-Doctor Mohammad Ali.