26/10/2023
🔶🔶দেশের বিশিষ্ট অভিজ্ঞ ইউনানী চিকিৎসকের পরামর্শ নিন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী চিকিৎসা গ্রহণ করুন। নিজেকে সুস্থ রাখুন।
--------------------------------------------------------
🔺🔺 "অশ্বগন্ধা" একটি অনন্য ভেষজ
উপাদান 🔺🔺
---------------------------০---------------------
🔸ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ওষুধ তৈরির ফর্মুলায় "অশ্বগন্ধার" পর্যাপ্ত ব্যবহার রয়েছে। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা এটি জীবনী শক্তিবর্ধক ও স্নায়ুশক্তি বর্ধক হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করেন বিধায় একে "ইন্ডিয়ান জিনসেং"(Indian Ginseng) নামে আখ্যায়িত করেছেন। চীনা চিকিৎসা বিজ্ঞানীরাও অশ্বগন্ধাকে সাধারণ বলকারক, যৌন উদ্দীপক, স্নায়বিক শক্তিবর্ধক হিসেবে সার্বাধিক ব্যবহার করে থাকেন। এটির বাংলার নাম: অশ্বগন্ধা, ইউনানী নাম: এসগন্ধ, ইংরেজি নাম: Withania Root, বৈজ্ঞানিক নাম: Withania somnifera।
অশ্বগন্ধা গাছ সাধারণত: ২-৩হাত পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতার আকার অনেকটা বাসকপাতার ন্যায়। ফল মটরের ন্যায় গোলাকার, কাঁচা অবস্থায় সবুজ, কিন্তু পাকলে হলুদ কিংবা লালবর্ণ ধারণ করে। এর মূল আঙুলের ন্যায় সরু প্রকৃতির ও বেশ নরম। ভাঙলে ভেতরটা ধবধবে সাদা দেখায়। বিভিন্ন ওষুধে এর মূলই বেশি ব্যবহৃত হয়। ১৯৭০ সালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন অশ্বগন্ধা সুনির্দিষ্ট মাত্রায় সেবনে ক্যান্সারের কোষবৃদ্ধিকে বাধাগ্রস্থ করে। তাছাড়া গেঁটেবাত, কটিবাত, কোমরব্যথা, সন্ধিব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্নায়বিক দুর্বলতা, ও যৌনদুর্বলতা উপশমে কার্যকর ভূমিকা রাখে।
▪️উল্লেখিত রোগ উপশমে নিম্মের গবেষণালদ্ধ ফর্মুলাটি অত্যন্ত কার্যকর বিধায় উপস্থাপন করা হলো:-
▪️অশ্বগন্ধা (Withania somnefera)
২০০গ্রাম
▪️বচ্ (Alpinia galanga) ২০০গ্রাম
▪️মিঠা সূরঞ্জান (Colchicum luteum)
২০০গ্রাম
▪️বূযীদান (Orchis latifolia) ১০০গ্রাম
🔸প্রস্তুত প্রণালী:- সমুদয় উপাদান
পরিষ্কার-পরিচ্ছন্ন করে রৌদ্রে শুকিয়ে
মিহিচূর্ণ করে ৬০মেশের চালনীতে চেলে
নিয়ে প্রয়োজন মত আরক মাকু অথবা
আরক বাদিয়ান মিশিয়ে ৫০০মি.গ্রামের
বড়ি তৈরি করুন। অত:পর ভালোভাবে
শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
▪️সেবনবিধি: ২বড়ি আহারের পর প্রত্যহ
২বার গরম পানিসহ সেব্য।
🔸বি.দ্র. ১৯৭৩ সালে ভারতের হায়দ্রাবাদস্থ সরকারি নিজামিয়া তিব্বি কলেজের অধ্যক্ষ হাকীম জহুরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে "অল-ইন্ডিয়া তিব্বি কনফারেন্সে" একজন পোষ্ট গ্র্যাজুয়েট স্কলার উক্ত ফর্মুলার উপর Scientific paper উপস্থাপন করেন। তাদের গবেষণায় উক্ত ফর্মুলার ওষুধ গেঁটেবাত, সন্ধিপ্রদাহ, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং স্নায়বিক দুর্বলতা উপশমে অত্যন্ত কার্যকরী।
--------------------------------------------------------
🔸আমাদের চেম্বারে উৎকৃষ্ট মানের অশ্বগন্ধা সম্বলিত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এগুলো, বাতব্যাধি, হাড়ক্ষয়, কোমর ব্যথা, শারীরিক ও স্নায়বিক দুর্বলতায় এবং যৌনরোগ উপশমে দ্রুত কার্যকরী। ৫-৭দিন ওষুধ সেবনেই নিশ্চিত কার্যকারিতা বুঝতে পারবেন। নিরাপদ ও সম্পুর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
--------------------------------------------------------
🔸"অশ্বগন্ধা" সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমার লিখা "রোগ ও উদ্ভিদতত্ত্ব" (১-১২খন্ড)বইটি পড়ুন। সম্পূর্ণ বইটিতে নয় শতাধিক ফর্মুলা, প্রস্তুত প্রণালী, কার্যকারিতা, সেবনবিধি প্রভৃতি সহজ ও সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। নির্ভরযোগ্য চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বইটি ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য অতীব প্রয়োজন। আজই বইটি সংগ্রহ করুন।
--------------------------------------------------------
◾আপনার শারীরিক যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত ইউনানী চিকিৎসা নিন। নিজেকে সুস্থ রাখুন।
--------------------------------------------------------
👨⚕️প্রধান চিকিৎসক :
হাকীম এম.এ.কালাম পাটোয়ারী
ডক্টর অব মেডিসিন (হার্বাল) ভারত।
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(ইউনানী মেডিসিন)
হামদর্দ, পাকিস্তান।
অধ্যাপক (অনারারী) তিব্বিয়া হাবিবিয়া
কলেজ, হাসপাতাল এবং
''রোগ ও উদ্ভিদতত্ত্ব'' (১-১২খন্ড)
বইয়ের লেখক।
🏨চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর।
☎️মোবা:০১৭১৫৫২২৮৬৩