ক্যামরুজ ইউনানী ফার্মা

ক্যামরুজ ইউনানী ফার্মা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্যামরুজ ইউনানী ফার্মা, Medical and health, Somobay complex , Station Road, Tongi.

03/08/2025

"রোগ ও উদ্ভিদতত্ত্ব" বই সম্পর্কে মুল্যবান অভিব্যক্তি প্রকাশ করছেন -
বিশিষ্ট ইউনানী চিকিৎসক -
হাকীম মোঃ আলমগীর কবির

বই টি কিনতে -
ভিজিট করুন - https://kamruzpublication.com/

সরাসরি সংগ্রহ করতে পারবেন -
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর।
☎️মোবা:০১৭১৫-৫২২৮৬৩

🔺🔺সম্মানিত ইউনানী চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করছি।“ইউনানী চিকিৎসক প্রশিক্ষণ প্রোগ্রামে" যোগ দিন।আত্মবিশ্বাসী হয়ে পেশাগত দক...
27/07/2025

🔺🔺সম্মানিত ইউনানী চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করছি।“ইউনানী চিকিৎসক প্রশিক্ষণ প্রোগ্রামে" যোগ দিন।
আত্মবিশ্বাসী হয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি করুন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী ওষুধ দিয়ে চিকিৎসা সেবা দিন।🔺🔺
-------------------------------------------------------
🔸অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করে আসছি মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধের অভাবে অধিকাংশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছেন না। ফলে দিন-দিন ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সাধারণ মানুষ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি আস্থা ও বিশ্বাস হারাচ্ছে।
🔸পরিসংখ্যানে জানা যায়, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের অধিকাংশ শিক্ষকদের নিজস্ব চেম্বার নেই কিংবা মোটেই প্র্যাকটিস করেন না। এটা অত্যন্ত দুঃখজনক । এলোপ্যাথিক মেডিক্যাল কলেজের শিক্ষকদের সাথে নিজেদের তূলনা করুন। আমাদের অবস্থান কোথায়?
🔸সুতরাং আমাদের বিশ্বমানের বিজ্ঞানসম্মত ও নিরাপদ ইউনানী ওষুধ ও চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করার আপ্রাণ চেষ্টা করতে হবে। সাথে-সাথে ওষুধ নিয়ে অবিরাম গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
🔸আমি দীর্ঘকাল যাবৎ প্র্যাকটিস করে যে সকল রোগ গুলোর উপর নিজস্ব গবেষণালব্ধ ও ইউনানী চিকিৎসা বিজ্ঞানের দুর্লভ প্রামাণ্য গ্রন্থ থেকে বাছাইকৃত ফর্মুলার ওষুধ প্রয়োগ করে সুনিশ্চিত ফলাফল পেয়ে আসছি,সে সব রোগের উপর “ইউনানী চিকিৎসক প্রশিক্ষণ প্রোগ্রাম” চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি। যাতে একজন চিকিৎসকের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ বিজ্ঞানসম্মত বিশ্বমানের প্রকৃত ইউনানী চিকিৎসা সেবা পায়।
🔸আলোচ্য রোগসমূহ:
১. কোষ্ঠ কাঠিন্য (Constipation)
২. যকৃত বৃদ্ধি ( Enlargement of the Liver)
৩. যকৃতে চর্বি জমা (Fatty Liver)
৪. অর্শ (piles)
৫. মলদ্বার ফেটে যাওয়া (A**l Fissure)

🔸বি.দ্র.
১. প্রশিক্ষণ কাল: ১ মাস (সপ্তাহে ১ দিন ক্লাস সকাল ১০ টা- দুপুর ২ টা পর্যন্ত )
২. যোগ্যতা: রেজিস্টার্ড ইউনানী চিকিৎসক (মেধাসম্পন্ন হতে হবে)
৩. প্রতি ব্যাচে: ১০ জন
৪. আগ্রহী ইউনানী চিকিৎসক বৃন্দ বিস্তারিত তথ্য জানতে হলে সরাসরি অথবা টেলিফোনে যোগাযোগ করুন।
--------------------------------------------------------
👨‍⚕️হাকীম এম.এ.কালাম পাটোয়ারী
সিনিয়র উৎপাদন ব্যবস্থাপক (প্রাক্তন)
হামদর্দ ল্যাব. (ওয়াকক) বাংলাদেশ
▪️কনসালটেন্ট (প্রাক্তন) দি ইবনে সিনা
ন্যাচারাল মেডিসিন লি.
▪️উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত (মেডিসিন): হামদর্দ
পাকিস্তান।
▪️ রোগ ও উদ্ভিদতত্ত্ব (১-১২খন্ড)

ইউনানী ঔষধ প্রস্তুত বিজ্ঞান বইয়ের লেখক।
--------------------------------------------------------
🏨চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর। ☎️মোবা:01715522863,
01818637457

🔺🔺 সম্মানিত ওষুধ শিল্প প্রতিষ্ঠান মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি!! 🔺🔺------------------------------------------------------...
19/05/2025

🔺🔺 সম্মানিত ওষুধ শিল্প প্রতিষ্ঠান মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি!! 🔺🔺
--------------------------------------------------------
🔸যে কোন ঔষধ উৎপাদন কারী প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে GMP অনুসারে ফর্মুলারীর আলোকে মানসম্মত নিরাপদ ঔষধ উৎপাদন করা,ব্যবহৃত প্রতিটি উপাদান পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে চিহ্নিত করণ, প্রক্রিয়াজাত করণ, উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ প্রভৃতি বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মী থাকা একান্ত অপরিহার্য।কেননা উৎপাদিত প্রতিটি ঔষধ নির্ভরযোগ্য কার্যকারিতার সাথে জড়িয়ে রয়েছে মার্কেটিং বিভাগসহ প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের মানসিক শক্তি, প্রতিষ্ঠানের সুনাম, সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস,সামাজিক মর্যাদা, আন্তরিকতা ও দোয়া প্রভৃতি। ইদানিং মার্কেটে প্রত্যক্ষ দৃষ্টিতে দেখা যাচ্ছে, মালিক পক্ষের একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে দক্ষ জনশক্তি ও সঠিক দিক নির্দেশনার অভাবে যুগের চাহিদা অনুযায়ী Quality সম্পন্ন নির্ভরযোগ্য ইউনানী কিংবা আয়ুর্বেদিক ঔষধ উৎপাদন করতে পারছেন না।
তাতে মার্কেটিং বিভাগের কর্মীরা এসব ঔষধ নিয়ে দেশের উচ্চমানের চিকিৎসকদের নিকট যেতে সাহস পান না। ফলে দিন দিন প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় এবং ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। ক্রমান্বয়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

🔸আমি বলিষ্ঠ ভাষায় বলছি কোন প্রতিষ্ঠান বৃহৎ আকারে আধুনিক প্রযুক্তির (Modern Technology) মাধ্যমে বিশ্বমানের Quality সম্পন্ন ইউনানী কিংবা আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন করতে আগ্রহী হলে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমার দীর্ঘদিনের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান দেশ, জাতি ও আপনার প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে পারেন।
--------------------------------------------------------
🔹নিম্নে কতিপয় গুরুত্বপূর্ণ ইউনানী ঔষধের নাম উল্লেখ করা হলো। যে সব ঔষধগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের Quality সম্পন্ন ভাবে উৎপাদন করা যায়।
🔸 সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, অয়েন্টমেন্ট, হেয়ার অয়েল ও সেমি-সলিড আইটেম সমূহ। যেমন:-
--------------------------------------------------------
▪️শরবত মিছালী ▪️ট্যাব. পুদিনা
▪️শরবত তুলসী ▪️ট্যাব. ফাওলাদ
▪️শরবত সেব ▪️ট্যাব. রেহ্‌মিন
▪️শরবত কাইলোসিন ▪️ট্যাব. আম্বর মোমিয়ায়ী
▪️শরবত ছদর ▪️ট্যাব. নিশাত
▪️শরবত এজায ▪️ট্যাব. পেশিশ
▪️শরবত সায়লান ▪️ট্যাব. সূরানজান
▪️শরবত মুছাফ্‌ফি ▪️ট্যাব. মুন্‌ইশ
▪️শরবত হাজমিনা ▪️ট্যাব. সূযাক
▪️শরবত দীনার ▪️ট্যাব. হায়াতীন মুরাক্কাব
▪️শরবত হায়াতীন মুরাক্কাব ▪️ট্যাব. মুছাফ্‌ফি
▪️শরবত হাজিম ▪️সফূফ আমলা
▪️শরবত ফাওলাদ ▪️সফূফ কাবেদী
▪️শরবত আতফাল ▪️সফূফ মুগাল্লিয
▪️শরবত সানতারা ▪️সফূফ রেহ্‌মিন
▪️এত্রিফল উস্‌তূখূদূস ▪️মরহম আজীব
▪️এত্রিফল কাশনীযী ▪️মরহম আরামিন
▪️খামীরা গাওজবান ▪️মরহম জাদীদ
▪️খামীরা মারওয়ারীদ ▪️মরহম যয়তূনী
▪️জওয়ারিশ জালীনুস ▪️তিলা জাদীদ
▪️মাজুন মুগাল্লিয
▪️রওগন আমলা বা (আমলকীর তেল)
▪️রওগন ভাঙ্গরা বা (ভৃঙ্গরাজ তেল)
▪️রওগন কদু (কদুর তেল)
▪️আবে নমক শিরীন - (খাবার স্যালাইন) প্রভৃতি।
বি.দ্র. উল্লেখিত আইটেম গুলো ছাড়াও মার্কেট এবং যুগের চাহিদা অনুযায়ী অন্যান্য যেকোন Quality Product দেওয়া যাবে।
--------------------------------------------------------👨‍⚕️হাকীম এম.এ.কালাম পাটোয়ারী
সিনিয়র উৎপাদন ব্যবস্থাপক (প্রাক্তন)
হামদর্দ ল্যাব. (ওয়াকক) বাংলাদেশ
▪️কনসালটেন্ট (প্রাক্তন) দি ইবনে সিনা
ন্যাচারাল মেডিসিন লি.
▪️উচ্চতর ট্রেনিং প্রাপ্ত (মেডিসিন): হামদর্দ
পাকিস্তান।
▪️ রোগ ও উদ্ভিদতত্ত্ব (১-১২খন্ড)

ইউনানী ঔষধ প্রস্তুত বিজ্ঞান বইয়ের লেখক।
--------------------------------------------------------
🏨চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর।
☎️মোবা:০১৭১৫-৫২২৮৬৩

16/12/2024

রোগ ও উদ্ভিদতত্ত্ব বই সম্পর্কে একজন ইউনানী চিকিৎসকের মন্তব্য এবং অনুভুতি।

বই গুলো রকমারিতে অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://www.rokomari.com/book/author/41469/hakim-m-a-kalam-patwary

অথবা সরাসরি আমাদের অফিস থেকে নিতে কল করতে পারেন --
01610-137069

14/12/2024

"হাকীম এম এ কালাম পাটোয়ারী" স্যার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

''হাকীম এম এ কালাম পাটোয়ারী'' স্যার এর বই গুলো এখন থেকে রকমারি থেকে কিনতে পারবেন ।নিচে লিংক দেওয়া হল-https://www.rokomar...
01/09/2024

''হাকীম এম এ কালাম পাটোয়ারী'' স্যার এর বই গুলো এখন থেকে রকমারি থেকে কিনতে পারবেন ।
নিচে লিংক দেওয়া হল-
https://www.rokomari.com/book/author/41469/hakim-m-a-kalam-patwary

25/08/2024
আমাদের নিজস্ব প্রকাশনী
24/08/2024

আমাদের নিজস্ব প্রকাশনী

20/08/2024

🟦 দেশের একজন বিশিষ্ট ইউনানী চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা বিষয়ক বহু গ্রন্থের লেখক , খ্যাতিমান ইউনানী চিকিৎসক ''হাকীম এম এ কালাম পাটোয়ারী'' সম্পর্কে জানুন , বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী চিকিৎসা গ্রহণ করুন। নিজেকে সুস্থ রাখুন।

✅ যে সকল রোগের নির্ভরযোগ্য চিকিৎসা পাবেনঃ-
--------------------------------------------------
গবেষণালব্ধ ওষুধ দ্বারা আমাশয় , আই বি এস , পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, পাকস্থলীর প্রদাহ, কোষ্ঠকাঠিন্য
গেঁটেবাত, সায়াটিকা, কোমরব্যথা, হাড়ক্ষয়, মেরুদন্ডের প্রদাহ,
হাঁপানি, শ্বাসকষ্ট, এলার্জি জনিত হাঁচি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ
হেপাটাইটিস-বি ভাইরাস, যকৃতে চর্বি জমা, যকৃত বৃদ্ধি, কিডনী ও মুত্রথলীর প্রদাহ, মাথা ব্যথা,মাথা ঘোরা
এলার্জি ও চর্মরোগ সহ আরও কিছু জটিল রোগের নির্ভরযোগ্য চিকিৎসা পেতে এবং "রোগ ও উদ্ভিদতত্ত্ব" বই কিনতে যোগাযোগ করুন ।
01715-522863
01908-463516

হাকীম এম.এ.কালাম পাটোয়ারী
ডক্টর অব মেডিসিন (হার্বাল) ভারত।
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(ইউনানী মেডিসিন)
হামদর্দ, পাকিস্তান।
অধ্যাপক (অনারারী) তিব্বিয়া হাবিবিয়া
কলেজ ও হাসপাতাল
কনসালটেন্ট (প্রাক্তন) দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিঃ
সিঃউৎপাদন ব্যবস্থাপক (প্রাক্তন)
হামদর্দ ল্যাব: (ওয়াকফ) বাংলাদেশ।
এবং ''রোগ ও উদ্ভিদতত্ত্ব'' (১-১২খন্ড) বইয়ের লেখক।

🏨চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর।
☎️মোবা: ০১৭১৫-৫২২৮৬৩
👨‍⚕️রোগী দেখার সময়: বিকাল ৫টা-রাত ৯ টা

18/08/2024

হাকীম এম এ কালাম পাটোয়ারী

13/11/2023

🟦দেশের বিশিষ্ট অভিজ্ঞ ইউনানী চিকিৎসকের পরামর্শ নিন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী চিকিৎসা গ্রহণ করুন। নিজেকে সুস্থ রাখুন।
--------------------------------------------------------
🔸 প্রামাণ্য ভিডিও চিত্রটি দেখুন 🔸
--------------------------------------------------------
🔸চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী
সমবায় কমপ্লেক্স (২য় তলা)
স্টেশন রোড, টংগী-গাজীপুর
👨‍⚕️রোগী দেখার সময়:বিকাল৫টা-রাত ৯টা
☎️মোবা: ০১৭১৫-৫২২৮৬৩

🔶🔶দেশের বিশিষ্ট অভিজ্ঞ ইউনানী চিকিৎসকের পরামর্শ নিন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী চিকিৎসা গ্রহণ করুন। নিজেকে স...
26/10/2023

🔶🔶দেশের বিশিষ্ট অভিজ্ঞ ইউনানী চিকিৎসকের পরামর্শ নিন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত নিরাপদ ইউনানী চিকিৎসা গ্রহণ করুন। নিজেকে সুস্থ রাখুন।
--------------------------------------------------------
🔺🔺 "অশ্বগন্ধা" একটি অনন্য ভেষজ
উপাদান 🔺🔺
---------------------------০---------------------
🔸ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ওষুধ তৈরির ফর্মুলায় "অশ্বগন্ধার" পর্যাপ্ত ব্যবহার রয়েছে। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা এটি জীবনী শক্তিবর্ধক ও স্নায়ুশক্তি বর্ধক হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করেন বিধায় একে "ইন্ডিয়ান জিনসেং"(Indian Ginseng) নামে আখ্যায়িত করেছেন। চীনা চিকিৎসা বিজ্ঞানীরাও অশ্বগন্ধাকে সাধারণ বলকারক, যৌন উদ্দীপক, স্নায়বিক শক্তিবর্ধক হিসেবে সার্বাধিক ব্যবহার করে থাকেন। এটির বাংলার নাম: অশ্বগন্ধা, ইউনানী নাম: এসগন্ধ, ইংরেজি নাম: Withania Root, বৈজ্ঞানিক নাম: Withania somnifera।
অশ্বগন্ধা গাছ সাধারণত: ২-৩হাত পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতার আকার অনেকটা বাসকপাতার ন্যায়। ফল মটরের ন্যায় গোলাকার, কাঁচা অবস্থায় সবুজ, কিন্তু পাকলে হলুদ কিংবা লালবর্ণ ধারণ করে। এর মূল আঙুলের ন্যায় সরু প্রকৃতির ও বেশ নরম। ভাঙলে ভেতরটা ধবধবে সাদা দেখায়। বিভিন্ন ওষুধে এর মূলই বেশি ব্যবহৃত হয়। ১৯৭০ সালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন অশ্বগন্ধা সুনির্দিষ্ট মাত্রায় সেবনে ক্যান্সারের কোষবৃদ্ধিকে বাধাগ্রস্থ করে। তাছাড়া গেঁটেবাত, কটিবাত, কোমরব্যথা, সন্ধিব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্নায়বিক দুর্বলতা, ও যৌনদুর্বলতা উপশমে কার্যকর ভূমিকা রাখে।
▪️উল্লেখিত রোগ উপশমে নিম্মের গবেষণালদ্ধ ফর্মুলাটি অত্যন্ত কার্যকর বিধায় উপস্থাপন করা হলো:-
▪️অশ্বগন্ধা (Withania somnefera)
২০০গ্রাম
▪️বচ্ (Alpinia galanga) ২০০গ্রাম
▪️মিঠা সূরঞ্জান (Colchicum luteum)
২০০গ্রাম
▪️বূযীদান (Orchis latifolia) ১০০গ্রাম

🔸প্রস্তুত প্রণালী:- সমুদয় উপাদান
পরিষ্কার-পরিচ্ছন্ন করে রৌদ্রে শুকিয়ে
মিহিচূর্ণ করে ৬০মেশের চালনীতে চেলে
নিয়ে প্রয়োজন মত আরক মাকু অথবা
আরক বাদিয়ান মিশিয়ে ৫০০মি.গ্রামের
বড়ি তৈরি করুন। অত:পর ভালোভাবে
শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
▪️সেবনবিধি: ২বড়ি আহারের পর প্রত্যহ
২বার গরম পানিসহ সেব্য।

🔸বি.দ্র. ১৯৭৩ সালে ভারতের হায়দ্রাবাদস্থ সরকারি নিজামিয়া তিব্বি কলেজের অধ্যক্ষ হাকীম জহুরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে "অল-ইন্ডিয়া তিব্বি কনফারেন্সে" একজন পোষ্ট গ্র‍্যাজুয়েট স্কলার উক্ত ফর্মুলার উপর Scientific paper উপস্থাপন করেন। তাদের গবেষণায় উক্ত ফর্মুলার ওষুধ গেঁটেবাত, সন্ধিপ্রদাহ, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং স্নায়বিক দুর্বলতা উপশমে অত্যন্ত কার্যকরী।
--------------------------------------------------------
🔸আমাদের চেম্বারে উৎকৃষ্ট মানের অশ্বগন্ধা সম্বলিত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এগুলো, বাতব্যাধি, হাড়ক্ষয়, কোমর ব্যথা, শারীরিক ও স্নায়বিক দুর্বলতায় এবং যৌনরোগ উপশমে দ্রুত কার্যকরী। ৫-৭দিন ওষুধ সেবনেই নিশ্চিত কার্যকারিতা বুঝতে পারবেন। নিরাপদ ও সম্পুর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
--------------------------------------------------------
🔸"অশ্বগন্ধা" সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমার লিখা "রোগ ও উদ্ভিদতত্ত্ব" (১-১২খন্ড)বইটি পড়ুন। সম্পূর্ণ বইটিতে নয় শতাধিক ফর্মুলা, প্রস্তুত প্রণালী, কার্যকারিতা, সেবনবিধি প্রভৃতি সহজ ও সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। নির্ভরযোগ্য চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বইটি ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য অতীব প্রয়োজন। আজই বইটি সংগ্রহ করুন।
--------------------------------------------------------
◾আপনার শারীরিক যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন। বিশ্বমানের বিজ্ঞান সম্মত ইউনানী চিকিৎসা নিন। নিজেকে সুস্থ রাখুন।
--------------------------------------------------------
👨‍⚕️প্রধান চিকিৎসক :
হাকীম এম.এ.কালাম পাটোয়ারী
ডক্টর অব মেডিসিন (হার্বাল) ভারত।
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(ইউনানী মেডিসিন)
হামদর্দ, পাকিস্তান।
অধ্যাপক (অনারারী) তিব্বিয়া হাবিবিয়া
কলেজ, হাসপাতাল এবং
''রোগ ও উদ্ভিদতত্ত্ব'' (১-১২খন্ড)
বইয়ের লেখক।
🏨চেম্বার:
ক্যামরুজ ইউনানী ফার্মেসী।
স্টেশন রোড,টংগী,গাজীপুর।
☎️মোবা:০১৭১৫৫২২৮৬৩

Address

Somobay Complex , Station Road
Tongi
1710

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 15:00 - 21:30
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যামরুজ ইউনানী ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram