Shahinur Homeo Hall - শাহিনুর হোমিও হল

Shahinur Homeo Hall - শাহিনুর হোমিও হল হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা

পরিপাকতন্ত্রের সুস্থতা বদহজমলিখেছেন ডা. বিদিশা কুন্ডু প্রমা ও ডা. ইমা ইসলামবদহজমের কারণ ও ঘরোয়া সমাধানঘরোয়া চিকিৎসাবেশি...
24/03/2022

পরিপাকতন্ত্রের সুস্থতা
বদহজম
লিখেছেন ডা. বিদিশা কুন্ডু প্রমা ও ডা. ইমা ইসলাম

বদহজমের কারণ ও ঘরোয়া সমাধান

ঘরোয়া চিকিৎসা
বেশিরভাগ মানুষেরই কখনো না কখনো বদহজমের সমস্যা হয়। এটি সাধারণত মারাত্মক কোন কিছুর লক্ষণ নয়। আপনি নিজে নিজেই এর চিকিৎসা করতে পারেন।

বদহজমের লক্ষণ
খাবার খাওয়া বা পানীয় পান করার পরে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে:

বুক জ্বালাপোড়া করা- বিশেষত খাওয়ার পরে বুকে জ্বালাপোড়ার মত যন্ত্রণা অনুভব করা
পেট ভরা বা ফুলে উঠেছে এমন বোধ করা
বমিভাব
ঢেঁকুর তোলা এবং বায়ু ত্যাগ করা
খাবার বা তিক্ত স্বাদের তরল মুখে উঠে আসা
কখন এটি বদহজম নয়?
পেট ব্যথা বা পিঠ ব্যথা সাধারণত বদহজমের লক্ষণ নয়। এগুলো থাকলে আপনি হয়তো কোষ্ঠকাঠিন্যে ভুগছেন।

বদহজম, বুক জ্বালাপোড়া আর এসিড রিফ্লাক্স – এদের মধ্যে পার্থক্য কী?
বুক জ্বালাপোড়া আর এসিড রিফ্লাক্স একই জিনিস- পাকস্থলীর ভেতরে থাকা এসিড গলা পর্যন্ত উঠে আসা। এরকম ঘটলে আপনি জ্বালাপোড়া অনুভব করবেন। এটি বদহজমের লক্ষণ হতে পারে।

বদহজমের ঘরোয়া চিকিৎসা
ঘুমাতে যাওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে কিছু খাবেন না।
বিছানায় শোবার সময় আপনার মাথা ও ঘাড় উঁচু অবস্থানে রাখুন- এটি ঘুমের সময় পাকস্থলীর এসিড গলা পর্যন্ত উঠে আসা বন্ধ করতে পারে।
তৈলাক্ত, চর্বিযুক্ত অথবা অতিরিক্ত মসলাযুক্ত খাবার পরিহার করবেন।
চা, কফি, কোমল পানীয় (কোলা) অথবা মদ পান কমিয়ে ফেলুন।
বদহজমের চিকিৎসা
বদহজমের সাথে যে বুক জ্বালাপোড়া বা ব্যথা হয়, তা উপশমের জন্য একজন ডাক্তার আপনাকে ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারেন। যেসব ওষুধ পেটে এসিডের পরিমাণ কমায় সেগুলো হল:

এন্টাসিড (antacid)
প্রোটন পাম্প ইনহিবিটর (proton pump inhibitor)
কিছু বদহজমের ওষুধ খাবার খাওয়ার পরে সেবন করা ভালো যাতে তাদের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হয়। আরও তথ্যের জন্য ওষুধের সাথে থাকা লিফলেটটি পড়ে দেখুন।

গর্ভবতী মহিলাদের বদহজমের সমস্যার চিকিৎসা
গর্ভবতী মহিলাদের প্রায়ই বদহজমের সমস্যা হয়। গর্ভধারণের ২৭ সপ্তাহের পরে এই সমস্যা খুবই স্বাভাবিক। হরমোনের পরিবর্তনের জন্য বা গর্ভে বেড়ে ওঠা শিশু পেটে চাপ দেওয়ার কারণে এটি হতে পারে। একজন ডাক্তার অস্বস্তিকর অনুভুতি বা ব্যথার ব্যাপারে সাহায্য করতে পারেন। তারা গর্ভাবস্থায় খাওয়ার জন্য সঠিক ওষুধটি খাওয়ার পরামর্শ দিতে পারেন।

কখন ডাক্তার দেখাবেন
বার বার বদহজমের সমস্যায় ভুগতে থাকেন
তীব্র ব্যথা অনুভব করেন
৫৫ বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন
কোন চেষ্টা ছাড়াই ওজন অনেক কমে যায়
খাবার গিলতে সমস্যা অনুভব করেন
বার বার বমি করেন
আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা এর রোগী হন
পেটে চাকার মত কিছু অনুভব করেন
বমি বা পায়খানার সাথে রক্ত যাওয়ার সমস্যায় ভোগেন
এগুলো মারাত্মক কোন সমস্যার লক্ষণ হতে পারে।

বদহজম কেন হয়?
পাকস্থলীতে থাকা এসিড আপনার পাকস্থলীর আস্তরণ কিংবা গলায় জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। একারণে বদহজম হয় এবং আপনি জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করেন।

বদহজমের আরও কিছু কারণ হল:

বিভিন্ন ওষুধ
ধূমপান
মদ পান
এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ যার নাম Helicobacter pylori
মানসিক চাপ বদহজমের সমস্যা বাড়ায়।

যেসব অসুখের কারণে বদহজমের সমস্যা হয়
হায়াটাস হার্নিয়া (Hiatus hernia)
পাকস্থলীর আলসার
পাকস্থলীর ক্যান্সার
Helicobacter pylori নামক জীবাণু দ্বারা সংক্রমণ
গ্যাস্ট্রো-এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (gastro-oesophageal reflux disease)

বর্তমানে প্রায় সবার বাড়িতে সকালে গরম ভাত কিংবা নাস্তার প্রচলন। কিন্তু অতীতে  সকাল বেলা মানে পান্তা ভাত, বিশেষ করে স্বল্প...
20/03/2022

বর্তমানে প্রায় সবার বাড়িতে সকালে গরম ভাত কিংবা নাস্তার প্রচলন। কিন্তু অতীতে সকাল বেলা মানে পান্তা ভাত, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারে। এ ভাতের সাথে একটু লবণ, শুকনা মরিচ পোড়া অথবা কাঁচা মরিচ এবং পিঁয়াজ। লেবু অথবা লেবু পাতার রস। থাকলে একটু আচার। এখনও গ্রামাঞ্চলে পান্তার প্রচলন রয়েছে। তবে শহরাঞ্চলে এই খাবারের প্রচলন নেই বললেই চলে। অথচ পুষ্টিগুণে ভরপুর এই পান্তা ভাত। চিকিৎসকরা বলছেন, জীবনের যাবতীয় শক্তি নাকি পান্তায় রয়েছে। তাদের দাবি, শরীর চর্চা না করেও পান্তা ভাত খেয়ে বলিষ্ঠ শরীর আর উজ্জ্বল ত্বক, চুলের অধিকারী হতে পারেন যে কেউই।

সম্প্রতি ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক পরীক্ষা করে দেখেছেন, ১২ ঘণ্টা ভিজিয়ে রাখলে ১০০ গ্রাম পান্তা ভাতে ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন তৈরি হয়। সেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রন থাকে মাত্র ৩.৪ মিলিগ্রাম। এছাড়া ১০০ গ্রাম পান্তা ভাতে পটাশিয়াম বেড়ে হয় ৮৩৯ মিলিগ্রাম এবং ক্যালশিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৫০ মিলিগ্রাম। যেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালশিয়াম থাকে মাত্র ২১ মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় ৩০৩ মিলিগ্রাম। সেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়ামের পরিমাণ ৪৭৫ মিলিগ্রাম।

আমেরিকা নিউট্রিশন অ্যাসোসিয়েশন-এর গবেষণা বলছে, ভাত জলে ভিজিয়ে রাখলে পাকস্থলী প্যানক্রিয়াটিক অ্যামাইলেজসহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। ফলে পান্তা ভাতের জটিল শর্করাগুলো খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া পান্তা ভাত ভিটামিন বি-৬ ও ভিটামিন-১২ এর ভালো উৎস। এছাড়া দেহের বহু উপকারী ব্যকটেরিয়া পান্তা ভাতে তৈরি হয়।

উপকারিতা: ১. পেটের সমস্যার সমাধান। ২. কোষ্ঠবদ্ধতা দূর হয়। ৩. শরীর সতেজ থাকে। ৪. পাশাপাশি শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে। ৫. রক্ত চাপ স্বাভাবিক থাকে। ৬. হার্ট সুস্থ থাকে।

🌎ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ 🌎             -------------আপনার, আমার মা -বোন -স্ত্রী-কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফ...
06/03/2022

🌎ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ 🌎
-------------
আপনার, আমার মা -বোন -স্ত্রী-কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু একজন ডাক্তার ই,সি,জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে, আল্তাতে হাত দিচ্ছে তল পেটে, এবং ডেলিভারি করার সময় লজ্জা স্থানে। কিন্তু কেন এর কি কোনো প্রতিকার নেই। প্রতিটা হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রুগি সবচেয়ে বেশি ।
চিকিৎসার খাতিরে মা বোনেরা নিজের ইজ্জত আব্রু খুলে দেখাতে হচ্ছে একটা পরপুরুষ কে। তাই মা-বোনদের ইজ্জত রক্ষার্থে মহিলাদের সকল প্রকার চেকআপ ও ডেলিভারি তে মহিলা ডাঃ অতি প্রয়োজন । বাংলাদেশের সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি 😓😓😓😓😓

06/03/2022

Address

Tongi
1712

Telephone

+8801704485744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahinur Homeo Hall - শাহিনুর হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shahinur Homeo Hall - শাহিনুর হোমিও হল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram