08/07/2023
🔹সংসার টিকে থাকার দুটো শক্ত পিলার।
#শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহঃ) বলেনঃ স্ত্রীর জিহ্বা যখন লম্বা হয়ে যায় তখন তার স্বামীর সাথে সংসার করার সময়টা খাটো হয়ে যায়।
📙[مجموع الفتاوى: 23/360]
#মিশরীয় কবি মুসত্বফা ছদিক আর-রফিয়ী বলেনঃ একটা সংসার নারীর কৃষ্ণকায় চক্ষু ও রক্তিম কপোল [গালের] উপর টিকে থাকে না বরং সংসার টিকে থাকে তার চরিত্রের উপর।
📘[وحي القلم:1/263]
#কুরআনের ভাষ্যমতে একটি সংসার টিকে থাকার পিলার হলো দুটিঃ
[1] মাওয়াদ্দাহ [المودة]:
অর্থাৎ উভয়ের প্রতি উভয়ের মুহাব্বত এবং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ।
[2] রহমাহ্ [الرحمة]: একে অন্যের প্রতি দয়ার্দ্র হওয়া। ভুল হলে ক্ষমা করা।
যে সংসারে এ দুটো গুণ অনুপস্থিত সে সংসারে সুখ শান্তি অনুপস্থিত তবে শয়তান সেখানে উপস্থিত। পক্ষান্তরে এ দুটো গুণের উপস্থিতিতেই টিকে থাকে সংসার আর সে সংসারই হয় অনিন্দ্য সুখময়
সংসার।
“কেবল নারীকে দোষারোপ করে সে কোন জনে,
বস্তুত সংসার সুখের হয় উভয়ের গুণে।”
✍️Amin Bin Yousuf ©