কাজী অফিস, বিবাহ ও তালাক - Kazi Office, Marriage and Divorce

  • Home
  • Bangladesh
  • Tongi
  • কাজী অফিস, বিবাহ ও তালাক - Kazi Office, Marriage and Divorce

কাজী অফিস, বিবাহ ও তালাক - Kazi Office, Marriage and Divorce Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাজী অফিস, বিবাহ ও তালাক - Kazi Office, Marriage and Divorce, Marriage Therapist, Tongi.

08/07/2023

🔹সংসার টিকে থাকার দুটো শক্ত পিলার।

#শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহঃ) বলেনঃ স্ত্রীর জিহ্বা যখন লম্বা হয়ে যায় তখন তার স্বামীর সাথে সংসার করার সময়টা খাটো হয়ে যায়।
📙[مجموع الفتاوى: 23/360]

#মিশরীয় কবি মুসত্বফা ছদিক আর-রফিয়ী বলেনঃ একটা সংসার নারীর কৃষ্ণকায় চক্ষু ও রক্তিম কপোল [গালের] উপর টিকে থাকে না বরং সংসার টিকে থাকে তার চরিত্রের উপর।
📘[وحي القلم:1/263]

#কুরআনের ভাষ্যমতে একটি সংসার টিকে থাকার পিলার হলো দুটিঃ
[1] মাওয়াদ্দাহ [المودة]:
অর্থাৎ উভয়ের প্রতি উভয়ের মুহাব্বত এবং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ।

[2] রহমাহ্ [الرحمة]: একে অন্যের প্রতি দয়ার্দ্র হওয়া। ভুল হলে ক্ষমা করা।

যে সংসারে এ দুটো গুণ অনুপস্থিত সে সংসারে সুখ শান্তি অনুপস্থিত তবে শয়তান সেখানে উপস্থিত। পক্ষান্তরে এ দুটো গুণের উপস্থিতিতেই টিকে থাকে সংসার আর সে সংসারই হয় অনিন্দ্য সুখময়
সংসার।

“কেবল নারীকে দোষারোপ করে সে কোন জনে,
বস্তুত সংসার সুখের হয় উভয়ের গুণে।”

✍️Amin Bin Yousuf ©

18/06/2023

👉বিয়ে নিয়ে দুই স্কলার/পন্ডিতের কথপোকথন 🙄

✅ সংসার জীবনে সফল হতে কী করণীয়?বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর।...
17/06/2023

✅ সংসার জীবনে সফল হতে কী করণীয়?
বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর।কারণ তার স্বামী তার এতোটাই খেয়াল রেখেছে যার কারণে তার পরিবর্তন টা সুন্দর ভাবে হয়েছে।এর জন্য ই প্রতিটা মেয়ের

জীবনে যত্নশীল আর দায়িত্বশীল স্বামী খুবই প্রয়োজন।মানসিক শান্তি থাকলে নিজেকে পরিপাটি রাখা এবং নিজের যত্ন নেওয়া সবই ভালোলাগে।মেয়েরা মানসিক শান্তিটা পায় তার স্বামীর কাছেই।একজন আদর্শ স্বামী হওয়া খুবই প্রয়োজন। মা বাবার রাজকন্যাকে সুন্দর দেখেই বিয়ে করেছিলেন তবে কেনো চেহারার এতো রঙ বদল?বয়স হয়ে যাবে চেহারাও কুঁচকে যাবে, কিন্তু মানসিক শান্তিটা থাকবে।যার জন্য শেষ বয়সেও একটি মেয়ে নিজেকে পরিপাটি রাখতে পারে। স্বামী সবাই হতে পারে?

আদর্শ স্বামী হতে ক'জনে পারে?
তাই নিজেকে আদর্শ স্বামী হিসেবে স্ত্রীর কাছে বিবেচিত হবার চিন্তা সকল পুরুষ এরই থাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

❗বিঃদ্রঃ আদর্শ নেককার নারী, স্ত্রীরও ভিন্ন role আছে যেগুলো স্ত্রীর, নারীর পালন করতে হয়। এই পস্ট শুধু পুরুষদের একটু বোঝানোর উদ্দেশ্যে করা।

 #আমরা বিয়েকে কঠিন বানিয়ে ফেলেছি।আজ আমরা বিয়েকে একটি ফ্যাশন বানিয়ে ফেলেছি।বিবাহ যেন একটি আযাবে পরিণত হয়েছে।বর্তমান সমাজে...
16/06/2023

#আমরা বিয়েকে কঠিন বানিয়ে ফেলেছি।

আজ আমরা বিয়েকে একটি ফ্যাশন বানিয়ে ফেলেছি।বিবাহ যেন একটি আযাবে পরিণত হয়েছে।বর্তমান সমাজে কোন ব্যাক্তির নিকট যদি হাজার বা লক্ষ টাকা না থাকে তাহলে সে বিবাহ করতে পারে না।কারণ,গায়ে-হলুদ-রুসুমের জন্য টাকা প্রয়োজন।অলীমা ও অনুষ্ঠানের জন্য টাকা চাই।এসব কাজ সম্পাদন করার জন্য বহু লোকের প্রয়োজন। কনের জন্য এতো পরিমান গয়নাগাঁটি ও এতো প্রকার শাড়ী বা কাপড় দরকার।"রুসুম"বিবাহকে কঠিন করে ফেলেছে।বিবাহকে এক আযাবে পরিনত করেছে।অথচ শরীয়তে এধরনের কোন বিধি-বিধান নেই।

ুখময়_দাম্পত্য_জীবন

15/06/2023
07/06/2023

জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না:

১. কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না।

“যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো।”
[সূরা ইব্রাহিম: ০৭]

২. কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না।

“আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।”
[সূরা বাকারা: ১৫২]

৩. কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।

“আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো।”
[সূরা গাফির: ৬০]

৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না।

“আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন।”
[সূরা আনফাল: ৩৩]

কার্টিসি: Qalbun Saleem - قلب سليم
©️

19/04/2023

❏ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিবাহ ও তালাক রেজিষ্ট্রারের কার্যালয়।
এখানে বিবাহ ও তালাক রেজিষ্ট্রি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য ফ্রি যোগাযোগ করতে পারেন।
❏ এছাড়া বিদেশ গমনে বৈবাহিক এবং তালাক সংক্রান্ত সকল সহযোগিতা আমাদের কাছ থেকে নিতে পারবেন।

(ঠিকানাঃ স্টেশন রোড, বাস স্ট্যান্ড, ঢাকা রোড সংলগ্ন, টঙ্গী,গাজীপুর।)
মোবাইলঃ 01714245494, 01931101393

Background Music Credit: https://youtu.be/nb8_pKfEVvE

Send a message to learn more

Address

Tongi

Telephone

+8801714245494

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস, বিবাহ ও তালাক - Kazi Office, Marriage and Divorce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share