ডা. আব্দুল্লাহ শাফী

ডা. আব্দুল্লাহ শাফী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. আব্দুল্লাহ শাফী, Doctor, Tongi.
(2)

এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য)
এমডি (রেসিডেন্ট-রেসপিরেটরি মেডিসিন)
এফসিপিএস (মেডিসিন P-I)

মেডিসিন, ডায়াবেটিস,উচ্চরক্তচাপ, হাঁপানি, শ্বাসকষ্ট, চর্মরোগ, এলার্জি, পরিপাকের সমস্যা, ব্যথা ও শারীরিক দুর্বলতা বিষয়ে অভিজ্ঞ
🇵🇸

কি মহান ডিজাইনার তুমি!দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে(Red blood cell)! কারণ, আর...
26/06/2025

কি মহান ডিজাইনার তুমি!

দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে(Red blood cell)! কারণ, আরবিসি যদি একটা মাইটোকন্ড্রিয়ার মালিক হয়ে যেতো, তাহলে ফুসফুস থেকে যে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে প্রতিটি টিস্যুতে, গন্তব্যে যাবার আগেই সে নিজে এটা খরচ করে ফেলতো (কারণ, কারো কাছে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, তবে সে এটার সাহায্যে অক্সিজেন পুড়িয়ে এটিপি অর্থাৎ শক্তি তৈরি করে ফেলতে পারবে। এটা হচ্ছে একধরণের ইঞ্জিনের মতো)। আমাদের টিস্যুগুলো তখন আর অক্সিজেন পেতোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? এত নির্ভূল আর যৌক্তিক তোমার ডিজাইনগুলো।

সেন্ট্রিয়োল দেয়া হল সবখানে। শুধু দেয়া হলোনা নিউরন আর গ্লিয়াল সেল এ। যদি আমাদের ব্রেইনের সেল গুলোতে সেন্ট্রিওল থাকতো, তাহলে এই সেন্ট্রিওল প্রতিটি কোষকে বিভাজিত করে নতুন কোষ তৈরী করে ফেলতো। ফলস্বরূপ, আমরা যা তথ্য সঞ্চয় করে রেখেছি আমাদের মেমোরিতে, সব এক প্রেসে কেল্লাফতে!! পাওনাদারের টাকা পাওনাদারও ভূলে যেতো দেওনাদারও ভুলে যেতো!

🔵তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন।

আমি যখন পোস্টেরিওর থোরাসিক ওয়ালের (বক্ষপিঞ্জরের পিঠের দিকের দিকের অংশ) ব্লাড সাপ্লাই ধরলাম, আমি জানতে পারলাম- এখানে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা মোটাদাগে সবাইকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু ২ মিনিটের একটা খটকা আমার লাগলো। কারণ আমি জানি, লেফট হার্ট থেকে এওর্টা বের হয়ে কার্ভ করে শেষে যখন ডিসেন্ড করতে শুরু করেছে, ততক্ষণে উপরের দু'টি রিবস (পাঁজর) মিস হয়ে গেছে। আবার এটাও ভাবলাম যে, কেউ তো দিয়েছে নিশ্চই। না হয় ব্লাড ছাড়া কিভাবে চলবে রিবস দু'টি। না, কেউ এসে দিয়েছে। জেনে গেলাম। 'কস্টোসারভাইকাল ট্রাঙ্ক' নামের একজন নেমে এসে ঠিকই দিয়েছে! যে 'সাবক্ল্যভিয়ান আর্টারি' তাঁরতাঁর চলে যাচ্ছিল, কি দরকার পড়লো ঐখানে দুটো ব্রাঞ্চ ছেড়ে দেবার!
আমি স্তব্ধ হয়ে গেলাম এক মুহুর্তের জন্য! তখনকার অনুভুতি কি যে ছিলো, বলে বোঝাতে পারবোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? তোমার ডিজাইন এত জ্যামিতিক।

টেবিলের এক কোণায় একটি বই রেখে দিলে তিন থেকে চার দিন পর সেখানে ১ সেন্টিমিটার ধূলোর আস্তর পরে। অথচ প্রতিটা অবচেতন মনে টেনে নেয়া শ্বাসে আধা লিটারের মত বাতাস টেনে নিচ্ছি প্রতি মুহূর্তে। একটু জোরে টান দিলেতো এক লিটারই ঢুকে পড়ে। বাতাসে এত ধূলিকণা আর জীবাণু! তবু কি আশ্চর্য্য!! কেকের মত স্পঞ্জি আর সফট ফুসফুসটার কিছু হয়না। আস্তরও পড়েনা। পড়বে কি করে? পুরো ট্রাকিয়া আর নাসাল এয়ার ওয়ে জুড়ে রয়েছে সিলিয়ারি বিট! প্রাকৃতিক ঝাড়ুদার। প্রতিনিয়ত ঝাড়ুদিচ্ছে ধূলিকণাগুলোকে।

🔵তুমি এ কেমন ডিজাইনার? এত নির্ভূল, নিখুঁত আর যৌক্তিক তোমার ডিজাইন!

সুবহানাল্লাহ

"হে মানুষ সকল, তোমাদের কি এমন জিনিস যেটা তোমার রব থেকে তোমাকে গাফিল করে রেখেছে? অথচ তিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর সামঞ্জস্য করে দিয়েছেন।"
------সূরা ইনফিত্বার (৫-৬)

(একজন চিকিৎসক হতে সংগৃহীত)

কোভিড নিয়ে যেন বাড়ি না ফিরি....
10/06/2025

কোভিড নিয়ে যেন বাড়ি না ফিরি....

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়...

06/06/2025
04/06/2025

দুশ্চিন্তা-পেরেশানিও গুনাহ মাফের মাধ্যম!

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
🔰মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। 🔰(বুখারি : ৫৬৪১)

যেই রব আপনাকে ক্ষমা করার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উসিলায় অধিক গুনাহ মাফ করতে চান, যেই রবের নাফরমানি আপনি কীভাবে করবেন?

সবারই কোভিড হেলথ এটিকেট বা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ রইলো। বিশেষত ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি (শিশু, ব...
03/06/2025

সবারই কোভিড হেলথ এটিকেট বা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ রইলো। বিশেষত ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি (শিশু, বয়স্ক বা জটিল রোগাক্রান্ত) বিশেষ খেয়াল রাখা উচিত।

25/05/2025

সাধারণ সর্দিকাশি জ্বরেই এন্টিবায়োটিক না!
অধিকাংশ জ্বরই ভাইরাল ফিভার। ৩-৪ দিনের বেশি জ্বর হলে ডাক্তারের শরনাপন্ন হওয়া উচিত।

23/05/2025

সর্দি, কাশি, জ্বরের ভরা মৌসুম এখন। প্রচুর রোগী। ছাতা আর মাস্ক অবশ্যই সাথে রাখুন।

আমি একজন ক্ষুদ্র medicine enthusiast হিসেবে বৃহৎ একটি স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। জানিনা কতদূর যেতে পারবো...
04/05/2025

আমি একজন ক্ষুদ্র medicine enthusiast হিসেবে বৃহৎ একটি স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। জানিনা কতদূর যেতে পারবো তবে আমি সময় দিচ্ছি।

(যদি হায়াত দেন আল্লাহপাক) আমার লক্ষ্য দেশে-বিদেশের মেডিসিন লাভারদের জন্য একটি সুবৃহৎ ও 'Pro' Level এর সমৃদ্ধ ডাটাবেইজ তৈরি করা ইনশাআল্লাহ। যেখানে যখন তখন রেফারেন্স সহকারে মেডিসিনের এ টু জেড স্টাডি করা যাবে ও জানা যাবে৷

আপাতত ইনফরমেশন গ্যাদারিং লেভেলে আছি৷ প্রথম কাজ করছি Respiratory Medicine নিয়ে।

সবকিছুকে Proper presentation এ নিতে চাই একটি ওয়েব প্ল্যাটফর্ম এর মাধ্যমে।

এতে থাকবে Specialty wise ও ডিজিজ বেইজড অল পসিবল ডিসকাশন, Qs-Ans, থিওরি, ফিগার, ডায়াগনোসিস এলগরিদম, এক্সাম বেইজড ইন্ডিকেটর, প্রসিডিওর অর্থাৎ একটি স্পেশালিটি বা ডিজিজ এর যা জানা সম্ভব সবকিছু। এটি একটি ওয়েব প্ল্যাটফর্ম বেইজড হবে এবং রেগুলার আপডেটেড হবে।

আমি ফ্রেন্ড লিস্টের ও লিস্টের বাইরে আরো medicine enthusiasts দের সাহায্য চাই।

রোগীর ফুসফুস থেকে পানি বের করছি।প্রায় ৩ লিটারের বেশি পানি জমে আছে। আজ ১ লিটারের বেশি বের করা যাবে না, নতুবা সমস্যা হবে।চ...
24/04/2025

রোগীর ফুসফুস থেকে পানি বের করছি।

প্রায় ৩ লিটারের বেশি পানি জমে আছে। আজ ১ লিটারের বেশি বের করা যাবে না, নতুবা সমস্যা হবে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্পেসিফিক্যালি বললে, ফুসফুসের পর্দা থেকে জমে যাওয়া পানি অপসারণ এটা। এই প্রক্রিয়ার নাম 'প্লুরাল ফ্লুইড এসপিরেশন'।

বক্ষব্যাধিতে এটা খুব কমন ঘটনা। এই রোগের নাম প্লুরাল ইফিউশান (Pleural Effusion)।
এভাবে পানি জমে গেলে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হয়।

বাংলাদেশের মত যক্ষা প্রবণ এলাকায় এটা আরো বেশি হয়ে থাকে।

যক্ষা ছাড়াও আরো যেসব কারণে ফুসফুসে এমন পানি জমে থাকে তার মধ্যে রয়েছে -
নিউমোনিয়া,
হার্ট ফেইলিউর,
ফুসফুসের ক্যান্সার,
কিডনি ফেইলিউর,
লিভার ফেইলিউর
বাতের রোগসমূহ ইত্যাদি।

(এই রোগীর ক্ষেত্রে বাতের (রিউমাটোলজিক্যাল) সমস্যা মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে)

যক্ষা ও নিউমোনিয়া থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই।

শিশুদের প্রতি বিশেষ যত্ন নিন।

22/04/2025

নিউজ: গত ৯ বছরে মাত্র ৩১ দিনের বাতাস ছিল নির্মল-বিশুদ্ধ!

ফুসফুস ভালো রাখতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই

10/04/2025

তীব্র গরমে ছাতা,পানি,স্যালাইন সাথে রাখার চেষ্টা করুন।স্যালাইন বানানোর নিয়ম-হাফলিটার পানিতে পুরো এক প্যাকেট গুলিয়ে ফেলা।মেয়াদ ১২ ঘন্টা

08/04/2025

অহরহ রাস্তায় লেবুর শরবত, ফুচকা-চটপটি-টক খাচ্ছেন?
এতে কিন্তু হেপাটাইটিস-'এ' এবং 'ই' দ্বারা আক্রান্ত হয়ে জন্ডিসে ভোগার ঝুঁকিতে আছেন

Address

Tongi

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801840999947

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. আব্দুল্লাহ শাফী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. আব্দুল্লাহ শাফী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category