Dr.Md. Qawsarul Alam- physiotherapist

Dr.Md. Qawsarul Alam- physiotherapist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md. Qawsarul Alam- physiotherapist, Physical therapist, patient recovery physiotherapy and rehab center, Tongi.

আর্থাইটিস,বাত,ব্যথা,প্যারালাইসিস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ
আন্তর্জাতিকভাবে প্রশিক্ষনপ্রাপ্ত।
ম্যানুয়াল, কায়রোপ্রাক্টিক থেরাপি স্পেশালিষ্ট।
ব্যথা ও প্যারালাইসিস সমাধানে :
01831-022865, 01704-334389
চেম্বারঃ
পেশেন্ট রিকোভারি ফিজিওথেরাপি সেন্টার আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ সিনিয়র ফিজিওথেরাপি ও কায়রোপ্রাক্টিক স্পেশালিস্ট
----------------
Dr.Qawsarul Alam,PT

চেম্বারঃ
---------
পেশেন্ট রিকোভারি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার
শাখা ০১
----------
- হোসেন মার্কেট নতুন কুড়ি স্কুলের পাশে , টংগী,গাজীপুর।

০২) শাখা ০২
--------------------
দত্তপাড়া, হাউজবিল্ডিং,বনমালা রোড ( আলম মার্কেট রোডে ঢুকতেই), টংগী, গাজীপুর।

যে সকল রোগের ফিজিওথেরাপি চিকিৎসা ও সমাধানে এপয়েন্টমেন্ট নিতে পারেন:
------------------------------------------------
১। স্ট্রোক (প্যারালাইসিস)
২। ঘাড়ে ব্যাথা (Nack pain)
৩। কোমর ব্যাথা Back pain)
৪। পিঠের ব্যাথা
৫। হাঁটু ব্যাথা(knee pain)
৬:খেলাধূলা জনিত আঘাত
৭। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত(Joint pain,Osteoarthritic, Rheumatic arthritis)
৮। কাঁধে ব্যথা(Shoulder pain/Frozen shoulder)
৯। কব্জি ব্যথা
১০। Carpal tunnel syndrome
১১। কনুই ব্যথা(Tennis elbow)
১২। পায়ে ব্যাথা
১৩। Wrist drop
১৪। মাংসপেশীর ব্যাথা (Musle strain), মাসল পুল
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। Foot drop(পায়ের পাতা ঝুলে যাওয়া)
১৭। COPD
১৮।ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি
১৯ অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
২০। Trigger finger
২১। Musculoskeletal disorder
২২। ডায়াবেটিস জনিত ব্যাথা বা দূর্বলতা।
২৩। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,(PLID)
২৪। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২৫ পারকিনসন্স ডিজিজ(Parkinson disease)
স্পোর্টস ইঞ্জুরি
২৬। Rickets
২৭। Osteomalacia
২৮। Sciatica
২৯। Vertigo (মাথা ঘোরা)
৩০। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৩১। Transverse myelitis
৩২।Guillain–Barré syndrome(GBS)
৩৩। TMJ Dysfunction Syndrome
৩৪ মেরুদন্ডে আঘাত( Spinal cord injury)
৩৫। স্পন্ডালাইটিস
৩৬। অটিজম
৩৭। সেরিব্রাল পালসি(CP) ইত্যাদি।
৩৮।ACL,PCL and Meniscus injury
৩৯: General weakness
৪০।Covid after Deformities
৪১বাধ্যক্য জনিত জটিলতা
৪২:অপারেশন পরবর্তী জটিলতা
৪৩) মুখ বাকা সমস্যা

চিকিৎসা :
-------------
০১) ফিজিওথেরাপি
০২) আকুপাংচার থেরাপি / ড্রাই নিডেলিং থেরাপি
০৩) শকওয়েব থেরাপি
০৪) ফ্রিকোয়েন্সী স্পেসিফিক মাইক্রোকারেন্ট হিলিং
০৫) কাপিং / হিজামা থেরাপি

যে সকল ডিপার্টমেন্ট নিয়ে প্রাক্টিস করে থাকিঃ
-------------------------------------------------
০১) অর্থপেডিক ফিজিওথেরাপি
০২) নিউরো ফিজিওথেরাপি
০৩) পেডিয়াট্রিক / শিশু ফিজিওথেরাপি
০৪) পোস্ট ফ্রাকচার/প্লাস্টার/ অপারেটিভ ফিজিওথেরাপি
০৫) মেনস হেলথ ফিজিওথেরাপি
০৬) ব্যথার ম্যানেজমেন্ট
০৭) কার্ডিওপালমোনারী / চেস্ট ফিজিওথেরাপি
০৮) স্পোর্টস ফিজিওথেরাপি
০৯) মহিলাদের সুস্বাস্থ্যে ফিজিওথেরাপি ( মহিলাদের জন্য আলাদা মহিলা ফিজিও)
১০) ভেস্টিবিউলার ফিজিওথেরাপি
১১) বয়স্কদের সুস্বাস্থ্যে ফিজিওথেরাপি

19/08/2025

Hello everyone
How are you

19/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

07/08/2025

✅ মাত্র ২টি এক্সারসাইজ করে কোমর ব্যথাকে বিদায় দিন!
🌿 ১০০% কার্যকরী – অপারেশন ছাড়াই স্থায়ী সমাধান!
আপনার কোমরের ব্যথা কি প্রতিদিনের জীবনে কষ্ট দিচ্ছে?
চলাফেরা, নামাজ বা ঘুম—সবকিছুতেই কি অস্বস্তি?

এবার মুক্তি পাবার সময় এসেছে!
শুধু ২টি স্পেশাল এক্সারসাইজ—যা আপনাকে দেবে দ্রুত আরাম,
সরাসরি প্রমাণিত ও ইভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি টেকনিক দিয়ে।
👨‍⚕️ চিকিৎসা ও পরামর্শ:
ডা. কাউছারুল আলম, পিটি
সিনিয়র ফিজিওথেরাপিস্ট
Patient Recovery Physiotherapy & Rehab Center
👩 মহিলাদের জন্য আলাদা মহিলা ইউনিট
👩‍⚕️ প্রশিক্ষিত মহিলা ফিজিওথেরাপিস্ট দ্বারা সেবা প্রদান
🔐 গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ
📍 আমাদের দুটি শাখা:

১. হোসেন মার্কেট শাখা
📍 ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের ঠিক পিছনে নতুন কুড়ি স্কুলের পাশে
২. দত্তপাড়া হাউজবিল্ডিং, টংগী শাখা
📍 দত্তপাড়া হাউজ বিল্ডিং, বনমালা রোড ( আলম মার্কেট রোডে ঢুকতেই)
📞 01704-334389,01831-022865,01837-748885
⏰ এখনই যোগাযোগ করুন!
👉 সঠিক চিকিৎসা, সহানুভূতিশীল মনোভাব ও দ্রুত ফলাফলের নিশ্চয়তা।

Patient Recovery – আপনার সুস্থ জীবনের প্রথম ঠিকানা।
#কোমরব্যথারচিকিৎসা
#ফিজিওথেরাপি

#ডাক্তারকাউছারুলআলম





#গাজীপুরফিজিওথেরাপি





🏥 ডা. কাওসারুল আলম (Dr. Qawsarul Alam, PT)ফিজিওথেরাপি কনসালট্যান্ট | ব্যথামুক্ত জীবনের প্রতিশ্রুতিPatient Recovery Physi...
11/07/2025

🏥 ডা. কাওসারুল আলম (Dr. Qawsarul Alam, PT)
ফিজিওথেরাপি কনসালট্যান্ট | ব্যথামুক্ত জীবনের প্রতিশ্রুতি
Patient Recovery Physiotherapy & Rehab Center

যখন শরীরের ব্যথা আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে—কোমর, ঘাড়, হাঁটু কিংবা মাংসপেশির যন্ত্রণা প্রতিদিনের কাজকে করে তোলে কষ্টসাধ্য, তখন প্রয়োজন সঠিক গাইডলাইন, সঠিক চিকিৎসা, এবং একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সহানুভূতিশীল সেবা।

এই চাহিদা ও দায়িত্ববোধ থেকে আমাদের পাশে আছেন ডা. কাওসারুল আলম, PT — একজন অভিজ্ঞ, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ও নিবেদিতপ্রাণ ফিজিওথেরাপি কনসালট্যান্ট। তিনি শুধু চিকিৎসা দেন না, রোগীর জীবনযাত্রাকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলার জন্য কাজ করেন প্রতিদিন।

✅ কোন কোন সমস্যায় আপনি আসতে পারেন আমাদের কাছে?

🔹 ঘাড়, কোমর, কাঁধ ও হাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথা

🔹 পেশি ও জয়েন্ট পেইন, লিগামেন্ট ইনজুরি

🔹 ফ্র্যাকচার পরবর্তী রিহ্যাব, সার্জারির পরের পুনর্বাসন

🔹 স্ট্রোক, GBS, পারকিনসন, স্পাইনাল কর্ড ইনজুরি, নিউরোপ্যাথি

🔹 শিশুদের সেরিব্রাল পালসি, হাঁটার সমস্যা, ক্লাবফুট, ফ্ল্যাট ফিট

🔹 নারীদের স্বাস্থ্য সমস্যা ও পিরিয়ডিক ব্যথার ফিজিওথেরাপি

🔹 শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, ভারসাম্যহীনতা

🔹 আকুপাংচার, হিজামা থেরাপি, শকওয়েভ থেরাপি, ইলেকট্রোথেরাপি

📍 আমাদের দুটি শাখা:

🔹 শাখা-০১:
Flat No-৫৪, ওয়ার্ড ৫২, Dhaka Imperial Hospital-এর পেছনে,
নতুন কুড়ি স্কুলের-এর সামনে, Hosen Market, Auchpara, Tongi, Gazipur

🔹 শাখা-০২:
১৮/২, দত্তপাড়া, বনমালা হাউজবিল্ডিং,
(আলম মার্কেট রোডে ঢুকতেই), টঙ্গী, গাজীপুর।

📞 যোগাযোগ: 01704-334389 | 01837-748885 | 01831-022865

👨‍⚕️ কেন ডা. কাওসারুল আলম-কে বেছে নেবেন?

🔹 আন্তর্জাতিক ট্রেইনিংপ্রাপ্ত ও অভিজ্ঞ থেরাপিস্ট
🔹 প্রতিটি রোগীর জন্য আলাদা সময়, One by One Patient Service
🔹 মহিলাদের জন্য আলাদা ফিমেল ফিজিওথেরাপিস্ট ও ইউনিট
🔹 অপারেশন ছাড়াই ব্যথার কার্যকর চিকিৎসা
🔹 শিশুদের জন্য বিশেষ যত্নে থেরাপি

❤️ আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার

ডা. কাওসারুল আলম মনে করেন, “ফিজিওথেরাপি কেবল একটি চিকিৎসা না, এটি ব্যথামুক্ত জীবনের পথে একটি পরিবর্তনের নাম।”
তিনি প্রতিটি রোগীর সমস্যাকে বোঝেন, শোনেন, সময় দেন এবং প্রয়োগ করেন আধুনিক ও প্রমাণিত থেরাপি সেবা।

আপনার ব্যথামুক্ত জীবন শুরু হোক আজ থেকেই।

Appointment নিতে এখনই যোগাযোগ করুন।
Patient Recovery Physiotherapy & Rehab Center —
যেখানে আছে সেবা, অভিজ্ঞতা ও ভালোবাসা।

ফিজিওথেরাপি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা পেশা।ফিজিওথেরাপিষ্ট গন ডাক্তার লিখার অধিকার রাখেন
10/07/2025

ফিজিওথেরাপি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা পেশা।
ফিজিওথেরাপিষ্ট গন ডাক্তার লিখার অধিকার রাখেন

আমার প্রাক্টিসের নতুন ঠিকানা।ব্যথা ও প্যারালাইজড সমস্যা সমাধানে আসতে পারেন নতুন ঠিকানায়।ফিজিওথেরাপি চিকিৎসাকে এখনো অনেকে...
30/06/2025

আমার প্রাক্টিসের নতুন ঠিকানা।
ব্যথা ও প্যারালাইজড সমস্যা সমাধানে আসতে পারেন নতুন ঠিকানায়।
ফিজিওথেরাপি চিকিৎসাকে এখনো অনেকে মেশিন ই মনে করে থাকেন কিন্তু এই ধারনা ভুল।
ফিজিওথেরাপি একটি আধুনিক ও বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যথা।
মেডিসিন নেবার জন্য বড় প্রফেসর দেখাতে যাই কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার বেলায় ফিজিওথেরাপি চিকিৎসককে খুজি না। যা রোগির জন্য ক্ষতির কারন হতে পারে।

টংগীতেই দুটি ব্রাঞ্চে এখন থেকে নিয়মিত রোগি দেখব।
একটি হচ্ছে
দত্তপাড়া,হাউজবিল্ডিং, আলম মার্কেট রোডে,

আরেকটি হচ্ছে
ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের ঠিক পিছনে হোসেন মার্কেট, নতুন কুড়ি স্কুলের পাশেই।

এপয়েন্টমেন্ট নিতে কল করুন
01704-334389,01837748885

সবাইকে জানায় ঈদুল আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক।
06/06/2025

সবাইকে জানায় ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

10/07/2024

Frozen shoulder সমাধান ও ব্যথা কমাতে খুব ই কার্যকরী এক্সারসাইজ রিভিউ ২।

08/07/2024

Frozen shoulder/ কাধ শক্ত হয়ে গেলে সমাধানে এক্সারসাইজ খুব কার্যকরী।
একটি এক্সারসাইজ খুব ব্যথাদায়ক হলে ও খুব ই কার্যকরী । এই এক্সারসাইজ কিভাবে করবেন দেখে নিন।

ব্যথার সমস্যা সমাধানে মেডিসিন বিহীন ফিজিওথেরাপি চিকিৎসা খুব ই কার্যকর।

আঝেবাঝে ভাবে /ভুল্ভাবে এক্সারসাইজ করে উলটো ক্ষতি না করে চিকিৎসকের পরামর্শ মতে করুন এবং আপনার উপকার হবে ।

চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেতে কল করুন-- 01775-106106, 01831-022865

পরবর্তী ভিডিও আপডেট পেতে পেজটিকে ফলো করে দিন ।
youtube:
Search this keyword on YouTube. Subscribe to my channel and press the bell icon to get the next video update.
















04/07/2024

মাথা ব্যথার সমস্যা কিভাবে কমাবেন। জেনে নিন।
ভিডিও এর ভিতরে সমাধান দেখিয়ে দেওয়া হয়েছে।

Topic:
Cervicogenic Headache

ব্যথা ও প্যারালাইসিস সমস্যার সমাধান পেতে চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেতে কল করুন --
01775-106106,01831-022865








#মাথাব্যথা
#মাথাব্যথারচিকিটসা
#মাথাব্যথারম্যানেজমেন্ট

01/07/2024

Frozen shoulder
বুঝবেন কি করে

01/07/2024

আমার প্রচেষ্টা রোগিদের জন্য সবসময় অব্যাহত থাকবে। ইতিমধ্যে দীর্ঘ ৭ বছরের প্রাক্টিস জীবনে হাজারো রোগির মুখে হাসি ফুটানোর সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।

চিকিৎসকঃ
ডাঃ মো; কাউছারুল আলম
বিপিটি(ডি ইউ), এমপিএইচ( NU)
ফিজিওথেরাপি কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান
হাড়-জোড়া, ব্যথা,আর্থাইটিস,প্যারালাইসিসে ফিজিওথেরাপি এবং রিহ্যাব বিশেষজ্ঞ
ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ফিজিওথেরাপি সেন্টার
ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল লিঃ

#ফিজিওথেরাপিচিকিৎসক

#ব্যথারচিকিৎসক







Address

Patient Recovery Physiotherapy And Rehab Center
Tongi
1711

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md. Qawsarul Alam- physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md. Qawsarul Alam- physiotherapist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram