ডা: নাইম হোসেন Transfusion medi

ডা: নাইম হোসেন  Transfusion medi Dr. Md. Naim Hossen. MBBS (Dhaka), Diploma in Blood, Serology & Transfusion (On course-BMU), MCGP (BGHRI), CMU (Ultra). General physician
BMDC reg: A-118570.

Medical information & Knowledge.

13/11/2025

যে রোগে রক্ত ফেলে দেয়া হয় 😢🩸 পলিসাইথেমিয়া (Polycythemia)রক্তে রেড ব্লাড সেল (RBC) সংখ্যা বা হেমাটোক্রিট স্বাভাবিকের চেয...
22/09/2025

যে রোগে রক্ত ফেলে দেয়া হয় 😢

🩸 পলিসাইথেমিয়া (Polycythemia)

রক্তে রেড ব্লাড সেল (RBC) সংখ্যা বা হেমাটোক্রিট স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।

🩺 উপসর্গ
মুখ লালচে হওয়া
মাথাব্যথা
ঝাপসা দেখা
হাত-পায়ে জ্বালা/চুলকানি
রক্ত জমাট বাঁধার প্রবণতা (থ্রম্বোসিস),

পলিসাইথেমিয়াতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

❤️🧠 পলিসাইথেমিয়াতে হার্ট অ্যাটাক/স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ে?

রক্ত ঘন হয়ে যায় (Hyperviscosity)
হেমাটোক্রিট বেশি হলে রক্ত ঘন হয় → ব্লাড ফ্লো ধীর হয়ে যায় → রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ে।
প্লেটলেট সংখ্যা ও কার্যক্ষমতা বাড়ে
পলিসাইথেমিয়া ভেরাতে প্রায়ই প্লেটলেট বেশি থাকে → থ্রম্বোসিস প্রবণতা বাড়ে।
এন্ডোথেলিয়াল ক্ষতি ও থ্রম্বোসিস
রক্তনালীতে ছোট ছোট ক্লট তৈরি হতে পারে → মস্তিষ্কে গেলে স্ট্রোক, হৃদপিণ্ডে গেলে হার্ট অ্যাটাক।

📊 ঝুঁকির ধরন
আর্টেরিয়াল থ্রম্বোসিস → হার্ট অ্যাটাক, স্ট্রোক
ভেনাস থ্রম্বোসিস → ডিপ ভেন থ্রম্বোসিস (DVT), পালমোনারি এম্বোলিজম

💊 চিকিৎসা
থেরাপিউটিক ফ্লেবোটমি (Venesection) → হেমাটোক্রিট কমানো
🩸 থেরাপিউটিক ফ্লেবোটমি / ভেনিসেকশন (Therapeutic Phlebotomy)
📌 কী?
রোগীর শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয় যাতে অতিরিক্ত রেড সেল কমে যায় এবং হেমাটোক্রিট নর্মাল রেঞ্জে থাকে।

🩺 প্রধান ব্যবহার
পলিসাইথেমিয়া ভেরা,
সেকেন্ডারি পলিসাইথেমিয়া।

রক্তরোগ ও রক্তপরিসঞ্চালন বিশেষজ্ঞ ডাক্তার এর তত্ত্বাবধানে রক্ত ফেলুন ও চিকিৎসা করুন।

PRP Gel therapy in Diabetic Foot ulcer.ডায়াবেটিক ফুট আলসার ভালো হচ্ছে না কিছুতেই? দামী এন্টিবায়োটিক,  প্রতিদিন ড্রেসিং ক...
19/09/2025

PRP Gel therapy in Diabetic Foot ulcer.
ডায়াবেটিক ফুট আলসার ভালো হচ্ছে না কিছুতেই? দামী এন্টিবায়োটিক, প্রতিদিন ড্রেসিং করার পর ও ঘা শুকাচ্ছে না? পা কেটে ফেলার ঝুকিতে আছেন? পি আর পি জেল থেরাপি নিন। ট্রান্সফিউশন এবং রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।




রক্তদানের উপকারিতা 🩸🧑‍⚕️ দানকারীর জন্য স্বাস্থ্য উপকারিতা1. হৃদপিণ্ডের জন্য ভালোনিয়মিত রক্তদান রক্তে অতিরিক্ত আয়রন কমায় ...
28/08/2025

রক্তদানের উপকারিতা 🩸

🧑‍⚕️ দানকারীর জন্য স্বাস্থ্য উপকারিতা

1. হৃদপিণ্ডের জন্য ভালো
নিয়মিত রক্তদান রক্তে অতিরিক্ত আয়রন কমায় → হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।

রক্তের ঘনত্ব স্বাভাবিক থাকে, রক্ত চলাচল ভালো হয়।

2. নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে

রক্ত দেওয়ার পর শরীর নতুন রক্তকণিকা তৈরি করে → রক্তকে সক্রিয় ও সুস্থ রাখে।

3. আয়রন অতিরিক্ততা প্রতিরোধ করে

হেমোক্রোমাটোসিস (শরীরে অতিরিক্ত আয়রন জমে যাওয়া) হওয়ার ঝুঁকি কমায়।

4. ক্যালোরি খরচ হয়

এক ব্যাগ রক্ত দিলে প্রায় ৫০০–৬০০ ক্যালোরি খরচ হয়।

5. ফ্রি স্বাস্থ্য পরীক্ষা হয়

রক্ত দেওয়ার আগে ব্লাড প্রেসার, পালস, হিমোগ্লোবিন, রোগ সংক্রমণ ( HCV, HBV, HIV, CMV, Malaria, Syphilis) পরীক্ষা করা হয়। এতে নিজের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা হয়।

6. ক্যান্সারের ঝুঁকি কমায়

শরীরে আয়রন স্বাভাবিক থাকায় লিভার, কোলনসহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমে।

❤️ মানসিক ও সামাজিক উপকারিতা

মানসিক শান্তি ও আনন্দ → জীবন বাঁচানোর আনন্দ পাওয়া যায়।

সমাজে সহমর্মিতা বৃদ্ধি → অন্যকে সাহায্য করার সংস্কৃতি তৈরি হয়।

জরুরি সময়ে সহায়তা → দুর্ঘটনা, অস্ত্রোপচার, ক্যান্সার ও প্রসবকালীন জটিলতায় রক্ত পাওয়া যায়।

🌍 সমাজের জন্য উপকারিতা

প্রাণ বাঁচায় → এক ব্যাগ রক্ত দিয়ে ৩ জন মানুষের জীবন বাঁচানো সম্ভব (রেড সেল, প্লাজমা, প্লেটলেট আলাদা করে)।

হাসপাতালে রক্তের যোগান বজায় রাখে।

নিরাপদ স্বেচ্ছা রক্তদানে উৎসাহিত করে।

27/08/2025

🔹 লিউকোডিপ্লিটেড ফিল্টার (Leukodepleted Filter)
এটি একটি বিশেষ ধরনের রক্তের ফিল্টার, যা রক্ত বা রক্তের উপাদান থেকে সাদা রক্তকণিকা (WBC/Leukocyte) ছেঁকে বের করে দেয়.

🔹 ব্যবহারের কারণ (Indications)
✅ জ্বরজাতীয় প্রতিক্রিয়া (FNHTR) প্রতিরোধে
✅ HLA alloimmunization প্রতিরোধে,
✅ Platelet refractoriness প্রতিরোধে ,
✅ CMV সংক্রমণ প্রতিরোধে (CMV মূলত WBC তে থাকে) ✅ ইমিউনো-মডুলেশন ও ইনফেকশন কমাতে ,
✅ বিশেষ রোগী গোষ্ঠীতে: নবজাতক, ক্যান্সার রোগী, হেমাটোলজি ও ট্রান্সপ্লান্ট রোগী

🔹 সুবিধা
নিরাপদ ট্রান্সফিউশন হয়।
FNHTR, CMV, alloimmunization কমায়।
বারবার ট্রান্সফিউশন নেওয়া রোগী (যেমন: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া) বেশি উপকার পায়।

আপনার আপনজন কে রক্ত দেয়ার আগে সচেতন হোন। অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকুন। রক্ত যদি একান্তই প্রয়োজন হয় তাহলে র...
18/08/2025

আপনার আপনজন কে রক্ত দেয়ার আগে সচেতন হোন। অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকুন। রক্ত যদি একান্তই প্রয়োজন হয় তাহলে রক্তের যেই অংশ প্রয়োজন শুধু সেই অংশ দিন। যেমন আপনার রোগীর যদি প্লাটিলেট কম থাকে সেক্ষেত্রে শুধু প্লাটিলেট ( RDP/ SDP) দিন। সম্পুর্ন রক্ত দিয়ে এক্ষেত্রে কোন লাভ হবে না। আবার মনে করুন আপনার রোগীর হিমোগ্লোবিন কম, সেক্ষেত্রে তার জন্য ভালো হলো রক্তের শুধু লাল অংশ (PCV/RCC) দেয়া।
অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন করে আপনার আপনজন এর ক্ষতি করছেন নাতো?
প্রয়োজনে রক্ত পরিসঞ্চালন ও রক্তরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।



মা, বাবা, ভাই, বোন, সন্তান (1st degree relative) একে অপরকে রক্ত দিবেন না। দিলে বিরল রোগ (TA-GVHD) হতে পারে। এক্ষেত্রে মৃ...
13/08/2025

মা, বাবা, ভাই, বোন, সন্তান (1st degree relative) একে অপরকে রক্ত দিবেন না। দিলে বিরল রোগ (TA-GVHD) হতে পারে। এক্ষেত্রে মৃত্যু হার ৯০%😢।
আপনার প্রিয় মানুষকে আবেগের বশে রক্ত দিয়ে উপকার এর বদলে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন নাতো?
-GVHD

  therapy in Diabetic foot ulcer.Excellent result.Always give PRP therapy from Transfusion medicine specialist
07/08/2025

therapy in Diabetic foot ulcer.
Excellent result.
Always give PRP therapy from Transfusion medicine specialist

Therapeutic plasma exchange procedure
07/08/2025

Therapeutic plasma exchange procedure

Address

Dattapara, Kolabagan
Tongi
1710

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: নাইম হোসেন Transfusion medi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা: নাইম হোসেন Transfusion medi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category