
18/08/2025
আপনার আপনজন কে রক্ত দেয়ার আগে সচেতন হোন। অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকুন। রক্ত যদি একান্তই প্রয়োজন হয় তাহলে রক্তের যেই অংশ প্রয়োজন শুধু সেই অংশ দিন। যেমন আপনার রোগীর যদি প্লাটিলেট কম থাকে সেক্ষেত্রে শুধু প্লাটিলেট ( RDP/ SDP) দিন। সম্পুর্ন রক্ত দিয়ে এক্ষেত্রে কোন লাভ হবে না। আবার মনে করুন আপনার রোগীর হিমোগ্লোবিন কম, সেক্ষেত্রে তার জন্য ভালো হলো রক্তের শুধু লাল অংশ (PCV/RCC) দেয়া।
অপ্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালন করে আপনার আপনজন এর ক্ষতি করছেন নাতো?
প্রয়োজনে রক্ত পরিসঞ্চালন ও রক্তরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।