সাদর-Sadar

সাদর-Sadar (SADAR), সাদর।
মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র
আসক্ত ব্যক্তির চিকিৎসার মানসম্মত একটি কেন্দ্র।

26/07/2025

🏥 SADAR Drug Addiction Treatment & Rehabilitation Center

🛎️ আমাদের সেবাসমূহ:

✅ Residential Rehabilitation Program (২৪ ঘণ্টা ইনহাউজ চিকিৎসা)
🧠 Individual & Group Counseling
🩺 Medical Detoxification Support
📖 12 Steps Recovery Program (NA-based)
👨‍👩‍👧‍👦 Family Counseling & Support Sessions
🕊️ Relapse Prevention Therapy
🎨 Therapeutic Activities (Art, Music, Journaling)
🏋️ Daily Routine & Discipline-Based Care
📚 Addiction Awareness Seminars

🔄 Post-Rehab Follow-Up & Aftercare Program

✅ Experienced Staff
✅ Clean & Safe Environment
✅ Confidential Treatment
✅ Affordable Packages

📍 ঠিকানা: মোল্লাবাড়ী রোড (ঢাকা ইম্পেরিয়াল হসপিটালের পিছনে), আউচপাড়া, টঙ্গী।
📞 যোগাযোগ: +8801916 284445, 01678-559370

04/06/2025
নতুন জীবনের খোজেচলে আসুন আলোর পথে
23/08/2024

নতুন জীবনের খোজে
চলে আসুন আলোর পথে

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দ...
16/06/2024

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়। ঈদে আপনাদের সকলের দিন ভালো কাটুক এই প্রত্যাশায় -
” ঈদ মোবারক

আপনার প্রিয় সন্তান আপনার অগোচরে মাদকাসক্ত হয়ে যাচ্ছে না তো?চোখ কান খোলা রাখুন। মাদকাসক্তি সম্পর্কিত যে কোনো চিকিৎসা এবং ...
09/05/2024

আপনার প্রিয় সন্তান আপনার অগোচরে মাদকাসক্ত হয়ে যাচ্ছে না তো?
চোখ কান খোলা রাখুন। মাদকাসক্তি সম্পর্কিত যে কোনো চিকিৎসা এবং কাউন্সিলিংয়ের জন্য "সাদর" আছে আপনার পাশে

31/03/2024

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫।

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when সাদর-Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সাদর-Sadar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram