
23/07/2025
🍍 এখন বাজারে আনারস এভেইলেবল, সিজনাল ফল নিয়ে প্রতি বছর একটা করে পোষ্ট দেই।
আজকে আনারসের পালা।
সিজনাল এই দেশি ফলের উপকারিতা অনেক অনেক বেশি, তাই ডেইলি খাদ্য তালিকায় এটি অবশ্যই রাখুন। ✨
👶 বাচ্চাদেরকে প্রয়োজনে জুস করে দিন।
🍍 আনারসের উপকারীতা: 🍍
✅ বাচ্চাদের জন্য প্রথমেই প্রাকৃতিক কৃমিনাষক এবং ইমিউন বুষ্টার ভিটামিন-সি সমৃদ্ধ।
✅ যারা থায়রয়েড সমস্যায় ভুগছেন, তারাও আনারস খান।
কারণ এটা গ্ল্যান্ডের হরমোন সিক্রেশান নিয়ন্ত্রণ করে। থায়রয়েড গ্ল্যান্ডের ফুলে যাওয়া (গয়টার) প্রতিহত করে।
🩸 উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
🦴 এতে প্রচুর ক্যালসিয়াম ও মিনারেল থাকায় বাতের ব্যাথা/ আর্থ্রাইটিস উপশমে হেল্প করে। হাড়, মাড়ি ও দাঁত কেও মজবুত করে। 🦷
💧 Small intestine এর ক্ষতিকর ব্যাক্টেরিয়া /জীবানু ধংস করতে হেল্প করে।
💩 কোষ্ঠকাঠিন্য /Constipation কমায়
✅ মর্নিং সিকনেস অর্থাৎ সকালের দুর্বলতা দূর করে।
🩻 জরায়ু, স্তন, ফুসফুস, অন্ত্র ও ত্বকের ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
✅ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় গ্লুকোজ স্পাইকের ভয় থাকেনা। তাই ডায়বেটিক ও অবেস পিপল রাও মুটিয়ে যাওয়ার ভয় ছাড়াই খেতে পারবে।
👁️ বার্ধক্যজনিত চোখের ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। এতে বিটা-ক্যারোটিন থাকায় গ্লুকোমার ঝুঁকি কমায়।
😋 আনারস জ্বর ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী। জ্বর হলে মুখের যে রুচি হারিয়ে যায়, আনারস তা ফিরিয়ে আনতেও হেল্প করে।
✅ এতে ভিটামিন-বি কম্পলেক্স থাকায় নিউরো রোগীদের জন্যেও হেল্পফুল।
👅রিবোফ্লাভিন থাকায় মুখের ঘা হওয়া প্রতিরোধ করে।
✅ যাদের শরীরে প্রদাহ/ইনফ্লামেশন বেশি বা রক্তে ESR,CRP বেশি তারাও খেতে পারেন, কারন আনারসে আছে এন্টি-ইনফ্লামেটরি প্রোপার্টিজ।
✨ শারীরিক ভাবে মোটামুটি সুস্থ থাকতে যত ধরনের এলিমেমট থাকা প্রয়োজন, আনারসে তার প্রায় সবই আছে।
🔹 ফাইবার সহ খেতে চায়লে ফ্রুট সালাদ, কিংবা এমনি এমনিও খাওয়া যায়।
🔹 আবার এর রস টাও উপকারী, জুস বানিয়েও খাওয়া যায় স্পেশালি বাচ্চাদের জন্য।
© Women's Hijama Therapy