সুন্নাহ হিজামা ও রুকইয়াহ

সুন্নাহ হিজামা ও রুকইয়াহ কুফর ও শিরক মুক্ত নববী চিকিৎসার প্রসারই আমাদের লক্ষ্য।

15/07/2025

রুকিয়ার সময় জীন বলে দেয় কোথায় যাদু আছে
আগের আর এই ভিডিও দেশের বাইরের

15/07/2025

রুকিয়াহ আর হিজামার পর জীন দূর্বল হয়ে জাদুর জায়গা দেখিয়ে দেয়
এক‌ই বাসায় সোফা বিছানা মেইন দরজা কোথায় জাদু রাখছে নাই
আস্তাগফেরুল্লাহ

মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। একদিন এক মহিলা মূসা আলাইহিসসালাম এর কাছে ...
09/07/2025

মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন।

একদিন এক মহিলা মূসা আলাইহিসসালাম এর কাছে এসে অনুরোধ করলো, যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন। ওই মহিলা নিঃসন্তান ছিলেন। তিনি চাচ্ছিলেন মূসা আলাইহিসসালাম যাতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন।

মহিলাটি বিবাহের পর অনেকদিন হয়ে গিয়েছিল, মনেপ্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ জবাব দিলেন- সেই মহিলা বন্ধ্যা, সে সন্তান জন্মদানে অক্ষম। মূসা আলাইহিসসালাম মহিলাকে এ কথা জানালে সে চলে গেলো।

আমি বা আপনি যদি আল্লাহর কাছ থেকে এব্যাপারে জানতে পারতাম, আমরা হয়তো থেমেই যেতাম। আমরা অনেকে তো কিছুদিন দু'আ করেই হতাশ হয়ে যাই আর নালিশ জানাই। অনুযোগ করে বলে ফেলি- আল্লাহ কখনোই আমার দু'আ শুনেন না। কিন্তু ওই মহিলা ক্রমাগত আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছিলো। সে অকাতরে, বিনীত ও বিনম্রভাবে আল্লাহর কাছে চাইতে থাকলো। কখনো দু'আ করা বাদ দিলোনা।

এরপর একদিন তিনি দ্বিতীয়বার মূসা আলাইহিসসালাম এর কাছে গিয়ে বললেন, "আপনার প্রভুকে বলুন, হে মূসা!"

মূসা আলাইহিসসালাম জানালেন- আল্লাহ একই জবাব দিয়েছেন, আপনি বন্ধ্যা।

এভাবে তিনি তিনবার মূসা আলাইহিসসালাম এর কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হলেন। প্রতিবারই একই উত্তর পেলেন- তিনি বন্ধ্যা, সন্তান জন্মদানে অক্ষম।

তিনি চতুর্থবার মূসা আলাইহিসসালাম এর সাথে দেখা করলেন। কিন্তু, এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিলো। তার হাত ধরে নারছিলো আরেকটি শিশু। তিনি বললেন, "দেখুন মূসা! আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন।"

মূসা আলাইহিসসালাম বিব্রতবোধ করলেন। আল্লাহকে তিনি জিজ্ঞেস করলেন, "হে আল্লাহ! আপনি তিনবার আমাকে জানালেন যে, সে বন্ধ্যা, তার সন্তান হবেনা। কিন্তু তারপর আপনি তাকে সন্তান দান করলেন!"

আল্লাহ জবাব দিলেন, "প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধ্যা, তখনই সে দু'আ করছিলো আর বলছিলো: 'হে দয়াময়! হে দয়াময়!"

আল্লাহ বলেন- হে মূসা, তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তাক্বদীরকে পরিবর্তন করে দিয়েছে।

(শিক্ষা: ক্রমাগত দুয়া তাকদীরকে উত্তম কিছু দ্বারা পরিবির্তন করে দিতে পারে।)

- শাইখ মূসা জিবরীল
বই: বিপদ যখন নিয়ামত, পৃষ্ঠা ৫৭

জীন জাদুর রোগীদের হিজামা কি করতেই হবে না করলে হয় নাআল্লাহ চাইলে হয় কিন্তু হিজামা আল্লাহর মনোনীত চিকিৎসা হিজামা ছাড়া জ...
09/07/2025

জীন জাদুর রোগীদের হিজামা কি করতেই হবে না করলে হয় না

আল্লাহ চাইলে হয় কিন্তু হিজামা আল্লাহর মনোনীত চিকিৎসা
হিজামা ছাড়া জীন জাদুর রোগী সুস্থতা ইতিহাস বলে প্রায় অসম্ভব (আল্লাহর ইচ্ছাধীন)।

কেননা এটা শরীরে জীন ঢুকার রাস্তা দূষিত রক্ত বের করে দেয় ফলে আদম সন্তানদের শরিরে জীন আছর করতে পারে না আদম সন্তান ঠিক মত ইবাদত আমল করতে পারে আর সুস্থতা লাভ করে দ্রুত । সোজা ভাষায় জীনের সাথে মানুষের সম্পর্ক cut down করে হিজামা।

আর জীন জাদুর মাধ্যমে শরীরে হ‌ওয়া নানা জটিলতা অসুখ দুর করে শরীর কে বলতে পারেন রিপেয়ার করে হিজামা।

তাই জীন জাদুর রোগীদের জন্য হিজামা ২০-২৫দিন পর পর করা মাস্ট কয়েক সেশন পর্যন্ত।

আর ব্যাথার আর বদনজরের রোগীদের শরীর ডিটোক্স করতে আর অসুখ থেকে দুরে থাকতে হিজামা মাষ্ট। এর বিকল্প নাই।

আল্লাহ আমাদের কল্যাণের জন্য হিজামা কে মনোনিত করেছেন আর এটা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিছেন ফরজ করেন নি।

এখন এটা আপনার উপর আপনি হিজামা করবেন কি করবেন না।

আফরিন রিতা
হিজামা থেরাপিস্ট,রুক‌ইয়াহ কনসালটেন্ট ও কাউন্সিলর
উওরা ঢাকা

যাদু সাধারনত নিকটাত্মীয়দের মাঝে প্রতিহিংসাপরায়ন লোকেরাই করে। সেটা খাবারের মাধ্যমে বা ঘরে ছিটানোর মাধ্যমে বা অন্য যেকোনো ...
09/07/2025

যাদু সাধারনত নিকটাত্মীয়দের মাঝে প্রতিহিংসাপরায়ন লোকেরাই করে। সেটা খাবারের মাধ্যমে বা ঘরে ছিটানোর মাধ্যমে বা অন্য যেকোনো ভাবে। বিভিন্ন কারনে করে থাকে যেমন হাজবেন্ড ওয়াইফের মাঝে বিচ্ছেদ ঘটানো, সম্পত্তি দখল করা, মেরে ফেলার জন্য, অসুস্থ করে দেওয়ার জন্য বা আসক্ত করার জন্য ইত্যাদি।

আপনার তৃব্র সন্দেহের তালিকায় যারা আছে অর্থাৎ যাদেরকে আপনি সন্দেহ করছেন যে তারা আপনাকে যাদু করার সম্ভাবনা রয়েছে। তাদের পক্ষ থেকে আসা গিফট ও খাবারের ব্যাপারে সতর্ক হন। হাদিয়া আসার পর সম্ভব হলে চেক করুন।

ছবি- এক বন্ধু আরেক বন্ধুকে জুতা গিফট পাঠিয়েছিলো। অতঃপর সন্দেহ হওয়ায় তা চেক করে জুতা থেকে বিভিন্ন যাদু ও তাবিজ বের হয়।

সতর্কতা জরুরী।

[আরব একটি পেজ থেকে সংগৃহীত]

সংগৃহীত.

এক বোন তার শশুর বাড়িতে পেয়েছেন। আল্লাহ তাদের ধ্ব*স করুক যারা এসব কাজ করে।Miracle Healing আপনারা জীন জাদুর রোগী রা আল্লাহ...
09/07/2025

এক বোন তার শশুর বাড়িতে পেয়েছেন।

আল্লাহ তাদের ধ্ব*স করুক যারা এসব কাজ করে।
Miracle Healing

আপনারা জীন জাদুর রোগী রা আল্লাহ কে সেজদায় এইসব জাদুকর জীন ইনসানদের আর তাদের সহযোগী কবিরাজদের ধ্বংস আর লানাতের জন্য দোয়া করবেন
করতেই থাকবেন। কেননা আপনি মাজলুম।

আফরিন রিতা
হিজামা থেরাপিস্ট,রুক‌ইয়াহ কনসালটেন্ট ও কাউন্সিলর
উওরা ঢাকা

09/07/2025

আমার মনে হচ্ছে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ তার নাম বুজিয়েছেন নিচের পোষ্ট পড়ে আমার রুহ কেঁপে উঠেছে শরীর এর সব লোম দাঁড়িয়ে গেছে মাথা আল্লাহর সম্মানে নত হয়ে গেছে


এক তরুণী স্প্যানিশ নারী “আল্লাহ” শব্দের অর্থ ব্যাখ্যা করলেন

এই তরুণী স্প্যানিশ নারী বর্তমানে জর্ডানের ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় মাস্টার্স করছেন। একদিন, দ্বিতীয় বর্ষের একটি ক্লাসে অধ্যাপক ফাখরি কাতানাহ তার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন:

“তোমাদের মধ্যে কে ‘আল্লাহ’ নামটির অলৌকিক ও ধ্বনিবিজ্ঞানগত দিক থেকে ব্যাখ্যা করতে পারবে?”

কেউ হাত তুলল না—শুধুমাত্র একজন তরুণী স্প্যানিশ নারী, যার নাম হেলেন। যদিও তিনি স্প্যানিশ ও খ্রিস্টান ছিলেন, তিনি সাবলীলভাবে আরবি বলতেন। তিনি বললেন:

“আরবি ভাষায় আমি যে সবচেয়ে সুন্দর শব্দটি পড়েছি, সেটি হল ‘আল্লাহ’। এই নামটি মানব ভাষায় একটি অনন্য সুরধ্বনি তৈরি করে, কারণ এর সব অক্ষর গলা থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে নয়।
এই পবিত্র নামটি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় না, কারণ এতে কোনো ডায়াক্রিটিকাল চিহ্ন (বিন্দু) নেই। এখন ‘আল্লাহ’ উচ্চারণ করুন এবং খেয়াল করুন কীভাবে এটি বলছেন!
আপনি দেখবেন, এর অক্ষরগুলি গলার গভীর থেকে আসে, ঠোঁটের কোনো নড়াচড়া ছাড়াই। এর মানে হলো, যদি কেউ ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণ করতে চায়, তবে তার চারপাশের লোকেরা তা লক্ষ্যও নাও করতে পারে।”

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“এই নামের আরেকটি অলৌকিক দিক হলো, এর কিছু অক্ষর সরালেও এর অর্থ অটুট থাকে।”

সাধারণত ‘আল্লাহ’ শব্দটি ‘اللّٰهُ’ (Allahُ) রূপে উচ্চারিত হয়।

যদি প্রথম অক্ষর (আলিফ) সরিয়ে দেওয়া হয়, তাহলে এটি ‘لِلّٰهِ’ (Lillah) হয়ে যায়, যা নিম্নলিখিত কুরআনের আয়াতে পাওয়া যায়:
﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ﴾
“আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাঁকে সেসব নাম ধরে ডাক।” (সুরা আল-আ‘রাফ: ১৮০)

যদি ‘আলিফ’ ও প্রথম ‘লাম’ সরানো হয়, তাহলে এটি ‘لَهُ’ (Lahu) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلۡأَرۡضِۗ﴾
“আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর।” (সুরা আল-বাকারা: ২৫৫)

যদি ‘আলিফ’ ও দ্বিতীয় ‘লাম’ সরানো হয়, তবে কেবল ‘هُوَ’ (Hu) থাকে, যা এখনো আল্লাহর প্রতিই ইঙ্গিত করে, যেমন এই আয়াতে:
﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ﴾
“তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই।” (সুরা আল-হাশর: ২২)

যদি প্রথম ‘লাম’ সরানো হয়, তবে এটি ‘إِلَـٰه’ (Ilah) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ﴾
“আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সৃষ্টির ধারক-সংহারক।” (সুরা আল-বাকারা: ২৫৫)

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“বিদ্বানগণ গভীরভাবে ‘আল্লাহ’ নামটি নিয়ে গবেষণা করেছেন। তাওহিদের বাক্য, ‘لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ’ (লা ইলাহা ইল্লাল্লাহ) তিনটি অক্ষর নিয়ে গঠিত: আলিফ, লাম, ও হা।
এই তিনটি অক্ষর হালকা ও সহজে উচ্চারিত হয়, যা ঠোঁট না নড়িয়েও বলা যায়।”

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“আপনারা কি জানেন কেন?
যেন মৃত্যুর সময় একজন ব্যক্তি সহজেই এটি উচ্চারণ করতে পারেন, ঠোঁট বা দাঁত না নাড়িয়েও।”

আজ, হেলেনের নতুন নাম রাখা হয়েছে ‘আবিদাহ’ (উপাসক)।

“আমরা মুসলিম হয়ে গর্ববোধ করি, অথচ আমরা ‘আল্লাহ’ নামটি ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাকে ইসলামের বরকত দান করুন।”

“কেন আমরা ধর্মীয় বার্তাগুলো মুছে ফেলি, কিন্তু সাধারণ বার্তাগুলো ফরওয়ার্ড করি?
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

﴿بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً﴾
“আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াতই হয়।” (বুখারি: ৩৪৬১)

“হয়তো এই বার্তাটি শেয়ার করার মাধ্যমে, আপনি এমন একটি আয়াত পাঠাবেন যা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে।”

সর্বশেষে:

﴿لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ﴾
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ ﷺ আল্লাহর রাসুল।”

আল্লাহু আকবার! সমস্ত শব্দ ও কর্মে তিনি সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

09/07/2025

আসসালামুয়ালাইকুম
জীন জাদুর রোগীদের দৃষ্টি আকর্ষণ করছি
যারা অসহায় কবিরাজ আর ভন্ড রাকিদের কাছে চিকিৎসা করে সর্বশান্ত
তাদের জন্য ম্যাসেজ যা আমার ওস্তাজা দিয়েছেন

অনবরত ইস্তেগফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে এই শয়তানি চক্র থেকে বের হবার রাস্তা করে দিবেন।

আপনারা বাকারা খতমের পর খতম করতে থাকুন যারা পড়তে পারেন না তারা মনোযোগ দিয়ে একাগ্রচিত্তে শুনুন তাতেও কাজে দিবে পারলে কাওকে রিকোয়েস্ট করে হলেও পড়া শিখুন ৭ভাবে কোরআন পড়া যায় আপনাকে সহজ ভাবে পড়াটা শিখাতে বলুন অবশ্যই শিখতে হবেই হবে এটা আপনার এ কে ৪৭ তাই আল-কোরআন শিখার বিকল্প নাই।

যারা অনেক অসুস্থ তারা একজন কোরআন শুদ্ধ ভাবে পড়া কাওকে মাস ভিত্তিক রাখুন সে বাকারা পড়ে পড়ে আপনা শুকনা থুতু দিবে

আর চেষ্টা করবেন অবশ্যই হিজামা করতে।
সকল হারাম থেকে বেঁচে থাকবেন আর সালাত আর মাসনুন আমল মাষ্ট করবেন সাথে পর্দার হেফাজত করবেন। আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না তার উপর নাখোশ হবেন না মনে রাখবেন আমরা দাস পৃথিবীতে আসছি ২কাজের জন্য এক আল্লাহর ইবাদত করতে দুই ইবাদত এর মাধ্যমে পরীক্ষা উত্তির্ন হতে। তাই সবর করুন আর দোয়া করতেই থাকুন।

আফরিন রিতা
হিজামা থেরাপিস্ট,রুক‌ইয়াহ কনসালটেন্ট ও কাউন্সিলর
উওরা ঢাকা

09/07/2025

তাবিজ কিভাবে নষ্ট করবেন

কালচারাল ওয়ারে পরাজিত মুসলিম যুবক আপলোডেড পিকচারটির বামের চিহ্ন দেখিয়ে নিজেই নিজেকে নিচে নামায়, অথচ সে বুঝে না সে নিজেকে...
02/07/2025

কালচারাল ওয়ারে পরাজিত মুসলিম যুবক আপলোডেড পিকচারটির বামের চিহ্ন দেখিয়ে নিজেই নিজেকে নিচে নামায়, অথচ সে বুঝে না সে নিজেকে কতো নিচে নামাচ্ছে !
আফসোস সেই মুসলিম যুবকের জন্য, যে কিনা শাহাদাহ সাইনের বদলে এল দিয়াব্লো (ডেভিল'স হর্ন) সাইন দেখায়।
মৃত্যুর সময় নিজের হাতে যে সাইন দেখতে চান আর নিজের মুখে যে কালেমা পড়তে চান, সেই সাইনকেই ভালবাসুন আর সেই কালেমার উপরই আমল করে বাঁচার চেষ্টা করুন।

কপি আফসোস পেজটায় আর কোন পোস্ট আসে না

02/07/2025

যাদের মুখের চামড়া কুঁচকে গেছে বা ঝুলে গেছে

02/07/2025

যাদের হাই কর্টিসল তাদের জন্য আকুপ্রেসার পয়েন্ট

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নাহ হিজামা ও রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুন্নাহ হিজামা ও রুকইয়াহ:

Share