Dr. Shamima Afroz

Dr. Shamima Afroz আপনাদের যেকোনো হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে পরামর্শের জন্য ডাঃ শামীমা অপেক্ষমাণ!!
যোগাযোগ / সিরিয়াল নম্বর---01712293051

হোমিওপ্যাথির চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের আজ মৃত্যু বার্ষিকী। এই মহা মানবের মৃত্যু বার্ষিকীতে...
02/07/2025

হোমিওপ্যাথির চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের আজ মৃত্যু বার্ষিকী। এই মহা মানবের মৃত্যু বার্ষিকীতে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও চিকিৎসা অনুরাগীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা আত্মার শান্তি কামনা করছি !! 🤲
জয় হোক হোমিওপ্যাথির...!!✌️✌️

আজকে আমি একটা সতর্ক-বার্তা নিয়ে হাজির হলাম :-  যদিও করোনা ভাইরাস  (COVID-Omicron XBB) নিয়ে সবারই কমবেশি ধারণা আছে। কিন্ত...
20/06/2025

আজকে আমি একটা সতর্ক-বার্তা নিয়ে হাজির হলাম :- যদিও
করোনা ভাইরাস (COVID-Omicron XBB) নিয়ে সবারই কমবেশি ধারণা আছে। কিন্তু নতুন ভাবে নতুন রূপে করোনা ভাইরাস(COVID-Omicron XBB) দেখা দিয়েছে সেটাও অনেকেরই জানা হয়ে গেছে। তবুও আমরা সাবধানে থাকবো যাতে করে আর ছড়াতে না পারে।
কি করনীয় সেটা বলছি, তার আগে নতুন রূপে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষ্মণ গুলো জেনে নেই!

জ্বর নেই, কাশীও নেই, বেশির ভাগই ---

জয়েন্টে ব্যাথা, গলা ব্যাথা, মাথা ব্যাথা, পিঠে ব্যাথা, ফুসফুসের আক্রমণ, নিউমোনিয়া,
ক্ষুধা মন্দা (ক্ষুধা কমে যাওয়া) ইত্যাদি লক্ষ্মণ গুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যেহেতু এবারের করোনা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে তাই মৃত্যু ঝুঁকিও বেড়ে গেছে এজন্য করনীয় ---

** অবশ্য-ই মাস্ক পরতে হবে।
**আগের মতো পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
**দূরত্ব বজায় রেখে চলে হবে।
**ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে।
***রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে নিতে পারি।
**আর আক্রান্ত ব্যাক্তির অক্সিজেন লেবেল ঠিক থাকলে লক্ষ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে ইনশাআল্লাহ আরোগ্য হওয়ার সম্ভব!

***আমরা সবাই সতর্কীত ভাবে জীবন জাপান করি।
নিজে সুস্থ থাকি এবং জাতিকে ভালো রাখি !! ধন্যবাদ সবাইকে.. 🙏👍

আসসালামু আলাইকুম!! সু-স্বাস্থ্যই জীবনকে সুন্দর রাখার একমাত্র চাবিকাঠি!আমরা সবাই পবিত্র "কোরবানি ঈদে" নিজের এলাকা কিংবা ব...
06/06/2025

আসসালামু আলাইকুম!!
সু-স্বাস্থ্যই জীবনকে সুন্দর রাখার একমাত্র চাবিকাঠি!
আমরা সবাই পবিত্র "কোরবানি ঈদে" নিজের এলাকা কিংবা বাড়ীর চারিপাশে স্বাস্থ্য সচেতননা বজায় রেখার চেষ্টা করবো। নিজে সুস্থ থাকবো অন্যদেরকেও সুস্থ থাকার সুযোগ করে দিবো সেই শুভকামনায় সবাইকে--
"ঈদ মোবারক "!!

স্ক্যাবিস / খোসপাঁচড়া   নিয়ে কিছু টিপস্--__________________ স্ক্যাবিস বা চর্ম রোগ  নিয়ে অসংখ্য রোগী  আসছেন চেম্বারে। তাদ...
23/05/2025

স্ক্যাবিস / খোসপাঁচড়া নিয়ে কিছু টিপস্--
__________________
স্ক্যাবিস বা চর্ম রোগ নিয়ে অসংখ্য রোগী আসছেন চেম্বারে। তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ......
আমি সহজ ভাষায় বলছি--
উকুন কিংবা ছারপোকার মতো দেখতে একধরণের পোকায় আক্রমনের জন্য স্ক্যাবিস রোগের উৎপত্তি।
হাতে পায়ের আঙুলের ফাকে, আন্ডার আর্মস. কিংবা সিক্রেট পার্টে (গোপন অঙ্গের চিপায়) হয়ে থাকে। শিশুদের এই রোগ বেশি দেখা যায়।
এই চর্মরোগ সাধারণত ঘনবসতি স্যাত স্যাতে যায়গায়,অস্বাস্থ্য কর পরিবেশে বসবাস রতো লোকের হয়ে থাকে। স্কুল, মাদ্রাসা, বাজারে, কিংবার ময়লা ভেজা স্থানে খেলাধুলা করলে এই রোগে আক্রান্ত হয়ে থাকে।

স্ক্যাবিস রোগ থেকে বাঁচার উপায় ---
**এই রোগো ছোঁয়াচে। একজনের থেকে অনেক জনের দ্রুত ছড়ায়। এজন্য আক্রান্ত ব্যাক্তি থেকে দূরে থাকতে হবে আর সবার কাপড়, পোশাক, বিছানা আলাদা রাখতে হবে। বাড়ি ও নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
স্ক্যবিস রোগাক্রান্ত ব্যাক্তির আারোগ্য হওয়ার উপায় --
*** রোগীকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
নিম পাতার পেস্ট / নিম ওয়াটার মাখিয়ে/নিম সাবান দিয়ে গোসল করা ও গরম পানি দিয়ে কাপড় পরিস্কার করা এবং গরম পানিতে লবন দিয়ে পরিস্কা করতে হবে। পাশাপাশি কোনো অবিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের মাধ্যমে মেডিসিন নিলে ২/৩ সপ্তাহে সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব।
[সবাইকে বোঝানোর জন্য
সাধারণ জনগনের উদ্দেশ্যে আমি সহজ ভাষার উপস্থাপন করলাম]

আমরা কি ভাবে বুঝবো কিডনি খারাপ হয়েছে?? প্রথমে একটু ধারণা  নেই কিডনির কাজ কি --  কিডনি হলো ফিলটার বা ছাঁকনী।  রক্তের সাথে...
17/05/2025

আমরা কি ভাবে বুঝবো কিডনি খারাপ হয়েছে??

প্রথমে একটু ধারণা নেই কিডনির কাজ কি -- কিডনি হলো ফিলটার বা ছাঁকনী।
রক্তের সাথে মিশে থাকা দূষিত বজ্র পদার্থকে ছেঁকে( প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় বজ্র পদার্থ আর) বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দিয়ে মানব দেহেকে সুস্থ রাখে।

/// কিডনি খারাপের লক্ষ্মণ গুলো জেনে নেই ---

*** প্রস্রাবের রং পরিবর্তন -- প্রস্রাব ঘোলাটে, ফেনা যুক্ত, জ্বালা পোড়া,হলুদ প্রস্রাব কিংবা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাওয়া।

*** দেহে ফোলা ফোলা ভাব, চোখে চারিপাশে ফোলা ভাব ও পায়ে পাতা ও পায়ের গোড়ালি ফুলে যাওয়া, আঙুল দিয়ে চাপ দিলে ডেবে যাবে। কারণ -- দূষিত রক্ত ফিলটার না হতে পারলে , প্রস্রাবের সাথে বজ্র পদার্থ বের না হতে পারলে পায়ে ও শরীরের অন্যান্য জায়গায় পানি এসে ফুলে যায়।

*** ঘন ঘন প্রস্রাব কিংবা অল্প প্রস্রাব হওয়া , দুর্গন্ধ যুক্ত প্রস্রাব হওয়া। ফেনা যুক্ত প্রস্রাব।

*** পেছনে ব্যাথা, কমড়ের পেছনে দুই পাশে ও তলপেটে তিব্র ব্যাথা হওয়া।
*** সবসময় শীত শীত ভাব,গায়ে জ্বর অনুভূতি।
***বমি বমি ভাব, অনেক সময় বমি হয়ে যেতে পারে।

*** শরীরের ত্বকে র‍্যাশ দেখা দেয়।
*** সব সময় শরীরে দূর্বল লাগে, কাজ কর্মে অমনোযোগী ও অলস ভাব আসে।

*** অল্প হাঁটলেই ঘন ঘন নিশ্বাস নিতে হয়। হাঁপিয়ে যায়, শ্বাসকস্ট হয়।
[এগুলো দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। ]
আমাদের হোমিওপ্যাথিতে অনকে ভালো চিকিৎসা আছে। কিডনির ছাঁকনি পরিস্কার করে কিডনিকে সতেজ করে তোলে হোমিওপ্যাথি মেডিসিন।

সু-প্রিয়  ফেইসবুক বন্ধুরা, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ---  আমার সাথে যোগাযোগের মাধ্যম শুধুই চিকিৎসার প্রয়োজনে। 01712293...
15/05/2025

সু-প্রিয় ফেইসবুক বন্ধুরা, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ---
আমার সাথে যোগাযোগের মাধ্যম শুধুই চিকিৎসার প্রয়োজনে। 01712293051 এই নম্বরে ফোন করে কিংবা What's APP এ-র মধ্যমে প্রব্লেম গুলো মেসেজ শেয়ার করে কিংবা রোগের ছবি ও যদি কোনো টেস্ট রিপোর্ট থাকে সেন্ড করুন। কিছুই না থাকলে রোগ যন্ত্রণর লক্ষ্মণ গুলো মেসেজ করুন। উপরের দেওয়া নম্বরে ফোন করে কনফার্ম না হওয়া পর্যন্ত বিকাশ করিবেননা। রোগী দেখার পরে মেডিসিন পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পড়ে বিকাশ করতে বলা হয়, তার আগে বিকাশ না করার অনুরোধ রইল। সম্ভব হলে চেম্বার চলে আসুন! আমি অবশ্যই আপনাদের প্রব্লেম সল্ভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ! এর বাইরে কোন ফোন মেসেজ করলে পাবেননা। ইনবক্সে নক দিয়ে কোনো লাভ নেই। আমার এতো এতো পাবলিকের [ হাই! হ্যালো!কেমন আছেন? ]মেসেজ চেকিং করার ফালতু সময় নেই। কারণ আমি ৫ মি. এ রোগী দেখি না।প্রতিটা রেগীকে ১--১.৫ ঘন্টা সময় দিতে হয়। সত্যি যদি আপনার চিকিৎসা বিষয়ে হেল্প পেতে ইচ্ছে থাকে, তাহলে আমার পোস্ট টি ভালো করে পড়ার অনুরোধ রইলো। আমার ৯১ বন্ধুরা ক্ষমা করিও প্লিজ !! 🙏🙏ধন্যবাদ সবাইকে 👍🙏

একজন নারী কিভাবে বুঝতে পারবেন তার স্তনে ক্যান্সার আছে কি-না---*** Breast কিংবা Underarms -এ চাকা অনুভব হলে। *** স্তনের চ...
14/05/2025

একজন নারী কিভাবে বুঝতে পারবেন তার স্তনে ক্যান্সার আছে কি-না---

*** Breast কিংবা Underarms -এ চাকা অনুভব হলে।
*** স্তনের চামড়ায় পরিবর্তন দেখা যাবে।
*** স্তনের আকার আকৃতি পরিবর্তন হবে।
[এই লক্ষ্মণ গুলি দেখা গেলে তেল কিংবা শ্যাম্পু লাগিয়ে নিজে নিজে হাতের মাঝের ৩ টি আঙুলের সাহায্যে ম্যাসাজের মাধ্যমে পরিক্ষা করতে হবে। ]

*** ব্রেস্টের নিপল থেকে তরল কিছু বের হওয়া। (প্রেগন্যান্ট মায়েদের স্তনের থেকে রস কষ হলুদ দুধ আসতেই পারে সাভাবিক)

*** নিপল বা নিপলের আসেপাশে চামড়া পরিবর্তন দেখা গেলে।

*** নিপলের আকার বা নিপল ডেবে যাওয়া কিংবা নিপলের অবস্থান পরিবর্তন হওয়া। [এই লক্ষ্মণ গুলোই ব্রেস্ট টিউমার / ক্যান্সারের লক্ষ্মণ] তবে ___
*** স্তন ক্যান্সারে মূল বিষয় হলো একদমই ব্যাথা থাকবেনা। আবার ---
দীর্ঘদিন ব্যাথা থাকতে পারে, ২ সপ্তাহের অধিক ব্যাথা স্থায়ী হলে পরীক্ষা করানোটা জরুরি।

**আমরা ডিম কেনো খাব ??--- শুরুতেই বলি, ডিম হলো সস্তা খাবার, সকলের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ। ** নিয়মিত ডিম খেলে ডায়াবে...
12/05/2025

**আমরা ডিম কেনো খাব ??---
শুরুতেই বলি, ডিম হলো সস্তা খাবার, সকলের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ।

** নিয়মিত ডিম খেলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায়।
** ডিম খেলে ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়।
** ডিমে কোলিন আছে যেটা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো।
** ডিমে Zeaxanthin থাকে, এজন্য চোখের স্বাস্থ্য ভালো রাখে।
** ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরে থাকে, ক্ষুধা কম লাগে,এজন্য ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে।
** ডিমে প্রচুর প্রোটিন থাকায় শরীরের বিভিন্ন কার্যক্রম সচল রাখতে এবং এনার্জিটিক বৃদ্ধিতে সহায়তা করে।
** ডিমে খণিজ পদার্থ এবং ক্যালসিয়াম থাকাতে হাড়ের ক্ষয় রোধ করে ও হাড় ভালো রাখে।
[***** এই সস্তা খাবার টির গুনা-গুন বলে শেষ করা সম্ভব নয়। ]

প্রতিটি মানুষেরই যে-কোনো বিষয়ে কিছু না কিছু চাহিদা থাকে। হোক ব্যক্তিগত  কিংবা হোক  সে টা প্রফেশনাল !  একটা মানুষের চাহিদ...
01/05/2025

প্রতিটি মানুষেরই যে-কোনো বিষয়ে কিছু না কিছু চাহিদা থাকে। হোক ব্যক্তিগত কিংবা হোক সে টা প্রফেশনাল ! একটা মানুষের চাহিদার শেষ থাকেনা। কারণ আমরা যা কিছু অর্জন করি সেটাতেই সন্তুষ্ট হলে উপরে উঠার আকাঙ্খা বিলিন হয়ে যায়। আকাঙ্খার অভিব্যক্তিটা এক একজন ভিন্ন ভিন্ন আকৃতির।
যেমন-- আমি নিজেকে আবিষ্কারের নেশায় জীবনকে হাতরে বেড়াচ্ছি। এজন্য আত্মবিশ্বাস নিয়ে সমস্ত বাঁধাকে উপেক্ষা করে সম্মুখে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করে যেতে হচ্ছে। কতটা অগ্রসর হতে পারবো, কতটা সফলতা আসবে সেই দায়িত্ব মহান সৃস্টিকর্তার। আমি শুধু চাই সততার শিড়ি বেয়ে গুটি গুটি পায়ে ধাপে ধাপে উপরে উঠতে। মানুষের সততা আর মানবতার পথচলা তখনই শান্তিময় হয়ে ওঠে যখন সে সমস্ত বাঁধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। নিজের প্রচেষ্টাই সফলতার প্রধান চাবিকাঠি!
আমি নিজেকে থামাতে চাই না চেস্টাও করিনা। আত্মবিশ্বাস ১০০% আছে, এজন্য ছুটে চলার স্পিড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সৃস্টি কর্তার কাছে একটাই চাওয়া আমি যেনো নিজ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হই। আমিন 🤲🤲

21/02/2025

যে সকল ভাইয়েরা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে,মায়ের মুখের ভাষাকে ছিনিয়ে এনেছেন, আমরা বাংলার মাটিতে বুক ফুলিয়ে বাংলাভাষা-তে কথা বলতে পারি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষার অধিকার পেয়েছি, সেই সকল ভাষা শহীদ ভাইদের প্রতি দোয়া ও বিনম্র শ্রদ্ধা!! 🖤🖤🖤

20/02/2025

আমার ভাইয়ের রক্তে ভেজা আমার মা'য়ের ভাষা, আমার মুখের ভাষা!
সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা...!! 🖤🖤🖤

আসসালামু আলাইকুম!! কালিয়াকৈর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভ...
29/12/2024

আসসালামু আলাইকুম!!
কালিয়াকৈর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাসেম স্যার এবং আমরা উপস্থিত শিক্ষকগন একসাথে সকলের কিছু ছবি স্মৃতির ফ্রেমে বন্ধী করলাম।(সময় সুযোগের অভাবে সবাইকে ছবি তুলার পাশে পাইনি এজন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি🙏)সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন রইলো!! ❤️❤

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801712293051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shamima Afroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shamima Afroz:

Share

DR. SHAMIMA AFROZ

HOMEOPATHIC CONSULTANT AT VITAL HOMOEO REMEDY CENTER

ADDRESS: BAUNIA, TURAG, UTTARA, DHAKA-1230

DHMS (BHMC&H DHAKA)

Reg No: 23575