Pharmatics

Pharmatics Excellence for pharmaceutical quality across the boundaries through innovation & global compliance

16/06/2025

Use Face Mask for primary protection

ভেজাল ও নিম্নমানের ঔষধ জনগণই চায়, এবং এর জন্য দ্বায়ী তো জনগণই। কারণ -১. বাংলাদেশে ঔষধের দোকান আছে, ফার্মেসী নেই।২. দোকান...
28/05/2025

ভেজাল ও নিম্নমানের ঔষধ জনগণই চায়, এবং এর জন্য দ্বায়ী তো জনগণই। কারণ -
১. বাংলাদেশে ঔষধের দোকান আছে, ফার্মেসী নেই।
২. দোকানে রেজিস্টার্ড Pharmacist না থাকলে, সেইটা কখনোই ফার্মেসী হতে পারে না। আর যে রেজিস্টারড না তাকে Responsible করা যাবে কি দিয়ে?
৩. ঔষধের দোকান কোম্পানি থেকে ঔষধ কেনে ১২% কমিশনে, আর ক্রেতা গিয়ে দ্বাবি করে ১৫-২০% কমিশন। তখন কমিশনের অসুস্থ প্রতিযোগিতায় নেমে পরে সব দোকান, আর সরবরাহ করে নকল, ভেজাল, ও নিম্নমানের ঔষধ।
৪. লোভী জনগণ ২০০০ টাকা ভিজিট দিয়ে অধ্যাপকের কাছ থেকে চিকিৎসা নেয়, অত্যাধুনিক ভালো মানের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করায়। এবং ভালো প্রেসক্রিপশনই নেয়। কিন্তু ঔষধ কিনতে গিয়ে ডিসকাউন্ট খোজে।
৫. ফার্মেসী ব্যবসায় টিকে থাকার জন্য, ঔষধের দোকানদার লোভী কাস্টমারকে আকৃষ্ট করতে কোম্পানির চেয়েও বেশি কমিশন অফার করে। কিন্তু কিভাবে? এটা আর লোভী জনগণ ভাবেনা।
৬. অবশেষে লোভী জনগণ নকল, ভেজাল, নিম্নমানের, ও মেয়াদোত্তীর্ন ঔষধ কিনে খায়।
৭. অতঃপর ঔষধ দ্বারা চিকিৎসায় কাজ না হলে তখন চিকিৎসককে দোষ দেয়, এবং অন্য চিকিৎসকের কাছে যায়, এবং সে আবারও বেশি ডিসকাউন্ট পেয়ে নকল ঔষধ কিনে খায়।
৮. অতঃপর বাংলাদেশের চিকিৎসা খারাপ বলে, সামর্থ্যবানরা দেশের বাইরে চলে যায় চিকিৎসা করার জন্য।
অতঃপর দেশের টাকা বাইরে যায়, লোভী বাঙালিরও জীবন যায়

28/05/2025
05/05/2025

Discount !! Discount !! Discount !!

মায়েরা প্রতিনিয়ত তাদের সন্তান ও পরিবারের জন্য নিজেদের সখ আহ্লাদ বিসর্জন দেয়,, কখনো সময়ের অভাবে,, কখনো নিজের প্রতি অবহেলার কারনে,, আবার কখনো বাজেট না থাকার কারনে,,

তাই আসুন এই মা দিবসে আমরা মায়েদের ছোট ছোট উপহার দিয়ে তাদেরকে মা দিবসে একটু special feel করাই।

তাই আসছে (১১ই মে ২০২৫), মা দিবস উপলক্ষে আমাদের Preschics এর পক্ষ থেকে থাকছে ১১% ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট চলবে ৬ই মে হতে ১০ই মে পর্যন্ত।

তাই আর দেরী না করে জলদি চলে আসুন আমাদের Preschics outlet এ।

রোগ সারাতে প্রয়োজন -১. সঠিক রোগ নির্নয়২. সঠিক প্রেসক্রিপশন ৩. সঠিক মানসম্পন্ন কার্যকরী ঔষধ ডিসকাউন্ট/কমিশন পেয়ে কখনোই নক...
29/04/2025

রোগ সারাতে প্রয়োজন -
১. সঠিক রোগ নির্নয়
২. সঠিক প্রেসক্রিপশন
৩. সঠিক মানসম্পন্ন কার্যকরী ঔষধ
ডিসকাউন্ট/কমিশন পেয়ে কখনোই নকল ভেজাল ও নিম্নমানের ঔষধ কিনবেন না।

Ensure your access to Quality Assured Medicines for protection of your health
25/04/2025

Ensure your access to Quality Assured Medicines for protection of your health

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Pharmatics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pharmatics:

Share