সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ

সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ হিজামা ও খাতনা/মুসলমানি সেন্টার কিশোরগঞ্জ।

22/06/2025

কিছু মানুষ নিজেকে খুব বেশি চালাক মনে করে, কিন্তু সে যার জন্য চালাকি করে সে কিন্তু বুঝে গেছে, এত চালাকি ভালো না, জেনে রাখেন বেশি চালাকের ভাত নাই।

06/06/2025
05/06/2025
02/04/2025

মানুষের জন্য রয়েছে, সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাযত করে। নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোন জাতির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোন অভিভাবক নেই।
সূরা আর রাদ আয়াত নাম্বার ১১

01/04/2025

ডিভাইস কসমেটিক খৎনা
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন।
( ডিভাইস কসেমটিক খৎনা ) একটি নিরাপদ খৎনা ( মুসলমানী) প্রকল্প।
এই আধুনিক কসমেটিক খৎনার সুবিধা হলো-
১, কোন প্রকার সেলাই লাগেনা।
২, ব্যান্ডেজ লাগেনা।
৩, রক্তপাত হয় না।
৪, বিশ্রামর প্রয়োজন নাই।
৫, প্রতিদিন গোসল করতে পারবে।
৬, এক দিনের শিশু থেকে সকল বয়সে করা যায়।
৭, খৎ্নার প্রথম দিন থেকে প্যান্ট পড়তে পারবে।
৮, গ্ল্যান্ড পেনিস কে নিরাপদ রাখতে বিশেষ টেকনিক প্রয়োগ করা হয়।
৯, এই খৎনা পদ্ধতি শতভাগ নিরাপদ।
১০, বড়দের গ্রামে বসে করিয়েছে কিন্তু পারফেক্ট হয়নি তাদেরও সঠিকভাবে স্কেলিং করে সুন্নতে খাতনা করা হয়
যোগাযোগ সোহেল হিজামা মেডিকেল হল, মিতালি মার্কেট, চর মারিয়া, কিশোরগঞ্জ সদর।
01557819540, ০১৮৫৫ ৪১১১১৪

30/03/2025

১২ তাকবীরে ঈদের সালাত আগামীকাল ৭:৩০ মিনিটে মিতালী মার্কেট আত তাওহীদ জামে মসজিদের ভিতরে অনুষ্ঠিত হবে।

24/03/2025

দিনশেষে নিজের বুঝটাই সঠিক।

22/03/2025

শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সকল বই কিনতে কল করুন আমাদের কাছে ১০০% খাটি মধু পাবেন ইনশাআল্লাহ।বই বা মধু অর্ডার ক...

18/03/2025



আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ বলেন, যে ব্যক্তি আমার কোন ওলীর সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরয করেছি, তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ‘ইবাদাত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে, আমিই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমিই তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমিই তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি কোন কাজ করতে চাইলে তা করতে কোন দ্বিধা করি-না, যতটা দ্বিধা করি মু’মিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। [৩৬] (আধুনিক প্রকাশনী- ৬০৫২, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৫৮)

ফুটনোট: [৩৬] হাদীসটিতে খাঁটি বান্দার গুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ্‌র নির্দেশের বাহিরে তিল পরিমাণও অগ্রসর হয় না । বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর ওদিকে আল্লাহ্‌ বলেন ওহে প্রশান্তিময় আত্মা! চলে আসো তোমার প্রতিপালকের কাছে সন্তুষ্টি সহকারে এবং সন্তোষের পাত্র হয়ে আমার (সম্মানিত) বান্দাদের মধ্যে প্রবেশ কর আর প্রবেশ কর আমার জান্নাতে- (আল ফজর-২৯-৩০)

সহিহ বুখারী, হাদিস নং ৬৫০২

Address

Kishoreganj

Telephone

+8801557819540

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ:

Share