The New Life Hospital

  • Home
  • The New Life Hospital

The New Life Hospital An institution for providing best health services

08/05/2025

গর্ভাবস্থায় হঠাৎ পানি ভেঙে গেলে কি করবেন?

উন্নত অপারেশনের চিন্তা মাথায় আসলেই আমাদের ধারণা মফস্বল শহরে সম্ভব না! অথচ প্রায় সকল অপারেশন হয়ে থাকে দ্যা নিউ লাইফ হসপিট...
02/02/2025

উন্নত অপারেশনের চিন্তা মাথায় আসলেই আমাদের ধারণা মফস্বল শহরে সম্ভব না! অথচ প্রায় সকল অপারেশন হয়ে থাকে দ্যা নিউ লাইফ হসপিটালে। সকলের জানার জন্য এই পোস্ট।

আমরা জানি এপেন্ডিসাইটিস হলে অপারেশন হয় কেটে আর তা হলো নাভি থেকে কিছুটা ডান দিকে নীচের জায়গায়। অথচ কাটা ছাড়াও ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অপারেশন করা যায় যেখানে রোগীর কাটার কোন স্পট থাকে না এবং সেলাই পরবর্তীতে এসে কাটানোর কোন চিন্তাও করতে হয় না।

এই মেয়ে রোগীর বয়স ১৯ বছর।ডা: মো:নাজেম আল কোরেশী রাফাত স্যারের চেম্বারে ব্যাথা নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় রোগীর এপেন্ডিসাইটিস এবং ইনফেকশন অনেক বেশী। বিলম্ব না করে দ্রুত অপারেশন করতে পরামর্শ দেন রাফাত স্যার, নয়তো ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে(অপারেশনের ছবি দেখলে বুঝতে পারবেন ইনফেকশনের কারণে অনেক বেশী ফুলে আছে এপেনডিক্স)। রোগী সিলেট গিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করার আগ্রহ প্রকাশ করেন এবং যখন জানতে পারেন এই অপারেশন এখানেই সম্ভব তখন বিলম্ব না করে সিদ্ধান্ত নেন অপারেশনের।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা.নজমুদ্দিন আল মহসিন স্যার এই অপারেশন করেন।এনিস্থিসিয়ায় ছিলেন ডা.বি,এস,এম এরশাদ স্যার এবং এসিস্ট করেন ডা.নিলয় চন্দ্র দাস স্যার।

২০/০১/২০২৫ তারিখে দ্যা নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।আগামী ২ বছরের জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্য...
21/01/2025

২০/০১/২০২৫ তারিখে দ্যা নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২ বছরের জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.মো:নাজেম আল কোরেশী রাফাতকে চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক(এইচআর) ডা.আব্দুল্লাহ আল মামুনকে একই পদে ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক(ফিন্যান্স) মোঃ ওয়াজিদুল হক সাহেদ কে একই পদে বহাল রেখে নতুন কমিটি গঠন হয়। সকলের উপস্থিতিতে আগামী দিনে অত্র হাসপাতালের সেবার মান মানসম্মত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

আপনাদের সুস্থতা ও সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

19/10/2024

শ্রীমঙ্গল- কমলগঞ্জের সাবেক এএসপি,বর্তমান হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শহীদুল হক মুন্সি স্যারের সহধর্মিণীর নরমাল ডেলিভারির মাধ্যমে দ্য নিউ লাইফ হসপিটালে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

আলহামদুলিল্লাহ,মা এবং মেয়ে দু'জনেই সুস্থ আছেন।

এই ডেলিভারির জন্য উনারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসন।আমাদের হসপিটালের উপর ভরসা রাখার জন্য স্যার ও স্যারের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

স্যারের প্রথম বাচ্চাও আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে।

আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে এই প্রথম সড়ক দুর্ঘটনায় আহত ১৯ বছর বয়সী এক কিশোরীর  অর্থপেডিক্সের জটিল "ORIF with interlocking ...
08/10/2024

আলহামদুলিল্লাহ

শ্রীমঙ্গলে এই প্রথম সড়ক দুর্ঘটনায় আহত ১৯ বছর বয়সী এক কিশোরীর অর্থপেডিক্সের জটিল "ORIF with interlocking intermedullary nail" অপারেশন সম্পন্ন হয়েছে।

অপারেশন করেন অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা.এখলাছ ভূঁইয়া স্যার, এনেস্থিসিয়ায় ছিলেন ডা.অঞ্জণ স্যার এবং এসিস্ট করেন অত্র হাসপাতালের আর.এম.ও ডা.আব্দুল্লাহ আল মামুন স্যার।

অপারেশনের আগে ও পরের এক্সরে পোস্টে সংযুক্ত করা হলো।

দ্য নিউ লাইফ হসপিটাল ❤️

নবজাতকের জন্ডিস জনিত চিকিৎসার সুবিধার্থে অত্যাধুনিক আরো একটি ফটোথেরাপি মেশিনের সুব্যবস্থা থাকছে এখন আপনার শহর শ্রীমঙ্গলে...
05/09/2024

নবজাতকের জন্ডিস জনিত চিকিৎসার সুবিধার্থে অত্যাধুনিক আরো একটি ফটোথেরাপি মেশিনের সুব্যবস্থা থাকছে এখন আপনার শহর শ্রীমঙ্গলে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে ফটোথেরাপি মেশিন সংযোজন করা হয় অত্র হাসপাতালে।

একটি মেশিন এবং নবজাতক জন্ডিস রোগীদের চাপ বেশী থাকায় অনেক রোগীকে জেলা শহর মৌলভীবাজার যেতে হতো। তাই রোগীদের কথা মাথায় রেখে আজ অত্যাধুনিক আরেকটি ফটোথেরাপি মেশিন হাসপাতালে সংযোজন করা হয়েছে।

এখন থেকে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞের তত্বাবধানে একসাথে ২জন নবজাতককে জন্ডিসের চিকিৎসা দেয়া সম্ভব হবে।

যোগাযোগ:
দ্যা নিউ লাইফ হসপিটাল,কলেজ রোড,শ্রীমঙ্গল ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি ও বেসরকারি সকল হাসপাতালের অপারেশন থিয়েটারে ‘ইনহেলেশনাল অ্যানেস্থে...
07/05/2024

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি ও বেসরকারি সকল হাসপাতালের অপারেশন থিয়েটারে ‘ইনহেলেশনাল অ্যানেস্থেটিক’ হিসেবে ‘হ্যালোথেন’ এর পরিবর্তে ‘আইসোফ্লুরেন বা সেভোফ্লুরেন’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ সুপরিচিত স্বনামধন্য প্রতিষ্ঠান "দ্যা নিউ লাইফ হসপিটালে " উক্ত মেশিন প্রতিস্হাপন করা হয়েছে ।

দ্যা নিউ লাইফ হসপিটাল ,কলেজ রোড,শ্রীমঙ্গল।

08/04/2024

একটি শোক সংবাদ

দ্যা নিউ লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক(ফিন্যান্স) শাহেদ স্যারের মমতাময়ী মা ০৮/০৪/২০২৪ তারিখ রাত ১০ টায় শ্রীমঙ্গল দ্যা নিউ লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মরহুমার প্রথম জানাযার নামাজ বাদ যোহর রামনগর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে,দ্বিতীয় জানাজার নামাজ ২.৩০ মিনিটের সময় হাজী মনু মিয়া এতিমখানা ও আমিনা খাতুন হাফিজিয়া মাদ্রায় অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে মরহুমার আত্বীয় স্বজনসহ সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করা যাচ্ছে।

26/01/2024

গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ভানু লাল রায় মহোদয় হঠাৎ অসুস্থ হলে দ্যা নিউ লাইফ হসপিটালে এসে ভর্তি হন। সেসময় উনাকে দেখতে নিউ লাইফ হসপিটালে আসেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি মহোদয়।

দ্যা নিউ লাইফ হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে চেয়ারম্যান মহোদয় উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হসপিটাল,সিলেটে চিকিৎসাধীন আছেন।উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

দ্যা নিউ লাইফ হসপিটালের উপর ভরসা রাখার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই এবং উনার দ্রুত সুস্থতা কামনা করি।

আপনাদের সন্তুষ্টি-ই আমাদের অর্জন 🖤
24/01/2024

আপনাদের সন্তুষ্টি-ই আমাদের অর্জন 🖤

আমাদের সাফল্যের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।স্বল্পমুল্যে সর্বোত্তম সেবাই দ্যা নিউ ল...
31/12/2023

আমাদের সাফল্যের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বল্পমুল্যে সর্বোত্তম সেবাই দ্যা নিউ লাইফ হসপিটালের মূল লক্ষ্য।

14/12/2023

Address


Telephone

+8801611320313

Website

Alerts

Be the first to know and let us send you an email when The New Life Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The New Life Hospital:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share