
15/11/2024
দিন রাত জেগে রুটিন করে লেখাপড়া করা, নোট করা,
সেরা রেজাল্ট করা, নিজের জেনারেশনের ও নিজের এলাকার সবচেয়ে ভালো ছাত্র ছাত্রীদের দল এখনো নিশ্চয়ই আছে!
যারা বাড়িতে মানুষ এলে, ঘর বন্ধ করে পড়ে!
একটা অংক ভুল হলে, একটা এমসিকিউ ছুটে গেলে যাদের বুক ভেঙে যায়!
যাদের ডিপেস্ট প্লেজার হচ্ছে পরীক্ষা শেষে পাওয়া ভালো রেজাল্ট!
দেশের সেরা জায়গায় চান্স পাওয়া!
তোমরা আছো বলেই, পৃথিবীতে এখনো নতুন আবিষ্কার হয়, টেক জায়ান্টরা পকেটে নতুন ডিভাইস নিয়ে এসে জনগনের কাছে নাটকীয় মার্কেটিং করতে পারে!
তোমরা আছো বলেই
নতুন ঔষধ আসে বাজারে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে মানুষ
নতুন ব্রিজ হয়,
মঙ্গল গ্রহের দিকে ছুটে যায় রকেট!
তোমরা এখনো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক!
সভ্যতার সবচেয়ে জরুরি ফ্ল্যাগ বিয়ারার!
তোমরা আছো বলেই
পৃথিবীতে মানুষ নিশ্চিন্তে নাচতে পারে, খেলতে পারে, ভিডিও বানাতে পারে!
তোমরা মাইনরটি হইতে পারো
এই অদ্ভুত নাচ গান, অতি বিনোদনের সময়ে,
চোখে না পরতে পারো
সারাদিন খেটে বৈষম্যের সেলারি পাইতে পারো
তবু এইটুকু শুধু জেনো,
নিজেকে বদলানোর দরকার নাই,
গাধার জঙ্গলে, সিংহের শরীর গাধার রঙে রাঙাতে নেই।
নিজের আত্নবিশ্বাস, নিজের আলোকিত, গভীর আনন্দের এ একাডেমিক জীবনটাকে নিয়ে শুকরিয়া করো।