Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur

  • Home
  • Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur

Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur চুল পড়ার এবং টাক মাথার সমাধান,
মেসতা,ব?

সবাই এসব ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম থেকে বিরত থাকুন।
10/06/2023

সবাই এসব ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম থেকে বিরত থাকুন।

 #মাংকিপক্সবিশ্বে নতুন আতংক!নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন...
23/05/2022

#মাংকিপক্স

বিশ্বে নতুন আতংক!

নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন টিকা বা চিকিৎসা নেই এর, যদিও বিশেষজ্ঞ দের ধারণা করোনার মত এত মারাত্মক আকার ধারন করবেনা এই রোগ।

বিভিন্ন প্রানী বিশেষত বন্যপ্রাণী থেকে বেশী ছড়ায় এই রোগ, মানুষ থেকে মানুষেও ছড়ায়। ১৯৫৮ সালে প্রথম আবিষ্কার হয় এই রোগ যা আফ্রিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চলে দেখা যেতো। এটি গুটিবসন্ত সমগোত্রীয় রোগ।

কিভাবে সংক্রমণ হয়?

সংক্রমিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শের মাধ্যমে যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রমিত প্রাণীর মাংস সঠিকভাবে রান্না ছাড়া খাওয়া হলে, ফুসকুড়ি রয়েছে এমন কারো ব্যবহৃত পোশাক, বিছানা অথবা তোয়ালে স্পর্শ করলেও একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি কী?

জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকায় এ রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে। যেহেতু এরোগের কোন পরীক্ষিত চিকিৎসা নেই এখন পর্যন্ত তাই সতর্কতা এবং সাবধানতাই সবচেয়ে বড় উপায়। তবে গুটিবসন্তের টিকা এই রোগেরক্ষেত্রেও খানিকটা কার্যকরী বলে জানা যাচ্ছে।

এমন অবস্থায় আসুন সবাই সাবধান হই, নিরাপদে থাকি।

 #ঔষধের_পার্শ্বপ্রতিক্রিয়া এই রোগীটি গতকালকে আমার ব্যাক্তিগত চ্যাম্বারে আসে। রোগীর কমপ্লেইন হলো একটা ইনজেকশন নেওয়ার পর...
29/08/2021

#ঔষধের_পার্শ্বপ্রতিক্রিয়া

এই রোগীটি গতকালকে আমার ব্যাক্তিগত চ্যাম্বারে আসে। রোগীর কমপ্লেইন হলো একটা ইনজেকশন নেওয়ার পরে এমন হয়ে গেছে।

কারো কথায় ওষুধ ব্যবহারে বিরত থাকি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহন করি।

অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এই সমস্যার জন্য।অনেক দিন ধরে এই রোগ নিয়ে ভোগছিলেন... এখন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ
19/08/2021

অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এই সমস্যার জন্য।অনেক দিন ধরে এই রোগ নিয়ে ভোগছিলেন...

এখন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ

********চুল পড়া রোধ এবং চুল গজানোর           যুগান্তকারী চিকিৎসা********* PRP----পি আর পি--- (প্লাটিলেট রীচ প্লাজমা)রক্ত...
24/07/2021

********চুল পড়া রোধ এবং চুল গজানোর যুগান্তকারী চিকিৎসা*********

PRP----পি আর পি--- (প্লাটিলেট রীচ প্লাজমা)

রক্তেই আছে রোগের ঔষধ, । এ থেকেই আবিষ্কৃত চুল গজানোর যুগান্তকারী চিকিৎসা PRP রক্তের Platelet বা অণুচক্রিকায় আছে চুলের আছে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, যা নতুন চুল গজায় ও চুল মোটা করে।

রক্তের উপাদান

রক্তকণিকা

১. লোহিত রক্তকণিকা
২. শ্বেত রক্তকণিকা
৩. অনুচক্রিকা

মেসিনের সাহায্যে রক্তের পি আর পি আলাদা করা হয় ও মাথার স্কিনে চিকন Insulin Syringe দিয়ে ইনজেকসন হিসাবে দেয়া হয়। ইনজেকসন দেয়ার আগে আক্রান্ত স্থান অবশ করা হয় ।

>>>পি আর পি চুল পড়া রোগীর নিজের রক্ত থেকে তৈরী করা হয় বলে এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট মুক্ত ।

মূলকথাঃ------ ( পৃথিবীর সব বড় বড় Skin Center এ এই চিকিৎসা পাওয়া যায় )

১. এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট মুক্ত ।
২. নতুন চুল গজাতে সাহায্য করে।
৩. চুলের বৃদ্ধিতে ও চুল মোটা হতে সাহায্য করে ।
৪. চুল পড়া বন্ধ করে ।

👉মারাত্মক ছোঁয়াচে রোগ  #স্ক্যাবিসহঠাৎ করেই বাসার সবার চুলকানি,সারা রাত চুল্কায়, অসম্ভব রকমের চুল্কানি, সারা গায়ে দানা ব...
13/07/2021

👉মারাত্মক ছোঁয়াচে রোগ #স্ক্যাবিস

হঠাৎ করেই বাসার সবার চুলকানি,সারা রাত চুল্কায়, অসম্ভব রকমের চুল্কানি, সারা গায়ে দানা বিচির মত উঠে ভরে গিয়েছে?
হ্যাঁ, আপনার খোসপাঁচড়া হয়েছে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় স্কেবিস বলে। স্কেবিস ত্বকের একটি ছোঁয়াচে রোগ। যে কেউ যেকোনো সময় এ রোগে আক্রান্ত হতে পারে। তবে বর্ষাকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

👉কীভাবে ছড়ায়?
★অপরিচ্ছন্ন জীবনযাপন-
★এই রোগে আক্রান্ত রোগীর সঙ্গে একসঙ্গে বিছানায় শুলে কিংবা ব্যবহারকৃত কাপড় অন্য কেউ ব্যবহার করলে খুব সহজেই এ রোগ ছড়াতে পারে। কারণ জীবাণুটি ব্যবহৃত কাপড়ের মধ্য দুই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
★ শিশু-কিশোরেরাই এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।

👉লক্ষণ:
★রাতের বেলা অস্বাভাবিক চুলকানিই স্ক্যাবিসের প্রধান লক্ষণ।রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে। কারণ এ সময় বিছানার গরমের জন্য জীবাণুগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে।
★শরীরে চুলকানি ও গুটি গুটি র‌্যাশ ওঠা।
★প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে।
★এই উপসর্গগুলো শরীরের বেশির ভাগ অংশে, যেমন কবজি, আঙুলগুলোর ভেতর বা কোমরের আশপাশে উপস্থিত হতে পারে।
★চুলকানোর ফলে নখের আঁচড়ে চামড়া ওঠে যায়। এ জন্য শরীরে আঁচড়ের দাগও পাওয়া যায়।
★আক্রান্ত স্থানে ত্বকের ওপর কালো সুতার মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়, পানিযুক্ত ছোট দানা থাকে।
★নারীদের ক্ষেত্রে সাধারণত স্তন্যের বোঁটার চারপাশে ও পুরুষের ক্ষেত্রে অণ্ডকোষ এবং যৌনাঙ্গে চুলকানিযুক্ত ছোট দানা দেখা যায়। অনেক সময় স্ক্যাবিসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

👉এই সময়ের সচেতনতাঃ
★এ সময় ভারী জামা-কাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন।
★ প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।
★পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল ইত্যাদি মেনে চললে এসব রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে।
★ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন, নইলে মাথার ত্বকেও সমস্যা হতে পারে।
★ বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

👉রোগটিতে পরিবারের বা হোস্টেলের সবারই একসাথে চিকিৎসার প্রয়োজন হয়। একা চিকিৎসা করলে ভাল ফল পাওয়া যায় না।

👉এমন কিছু লক্ষন দেখা দিলে দ্রুত স্কিন ডাঃ এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করা উচিৎ।

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট)...
12/07/2021

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——

Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট) ---

এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে ।

FUE (Follicular Unit Extraction) পদ্ধতিতে মাথার পিছন ও সাইডপ্রতি ১০ টি চুল থেকে ১ টি করে চুল গোড়াসহ এনে (যাতে পিছনে ফাকা না হয় ) টাক জায়গায় স্কিন ফুটা করে ডুকিয়ে দিতে হয় ।এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে

এই পদ্ধতি আজকাল অধিক জনপ্রিয় কারণ এতে সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।

FUE (এফ ইউ ই)
————————————————————-
১)মাথার পিছন থেকে ০১ টি ০১ টি করে চুল তুলে আনা হয়
২)শুকাতে ০২ দিন লাগে
৩)মাথা সেভ (চুল কামাতে) হয়
৪) স্লো, ১০ ঘন্টায় ৩০০০ চুল লাগানো যায়
৫)০১ দিনে সর্বোচ্চ ৩০০০ চুল লাগানো সম্ভব
৬)ব্যয় বহুল
৭)সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।
৮)ছোট এরিয়ায় ট্রান্সপ্লান্টের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী।

★ চুলপড়ার কিছু কারণ-- (১)ত্বকের কিছু রোগ, (২) রক্তস্বল্পতা, (৩) খুশকি, (৪)হরমোণাল - থাইরয়েড কমলে, এণ্ড্রোজেন, টেস্টোস্টে...
10/07/2021

★ চুলপড়ার কিছু কারণ--

(১)ত্বকের কিছু রোগ, (২) রক্তস্বল্পতা, (৩) খুশকি, (৪)হরমোণাল - থাইরয়েড কমলে, এণ্ড্রোজেন, টেস্টোস্টেরণ এসব বেশী হলে!
(৫) দূষিত পরিবেশের প্রভাব- অার্সেনিক, অায়রন, সীসাযুক্তে পানি থাকলে
(৬) কসমেটিক - হেয়ার জেল, হেয়ার ড্রাই/কালার ব্যবহারেও চুলপড়ার সমস্যা হয়।
(৭) উকুন থাকলে (৮) ভিটামিন এ বেশী হয়ে গেলে।

★ চুল গজানোর জন্য সহায়ক উপাদান -
প্রোটিনসমৃদ্ধ খাবার , কিছু ভিটামিন, মিনারেল।

★ নতুন চুল গজাতে এসব পুষ্টিসমৃদ্ধ খাবার নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ।

★দিনে কয়েকবার চুল অাচড়ানো- যাতে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে- যা চুলের জন্য প্রয়োজন।

★ গোসলে দূষণমুক্ত (বিশেষভাবে অার্সেনিক, অায়রন, সীসামুক্ত) ভালো পানিতে মাথা ধোয়া। প্রয়োজনে গোসলে বাজার থেকে কেনা মিনারেল ওয়াটার ব্যবহার করা।

★ পর্যাপ্ত স্বাস্থ্যকর ঘুম (রাত ১০ টা থেকে ভোর ৫ টা!)
★ নিয়মিতভাবে কিছু এক্সারসাইজ করা,,
★ মাথা খুশকি, উকুন মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
★ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা ,,
দুশ্চিন্তা, স্ট্রেসের কারণে সমস্যাটা বাড়ে।

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::একজিমা:একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে ...
15/06/2021

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::

একজিমা:
একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে এবং লালচে হয় | খোঁচানোর ফলে ত্বক পুরু হয় ও কখনো কখনো উঠে যায় | এর ফলে ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে।

18/03/2021
পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের চিকিৎসা P- Shot এবং Shockwave therapy ...
18/03/2021

পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের চিকিৎসা P- Shot এবং Shockwave therapy । যা ইউরোপিয়ান এসোসিয়েসন অফ ইউরোলজি কতৃক অনুমোদিত সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা বাব্যস্থা।

সাক্ষাতে আছেন -
Dr. Fuad

বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন, ইনবক্স করুন আপনার নাম্বার আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

টাক সমস্যা নিয়ে জানুন
19/01/2021

টাক সমস্যা নিয়ে জানুন

Treatment করার আগের এবং ২ মাস পরের অবস্থা
02/01/2021

Treatment করার আগের এবং ২ মাস পরের অবস্থা

 #চুল_পড়ছে?চুল সৌন্দর্যের প্রতীক। সুস্থ মানুষের মাথায় গড়ে এক থেকে দেড় লাখ চুল থাকে। প্রতিদিন ১০০ থেকে ১৫০টা পর্যন্ত চুল ...
14/12/2020

#চুল_পড়ছে?
চুল সৌন্দর্যের প্রতীক। সুস্থ মানুষের মাথায় গড়ে এক থেকে দেড় লাখ চুল থাকে। প্রতিদিন ১০০ থেকে ১৫০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন। অন্তত পরপর তিন দিন। যদি দেখা যায় অস্বাভাবিকভাবে চুল পড়ছে তাহলে এটা একটা চিন্তার বিষয়।

#চুল পড়ার কারণ:
১) সাধারণত Androgenetic কারণে চুল পড়ে এবং এটি ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই দেখা যায়।
২) এছাড়া চুল পড়া বংশগত হতে পারে। অনেক পরিবারের এই বংশগত চুল পড়ার সমস্যা দেখা যায়।
৩) থাইরয়েডের সমস্যা,
৪) রক্তস্বল্পতা,
৫) মাথার তালুর রিং ওয়ার্ম বা দাদ,
৬) অনেক দিনের মানসিক দুশ্চিন্তার জন্য চুল পড়ে যেতে পারে।
৭) অনেক সময় কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় যেমন ক্যান্সারের কেমোথেরাপি সাময়িক ভাবে চুল পড়া বাড়িয়ে দিতে পারে। মেডিসিন নেয়া বন্ধ করলে তা নিজ থেকে ঠিক হয়ে যায়।
৮) আবার অনেক সময় খাবারে পুষ্টির অভাব ঘটলে চুল পড়া বেড়ে যায়। ডায়েটে প্রোটিনের অভাব হলে এবং কিছু কিছু মিনারেলস এবং ভিটামিনের ঘাটতি চুল পড়া বৃদ্ধি করে অনেক গুন।
৯) অনেক ক্ষেত্রে মেয়েদের সন্তান জন্মদানের পর কিছু হরমোনের কারণে
১০) মেনোপোজ বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার জন্য চুল পড়ে চুল পাতলা হয়ে যেতে পারে।

সবার একইরকম ভাবে চুল পড়ে না। কারো মাথার কিছু অংশে চুল গজায় না আবার কারো পুরো মাথার চুল কমে যেতে থাকে। এক এক জনের মধ্যে এক এক রকম চুল পড়ার সমস্যা দেখা যায়।

#চুল পড়া বন্ধ করার উপায়:
১) যদি পুস্টির অভাবে চুল পড়া শুরু হয় তবে আপনার খাদ্য তালিকার দিকে নজর দিন।
২) প্রোটিন সমৃদ্ধ খাবার খান বেশী করে।
৩) খাবারের সাথে কিছু ভিটামিন এবং মিনারেলস গ্রহণ করুন।
৪) পরিমিত পরিমাণে আয়রন আর জিঙ্ক চুল গজানোর জন্যে সহায়ক ভূমিকা পালন করে। মটরশুঁটি, বাদাম, কলিজা, মাংস, দুধে আপনার প্রয়োজনীয় জিংক আর আয়রন পাবেন। তাই এগুলো খাদ্য তালিকায় রাখুন।
৫) প্রচুর পানি পান করুন।

স্বাভাবিকের থেকে বেশি চুল পড়া অকাল টাক পড়ার স্বীকার হওয়ার একটি গুরুত্বপূর্ণ পূর্বলক্ষণ।
যদি চুল পড়ার হার অস্বাভাবিক হয়ে থাকে,দেরি না করে একজন স্কিন ডাক্তারের সাথে পরামর্শ করুন।

স্থায়ীভাবে Tattoo Remove....১ম সেশন চলছেচেম্বার : একতা বন্ধন হাসপাতাল             হাসপাতাল রোড, শেরপুর টাউন, শেরপুর।    ...
20/10/2020

স্থায়ীভাবে Tattoo Remove....১ম সেশন চলছে

চেম্বার : একতা বন্ধন হাসপাতাল
হাসপাতাল রোড, শেরপুর টাউন, শেরপুর।
(০১৭৬৩-৫০৮২৫৮)

Laser করার আগের এবং ১৪ দিন পরের অবস্থা।।।। চেম্বারঃ একতা-বন্ধন হাসপাতাল, শেরপুর সদর,শেরপুর। (০১৭৬৩-৫০৮২৫৮)
15/10/2020

Laser করার আগের এবং ১৪ দিন পরের অবস্থা।।।।

চেম্বারঃ একতা-বন্ধন হাসপাতাল, শেরপুর সদর,শেরপুর। (০১৭৬৩-৫০৮২৫৮)

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট)...
15/09/2020

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——

Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট) ---

এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে ।

FUE (Follicular Unit Extraction) পদ্ধতিতে মাথার পিছন ও সাইডপ্রতি ১০ টি চুল থেকে ১ টি করে চুল গোড়াসহ এনে (যাতে পিছনে ফাকা না হয় ) টাক জায়গায় স্কিন ফুটা করে ডুকিয়ে দিতে হয় ।এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে

এই পদ্ধতি আজকাল অধিক জনপ্রিয় কারণ এতে সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।

FUE (এফ ইউ ই)
————————————————————-
১)মাথার পিছন থেকে ০১ টি ০১ টি করে চুল তুলে আনা হয়
২)শুকাতে ০২ দিন লাগে
৩)মাথা সেভ (চুল কামাতে) হয়
৪) স্লো, ১০ ঘন্টায় ৩০০০ চুল লাগানো যায়
৫)০১ দিনে সর্বোচ্চ ৩০০০ চুল লাগানো সম্ভব
৬)ব্যয় বহুল
৭)সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।
৮)ছোট এরিয়ায় ট্রান্সপ্লান্টের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী।

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::একজিমা:একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে ...
27/08/2020

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::

একজিমা:
একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে এবং লালচে হয় | খোঁচানোর ফলে ত্বক পুরু হয় ও কখনো কখনো উঠে যায় | এর ফলে ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে।

প্রকারভেদ :
একজিমা কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন:

১)এটোপিক একজিমা (Atopic Eczema):- শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে যেমন-হাঁটুর পিছনে, কুনইয়ের সামনে, বুকে, মুখে এবং ঘাড়ে সেসব স্থান এটোপিক একজিমা দ্বারা আক্রান্ত হয় |

২)এলার্জিক কনট্যাক্ট একজিমা (Allergic Contact Eczema):- কোন পদার্থ বা বস্তু (Substances) থেকে যখন একজিমা দেখা দেয় | শরীরের যে অংশে এলার্জি হয় সেখানে লালচে দানা দেখা যায় | কিন্তু এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে পারে |

৩)ইরিট্যান্ট কনট্যাক্ট একজিমা (Irritant Contact Eczema) :- এটি এলার্জিক একজিমার মতই এবং সাধারণত ডিটারজেন্ট অথবা পরিষ্কার করার জন্য ব্যবহৃত দ্রব্যের ঘনঘন ব্যবহারের মাধ্যমে এই একজিমা দেখা দেয়।

ডাঃ জুলফিকার আল ফুয়াদ

চেম্বারঃ একতা-বন্ধন হাসপাতাল
হাসপাতাল রোড, শেরপুর।
যোগাযোগ : প্রতি বুধবার
০১৭৬৩-৫০৮২৫৮

প্রতিদিনের তকের যত্ন.......
11/08/2020

প্রতিদিনের তকের যত্ন.......

Ingrown nail------ইন গ্রোন নেইলইন গ্রোন নেইল এমন একটি অবস্থা, যেখানে নখের কোনা বা সাইড মাংসের ভিতর ডুকে যায় ।ফলে আক্রান্...
10/07/2020

Ingrown nail------ইন গ্রোন নেইল

ইন গ্রোন নেইল এমন একটি অবস্থা, যেখানে নখের কোনা বা সাইড মাংসের ভিতর ডুকে যায় ।

ফলে আক্রান্ত নখ টি
১/ লাল হয়ে যায়
২/ ফুলে যায়
৩/ মাঝারী থেকে তীব্র ব্যথা হয়
কখনো কখনো ইনফেকসন হয়ে পূঁজ হতে পারে ।

Ingrown nail------ইন গ্রোন নেইল এর কারণ---
১/ নখের সাথে শক্ত চাপ লাগে এমন জুতা পায়ে দেয়া
২/ খুব ছোট করে নখ কাটা
৩/ খুব বাঁকা করে নখ কাটা
৪/ নখে আঘাত পাওয়া
৫/ বাঁকা নখ

কমপ্লিকেসন/ জটিলতা---
১/ রোগীর যদি ডায়াবেটিস থাকে
২/ রোগীর পায়ের রক্ত নালীতে যদি রক্ত সঞ্চালন কম থাকে
৩/ রোগীর পায়ের নার্ভে যদি সমস্যা থাকে

সাধারন চিকিৎসা---
১/ হালকা গরম পানিতে পা ডুবিয়ে রাখতে হবে, দিনে ৩ বার, প্রতি বার ১৫ থেকে ২০ মিনিট করে
২/ আক্রান্ত নখের নীচে তূলা বা ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে
৩/ ঢিলে ঢালা, নরম জুতা পায়ে দিতে হবে
৪/ এন্টিবায়োটিক ক্রীম
৫/ পেইন কিলার

সুনির্দিষ্ট চিকিৎসা---
***সার্জারী
(অপারেশন)
১/ পার্সিয়াল নেইল এভালসন উইথ অর উইথ আউট পার্সিয়াল ম্যাট্রিয়েকটমি ( নখের শেকড় সহ নখের কিছু অংশ কেটে ফেলা )
২/ কমপ্লিট নেইল এভালসন, উইথ অর উইথ আউট ডিবাল্কিং অব সারেন্ডিং টিস্যু ( নখের শেকড় সহ সম্পূর্ণ নখ কেটে ফেলা )

06/06/2020

ডা. ফুয়াদ
এখন নিয়মিত চেম্বার এ বসা শুরু করছেন
চেম্বার: একতা- বন্ধন (প্রা:) হাসপাতাল, হাসপাতাল রোড, শেরপুর
যোগাযোগ : 01907088205

:::::::Beauty Peeling (তক ফর্সাকারী ট্রিটমেন্ট):::::::**** মেসতা ,তিল, কালো দাগ--------দূরীকরনে**** স্ট্রায়া বা ফাটা দাগ...
03/06/2020

:::::::Beauty Peeling (তক ফর্সাকারী ট্রিটমেন্ট):::::::

**** মেসতা ,তিল, কালো দাগ--------দূরীকরনে
**** স্ট্রায়া বা ফাটা দাগ ---------------দূরীকরনে
**** ব্রণের কালো দাগ এ ব্যবহৃত হয়
**** ত্বকের রং ফর্সাকারী হিসাবে ব্যবহৃত হয়।

কেমিকেল পিলিং
(কয়েক হাজার বছরের পরীক্ষিত ও ১৯৪০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত)
কেমিকেল পিলিং =====Best Brightening Treatment---- সৌন্দর্য্যের আদি রহস্য=======
(কয়েক হাজার বছরের পরীক্ষিত ও ১৯৪০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত)
১, এটি একটি লাগানোর ঔষধ; যা বিভিন্ন খাদ্য শস্য-ফল ও দুধের নির্যাস থেকে ইউরোপ ও আমেরিকার ঔষধ কারখানায় তৈরী হয়
২. এক্সপার্টরা (বিশেষ ট্রেনিং প্রাপ্ত) আক্রান্ত স্থানে লাগায়; এবং এই ঔষধ পুরাতন, অসুস্থ ত্বককে ফেলে দেয়
৩, প্রায় ব্যথামুক্ত, হালকা জ্বালা-পুড়া করতে পারে, সর্বোচ্চ ০২ মিনিট পর্যন্ত
৪, এতে প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয় তাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই
৫, প্রাচীন পদ্ধতির বৈজ্ঞানিক সংস্করন, যা গত ৭০ বৎসর যাবৎ সারা পৃথিবীতে এবং গত ১৫ বৎসর যাবৎ আমাদের দেশে ব্যবহৃত হয়ে আসছে।

02/05/2020

আজকে (২.৫.২০২০) এ ৩ স্লটে সর্বমোট ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে,যার মধ্যে ২০ জনের নমুনা COVID 19 পজিটিভ এসেছে।
এগুলার মধ্যে,
ময়মনসিংহ ৪ জন(২ জন নার্স,১ জন স্টাফ মমেকহা এর)
নেত্রকোনা ৯ জন(পূর্বধলা ৫ জন যার মধ্যে ১ জন ডাক্তার ,আটপাড়া ৩ জন,কলমাকান্দা ১জন)
জামালপুর ৭ জন(সদর-৩জন,ইসলামপুর ৩জন,দেওয়ানগঞ্জ ১ জন)

home
Stay safe

02/05/2020

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত-৫৫২ জন,মোট আক্রান্ত-৮৭৯০ জন,
মৃত্যু-৫ জন,মোট মৃত্যু-১৭৫ জন,সুস্থ-৩ জন,মোট সুস্থ-১৭৭ জন।
২.৫.২০২০

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::একজিমা:একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে ...
01/05/2020

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::

একজিমা:
একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে এবং লালচে হয় | খোঁচানোর ফলে ত্বক পুরু হয় ও কখনো কখনো উঠে যায় | এর ফলে ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে।

প্রকারভেদ :
একজিমা কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন:

১)এটোপিক একজিমা (Atopic Eczema):- শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে যেমন-হাঁটুর পিছনে, কুনইয়ের সামনে, বুকে, মুখে এবং ঘাড়ে সেসব স্থান এটোপিক একজিমা দ্বারা আক্রান্ত হয় |

২)এলার্জিক কনট্যাক্ট একজিমা (Allergic Contact Eczema):- কোন পদার্থ বা বস্তু (Substances) থেকে যখন একজিমা দেখা দেয় | শরীরের যে অংশে এলার্জি হয় সেখানে লালচে দানা দেখা যায় | কিন্তু এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে পারে |

৩)ইরিট্যান্ট কনট্যাক্ট একজিমা (Irritant Contact Eczema) :- এটি এলার্জিক একজিমার মতই এবং সাধারণত ডিটারজেন্ট অথবা পরিষ্কার করার জন্য ব্যবহৃত দ্রব্যের ঘনঘন ব্যবহারের মাধ্যমে এই একজিমা দেখা দেয়।

:::::::Beauty Peeling (তক ফর্সাকারী ট্রিটমেন্ট):::::::**** মেসতা ,তিল, কালো দাগ--------দূরীকরনে**** স্ট্রায়া বা ফাটা দাগ...
13/04/2020

:::::::Beauty Peeling (তক ফর্সাকারী ট্রিটমেন্ট):::::::

**** মেসতা ,তিল, কালো দাগ--------দূরীকরনে
**** স্ট্রায়া বা ফাটা দাগ---------- দূরীকরনে
**** ব্রণের কালো দাগ এ ব্যবহৃত হয়
**** ত্বকের রং ফর্সাকারী হিসাবে ব্যবহৃত হয়।

কেমিকেল পিলিং
(কয়েক হাজার বছরের পরীক্ষিত ও ১৯৪০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত)
কেমিকেল পিলিং =====Best Brightening Treatment---- সৌন্দর্য্যের আদি রহস্য=======
(কয়েক হাজার বছরের পরীক্ষিত ও ১৯৪০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত)
১, এটি একটি লাগানোর ঔষধ; যা বিভিন্ন খাদ্য শস্য-ফল ও দুধের নির্যাস থেকে ইউরোপ ও আমেরিকার ঔষধ কারখানায় তৈরী হয়
২. এক্সপার্টরা (বিশেষ ট্রেনিং প্রাপ্ত) আক্রান্ত স্থানে লাগায়; এবং এই ঔষধ পুরাতন, অসুস্থ ত্বককে ফেলে দেয়
৩, প্রায় ব্যথামুক্ত, হালকা জ্বালা-পুড়া করতে পারে, সর্বোচ্চ ০২ মিনিট পর্যন্ত
৪, এতে প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয় তাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই
৫, প্রাচীন পদ্ধতির বৈজ্ঞানিক সংস্করন, যা গত ৭০ বৎসর যাবৎ সারা পৃথিবীতে এবং গত ১৫ বৎসর যাবৎ আমাদের দেশে ব্যবহৃত হয়ে আসছে।

10/04/2020

আজ ময়মনসিংহ মেডিকেল এর মাইক্রোবায়োলজি ল্যাবে মোট COVID19 পরীক্ষা হয়েছে ৭৮ টি স্যাম্পল।এর মাঝে COVID19 পজিটিভ এসেছে ৪ টা।
নেত্রকোনা ২ জন
শেরপুর এর ১ জন,
এবং ময়মনসিংহ এর ফুলপুর এর ১ জন।.

Stat Home
Stay safe

তিল , মেসতা, ট্যাটু ও কালো দাগ দূরীকরনের স্থায়ী চিকিৎসা হল Laser ট্রীটমেন্ট,,,,,,,,,,,,,,
08/04/2020

তিল , মেসতা, ট্যাটু ও কালো দাগ দূরীকরনের স্থায়ী

চিকিৎসা হল Laser ট্রীটমেন্ট,,,,,,,,,,,,,,

জেনে নিন আপনার স্কিন টাইপ============================স্কিন টাইপ---১  --- পানসে সাদাটে ফর্সা ---(আমাদের দেশে এই স্কিন টাই...
07/04/2020

জেনে নিন আপনার স্কিন টাইপ
============================
স্কিন টাইপ---১ --- পানসে সাদাটে ফর্সা ---(আমাদের দেশে এই স্কিন টাইপের মানুষ নেই )
১/ লাল চুল
২/ নীল চোখ
৩/রোদে গেলে স্কিন কখনো তামাটে হয় না
৪/ রোদে গেলে সব সময়ই পুড়ে যায়
৫/ এলবিনো ও কিছু কিছু লাল চুলের মানুষ এই স্কিন টাইপের

স্কিন টাইপ---২ ----সাদাটে ফর্সা --- (আমাদের দেশে এই স্কিন টাইপের মানুষ নেই )
১/ ব্লন্ড চুল
২/ নীল/সবুজ চোখ
৩/রোদে গেলে স্কিন মাঝে মাঝে তামাটে হয়
৪/ রোদে গেলে স্কিন মাঝে মাঝে পুড়ে যায়
৫/ উত্তর ইউরোপের মানুষজন এই স্কিন টাইপের

স্কিন টাইপ---৩ -----হলদেটে ফর্সা ---- (আমাদের দেশের খুব ফর্সা দুই একজন মানুষের স্কিন এই টাইপের )
১/ বাদামী চুল
২/ বাদামী/ধূসর চোখ
৩/রোদে গেলে স্কিন প্রায় সব সময়ই তামাটে হয়
৪/ রোদে গেলে স্কিন কদাচিৎ পুড়ে যায়
৫/ ভূমধ্যসাগরীয় এলাকায় ও মধ্যে প্রাচ্যের দেশগুলোর মানুষজন এই স্কিন টাইপের

স্কিন টাইপ---৪ ----ব্রাউন ফর্সা --- (আমাদের দেশে সাধারন ফর্সা বলতে যা বুঝায়, তার স্কিন এই টাইপের )
১/ কালো চুল
২/ বাদামী/কালো চোখ
৩/রোদে গেলে স্কিন সব সময়ই তামাটে হয়
৪/ রোদে গেলে স্কিন কখনোই পুড়ে যায় না
৫/ চীন, জাপানের মানুষজন, ইন্ডিয়া ও পাকিস্তানের কিছু অঞ্চলের মানুষ এই স্কিন টাইপের

স্কিন টাইপ---৫ ---- ডিপ ব্রাউন কালার --- (আমাদের দেশে সাধারন কালো বলতে যা বুঝায়, তার স্কিন এই টাইপের )

১/ কালো চুল
২/ কালো চোখ
৩/রোদে গেলে স্কিন সব সময়ই তামাটে হয়
৪/ রোদে গেলে স্কিন কখনোই পুড়ে যায় না

স্কিন টাইপ---৬ ---- কালো --- (আফ্রিকান নিগ্রোরা এই স্কিন টাইপের )

১/ কালো কুকরানো চুল
২/ কালো চোখ
৩/রোদে গেলে স্কিন সব সময়ই তামাটে হয়
৪/ রোদে গেলে স্কিন কখনোই পুড়ে যায় না

ব্রন হল Young Age  এর একটি কমন সমস্যা,,,,,,,,ব্রন ভাল হওয়ার পরে যে সমস্যা দেখা দেয় তা হল ব্রনের গর্ত,,,,,,,,,,,ব্রণ এর গ...
07/04/2020

ব্রন হল Young Age এর একটি কমন সমস্যা,,,,,,,,ব্রন ভাল হওয়ার পরে যে সমস্যা দেখা দেয় তা হল ব্রনের গর্ত,,,,,,,,,,,

ব্রণ এর গর্তের চিকিৎসা
১) Micro Needling/Derma -pen Therapy ---

৩০ থেকে ৬০ দিন পর পর কয়েক বার করতে হবে

২) Radio Frequency Fractional Micro Needling Therapy ----

৩০ থেকে ৬০ দিন পর পর করতে হবে

৩) Fractinal CO2 Laser Therapy--

৩০ থেকে ৬০ দিন পর পর করতে হবে

৪) PRP Therapy

৩০ থেকে ৬০ দিন পর পর করতে হবে

৫) Deremabrasion Therapy

৩০ থেকে ৬০ দিন পর পর করতে হবে

06/04/2020

বাংলাদেশে মোট ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হচ্ছে।

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
📷যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
📷যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
📷যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
📷যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
📷যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
📷যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
📷যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
📷যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
📷যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
📷যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
📷যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
📷যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
📷যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
📷যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
📷যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
📷যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
📷01866-637482

(কপি পোস্ট )

Address

একতা-বন্ধন(প্রাঃ) হাসপাতাল, জেলা হাসপাতাল রোড, শেরপুর টাউন, শেরপুর।

Telephone

+8801302509832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share