Dr. Md. Ismail Chowdhury

Dr. Md. Ismail Chowdhury Dr. Md. Ismail Chowdhury
BHMS-DU-43(studying)
DHMS-35533
DMF- D12158
BA-NU, MSS- NU.
{08-10}

কিছু বিভ্রান্তি ও বাস্তবতাসম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ...
27/06/2025

কিছু বিভ্রান্তি ও বাস্তবতা

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

বিষয়টি এমন দাঁড়িয়েছে, যেন এক চোর জুতা চুরি করল, অথচ মসজিদের সকল মুসল্লিকেই চোর বলা হচ্ছে। চোর হয়তো মুসল্লির বেশে মসজিদে গিয়েছিল। কিন্তু তাই বলে পুরো মুসল্লি সমাজকে দোষারোপ করা কতটা যুক্তিসঙ্গত? এভাবে চিন্তা করলে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যা যার যার প্রেক্ষাপটে মিলিয়ে দেখা যেতে পারে।

একজনের ভুলের কারণে পুরো একটি চিকিৎসা পদ্ধতির সম্মানহানি করা এক ধরনের তথ্যসন্ত্রাস ও অন্যায়। এটি যেমন বিভ্রান্তিকর, তেমনি অমানবিকও।

আমরা সবসময়ই বলি—চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভুয়া ও অপচিকিৎসকের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটি অত্যন্ত দুঃখজনক। এজন্য যেমন সরকারের ও প্রশাসনের দায়িত্ব আছে, তেমনি আমাদের সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে।

চিকিৎসা গ্রহণের আগে আমরা যেন নিশ্চিত হই—চিকিৎসক রেজিস্টার্ড কিনা, তার নৈতিকতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ কেমন। কারণ একজন প্রকৃত, রেজিস্টার্ড এবং নৈতিক হোমিওপ্যাথ চিকিৎসক কখনোই লোভে পড়ে অপচিকিৎসা করবেন না। ইনশাআল্লাহ, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

সর্বোপরি, একজন চিকিৎসকের (!) জন্য সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা অন্যায্য ও অগ্রহণযোগ্য। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন—এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এমন অনেক নজির আছে যেখানে গতানুগতিক চিকিৎসায় সুরাহা না পেয়ে শেষমেশ হোমিওপ্যাথিতেই রোগী আরোগ্য লাভ করেছেন।

সংযুক্ত ছবিটি একটি প্রাসঙ্গিক উদাহরণমাত্র। এরকম শত শত বাস্তব ঘটনা আমাদের চারপাশেই বিদ্যমান। বরং স্কিন ডিজিজেই হোমিওপ্যাথি সবচেয়ে বেশি সফল।

সবার সুস্বাস্থ্য কামনা করছি।

Collect from Sujan Ahmed

১ম পেশাগত বি.এইচ.এম.এস.-২০২৩ এর সময় সুচি...।
15/06/2025

১ম পেশাগত বি.এইচ.এম.এস.-২০২৩ এর সময় সুচি...।

11/04/2025

নোটিশঃ অত্র কলেজ ও হাসপাতালের শিক্ষক , চিকিৎসা কর্মকর্তা - কর্মচারী এবং সকল বিভাগ ও বর্ষের ছাত্র- ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে , ফিলিস্তিনের নিরীহ জনসাধারণের উপর ফ্যাসিস্ট ইসরাইলের বর্বরতা ও গণহত্যার নিন্দা ও প্রতিবাদে ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় কলেজের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হবে । উক্ত মানব বন্ধনে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে ।

20/03/2025

আসসালামু আলাইকুম।
আপনাদের ছোট সোনামণির সুন্দর ভবিষ্যৎ এর কথা প্রাধান্য দিয়ে আমরা নিয়ে আসলাম
স্বল্প খরচে সর্বাধুনিক পদ্ধতিতে সুন্নাতে খৎনা, যা সম্পূর্ণ শরীয়াহ্সম্মত ও বিজ্ঞানসম্মত।
আপনার সন্তানের নিরাপত্তা ও সুন্দর খৎনা সম্পন্ন করা আমাদের অঙ্গীকার।
এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা খৎনা করানো হয়।

যোগাযোগ:
চৌধুরী ফার্মেসী
বলড়া, হরিরামপুর, মানিকগঞ্জ।
০১৭৩১৫৪১১৯২
০১৭২৩৬৪৯৮৫১

12/03/2025
ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জিপি রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধ...
25/01/2025

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জিপি রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. জিপি গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”

সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

Address

Balora, Harirampur
Manikganj
1830

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 13:00
16:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801723649851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ismail Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ismail Chowdhury:

Share

Category