
24/06/2025
আলহামদুলিল্লাহ।
প্রফেশনাল পোস্ট :
#৪৩ বছর বয়সী স্কুল শিক্ষিকা (ঘানিয়ান)। গর্ভে পাঁচ মাসের বাচ্চা সহ
কণ্ঠস্বর ভাঙ্গা, খেতে গেলে গলায় প্রচন্ড ব্যথা অনুভব করা এবং প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে........ জরুরী বিভাগে আসেন আজ থেকে তিন বছর পূর্বে। তখন জরুরী ভিত্তিতে Tracheostomy করে এবং বায়োপসি স্যাম্পল নিয়ে সিমটোমাটিক চিকিৎসা দেওয়া হয়েছিল।
আমি এদেশে এসে As a Resident Fellow হিসেবে রোগীটাকে এদেশের National Radiotherapy oncology & Nuclear Medicine Dept. এ দেখার সুযোগ পাই।
বায়োপসি রিপোর্টে সহ অন্যান্য স্ক্যানের মাধ্যমে : SCC (Squamous Cell Carcinoma - Pharynx Which is Throat, Bilateral Thyroid, Laryngeal area with Cervical Lymphnodes both Rt & Lt Level
I, II, III, IV ) ডায়াগনোসিস হয়।
আলহামদুলিল্লাহ আজ টানা ১৮ ঘন্টা অস্ত্রোপচার করে সকলে বিধ্বস্ত প্রায়।
আল্লাহর অশেষ মেহেরবানীতে রোগী যেন দ্রুত সুস্থতা অর্জন করেন সেই দোয়ার আহ্বান রইল আপনাদের প্রতি।