Ruqyah Service Sylhet

Ruqyah Service Sylhet বদনজর, জিনের সমস্যা, জাদু, শারীরিক ও মানসিক নানাবিদ সমস্যার শরয়ি রুকইয়াহ করা হয়।

ঢাকা সফরে যাচ্ছি দুই দিনের জন্য। সিলেটে এপয়েন্টমেন্ট নেয়া পেশেন্টদের শনিবার থেকে আবার রুকইয়াহ করব ইনশাআল্লাহ। ফী আমানিল্...
13/08/2025

ঢাকা সফরে যাচ্ছি দুই দিনের জন্য। সিলেটে এপয়েন্টমেন্ট নেয়া পেশেন্টদের শনিবার থেকে আবার রুকইয়াহ করব ইনশাআল্লাহ।

ফী আমানিল্লাহ

উদ্ধারকৃত কিছু কুফরী তাবিজ। এই তাবিজ পেশেন্টদেরকে সুস্থতার জন্য দেয়া হয়েছিল। অথচ মানুষ জানেই না তাকে কি দিয়ে তাবিজ লিখে ...
12/08/2025

উদ্ধারকৃত কিছু কুফরী তাবিজ। এই তাবিজ পেশেন্টদেরকে সুস্থতার জন্য দেয়া হয়েছিল।

অথচ মানুষ জানেই না তাকে কি দিয়ে তাবিজ লিখে দেয়া হয়েছে। দেখুন কী ভয়াবহ অবস্থা!

09/08/2025

অসুস্থতা, পেরেশানি এবং দারিদ্র্য দূর করার দুয়াঃ

সাইয়্যিদুনা আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন , একবার তিনি নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে এমনভাবে বের হলেন যে, তাঁর হাত নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে ছিল। তিনি এমন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি বিচলিত এবং চিন্তিত ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ‘কিসে তোমাকে এই অবস্থায় এনেছে?’

লোকটি বলল, ‘অসুস্থতা ও দারিদ্র্য আমার এ অবস্থা করেছে।’ তিনি বললেন, ‘আমি তোমাকে কয়েকটি বাক্য বলব। এগুলো পাঠ করলে তোমার অসুস্থতা ও দারিদ্র্য দূর হয়ে যাবে।

বাক্যগুলো হলোঃ

تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا ، وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ ،

وَلَمْ يَكُنْ لَهُ وَلِيُّ مِنَ الذُّلِّ ، وَكَبِّرْهُ تَكْبِيرًا

[ ইবনুস সুন্নি- ৫৪৬, মাজমাউজ জাওয়াইদ- ৭/৫২ ] সংগৃহীত।

08/08/2025

ইবলিস : আপনার সম্মান ও ইজ্জতের শপথ করে বলছি হে আল্লাহ! যতক্ষণ বনী আদমের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব।

মহামহিম আল্লাহ : আমি আমার সম্মান-প্রতিপত্তির শপথ করে বলছি! যতক্ষণ বনী আদম আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি তাদেরকে ক্ষমা করতে থাকব।

[মুসনাদে আহমাদ : ৩/২৯, মুস্তাদরাক হাকেম : ৪/২৬১]

Jakaria Masud ভাই

06/08/2025

.
নিশ্চয় কঠিন অবস্থার পরে সহজ অবস্থা আসে এবং সংকীর্ণতার পরে প্রশস্ততা আসে।

05/08/2025

কি কি লক্ষণ থাকলে রুকইয়াহ প্রয়োজন হতে পারে?

১. হঠাৎ করে রিজিকে বন্ধ হয়ে যাওয়া।
২. স্বপ্নে সাপ, কুকুর, ছায়া দেখা।
৩. বিয়ের প্রস্তাব এলে বাতিল হয়ে যাওয়া।
৪. অকারণে ভয়, কান্না, একাকিত্ব।
৫. ডাক্তারি চিকিৎসায় কাজ না হওয়া।
৬. হঠাৎ সংসারে অশান্তি তৈরী হওয়া।
৭. স্বামী-স্ত্রীর মধ্যে বিনা কারণে ঘৃণা তৈরী হওয়া।

Saeed Amin Milad
Founder & Senior Raqi
Ruqyah Service Sylhet.

05/08/2025

গর্ভপাত বা সন্তান না হওয়ার জাদুর কমন কিছু লক্ষণ:
১. পিঠের নিচের অংশ এবং পেটের নিচের অংশে ব্যথা হওয়া।

২. পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়া।

৩. মাসিকের সময় মাথা ঘুরানো এবং বমি হওয়া বা বমি ভাব হওয়া।

এগুলোর সাথে জিন ও জাদুর কমন কিছু লক্ষণও মিলে যাবে।

Saeed Amin Milad
Founder & Senior Raqi
Ruqyah Service Sylhet
Contact : 01731349536

05/08/2025

জিন-জাদুর কারণে এমন অনেক বড় বড় রোগ সৃষ্টি হতে পারে- যা দীর্ঘদিন ধরে মেডিক্যালি চিকিৎসা করেও ভালো হয় না।

04/08/2025

যাদুর মাধ্যমে বিচ্ছেদ ঘটানোর প্রকারভেদ :

❶ মা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো।
❷ পিতা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো।
❸ দুই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট করে দেওয়া।
❹ বন্ধুদের মাঝে দুশমনি সৃষ্টি করা।
❺ ব্যবসায়িক শরীকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও সম্পর্কচ্ছেদ ঘটানো।
❻ স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো – এটি সবচেয়ে ভয়ানক ও ব্যাপকভাবে প্রচলিত যাদুর ধরন।

বিচ্ছেদের যাদুর আলামতসমূহ:

➤ হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় রূপ নেওয়া।
➤ একে অপরের প্রতি সন্দেহের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়া।
➤ কেউ কাউকে ক্ষমা করতে না পারা, মন থেকে ভুল মাফ না হওয়া।
➤ তুচ্ছ বিষয় নিয়েও বড় ধরনের মতবিরোধ দেখা দেওয়া।
➤ স্বামীর কাছে স্ত্রীকে আর আকর্ষণীয় মনে না হওয়া এবং স্ত্রীর চোখে স্বামী নিকৃষ্ট হয়ে যাওয়া।
➤ যাদুগ্রস্ত ব্যক্তি অন্য পক্ষের প্রতিটি কাজেই খুঁত খোঁজা ও অপছন্দ করা।
➤ যাদুগ্রস্ত ব্যক্তি অন্য পক্ষের উপস্থিতি সহ্য করতে না পারা — যেমন: স্বামী বাইরে ভালো থাকলেও ঘরে ঢুকলেই অশান্তি লাগা।

📚 তাফসীর ইবনে কাসীর (১/১৪৪) অনুযায়ী।
(সংকলন: ওয়াহীদ বিন আব্দুস সালাম বালী)

“যাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নতার ফলে একজন অপরজনকে সন্দেহের চোখে দেখে, কুদৃষ্টিতে দেখে, এমনকি ঘৃণার মতো অনুভবও করে।”

🔁 শেয়ার করুন — এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন সবাই জানতে পারে এবং আত্মরক্ষা করতে পারে ইনশাআল্লাহ।

📞 সরাসরি রুকইয়াহ করতে যোগাযোগ করুন:
☎️ +88 01731349536 (হোয়াটসঅ্যাপ)

02/08/2025

বিচ্ছেদের যাদু ধংস করার সময় রোগীর শরীরে থাকা যাদুর খাদেম শয়তানের চিৎকার.... লা তাফুক্কু লা তাফুক্কু বলে চিৎকার করছে (অর্থাৎ যাদু ধংস/মুক্ত করো না- বলে চিৎকার করছে)

আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাহর কাছে আশা রাখি তিনি আমাদের জীন যাদুগ্রস্থ ভাই বোনদেরকে পরিপূর্ন সুস্থ করবেন।

01/08/2025

আগামীকাল পুরো দিন "মৌলভীবাজার আন নুর রুকইয়াহ সেন্টারে" সময় দিব ইনশাআল্লাহ।

01/08/2025

যখন কোন মেয়ের উপর সংসার ভেঙে দেওয়ার জন্য যাদু করা হয় তখন তার মাঝে কিছু পরিবর্তন দেখা যায়।

১} রোগী শ্বশুরবাড়িতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া, সারাদিন অশান্তি-অস্থিরতার মাঝে দিন পার করা, বাসা থেকে বের হয়ে গেলেই মন প্রশান্ত হবে এমন অনুভব করা ইত্যাদি।
যখন শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে যা অন্য কোন জায়গায় থাকলে হয় না তখন বুঝবেন যে আপনাকে এই বাসা থেকে বের করার জন্যই যাদু করা হয়েছে। তাই যাদু ও যাদুর জিন চতুর্দিক থেকে আপনাকে কষ্ট দিচ্ছে যাতে করে আপনি এই বাসা থেকে বের হয়ে যান।

২} সন্তানদের সহ্য হয় না, কোন কারণ ছাড়াই তাদের বিরক্ত লাগে। মারাত্মকভাবে আ*ঘাত করতে ইচ্ছে করে। ইত্যাদি।

বাস্তবতা হল অনেক সময় অনেক মা সংসার নষ্টের যাদুতে আক্রান্ত হওয়ার কারণে বাচ্চার উপরে অমানবিক নির্যা*ত*ন করে থাকে।

কেউ দিনের পর দিন বাচ্চাদের স্বাভাবিক দুষ্টমি এর কারণে ও অস্বাভাবিক আ*ঘাত করা হয়। অনেকে তো জিদের বর্ষে মে*রে ফেলার চেষ্টাও করে। কিন্তু মা বা তার পরিবার নিজেরাও জানেন না সে কেন তার বাচ্চার সাথে এমন আচরণ করে।

৩} হাসবেন্ডের সাথে অকারনেই খারাপ ব্যবহার করা। বিশেষ করে সামান্য বিষয় নিয়েও ঝগড়া লেগেই থাকে অথবা যেসব বিষয় মানিয়ে নেয়ার মত সেসব বিষয়কে কেন্দ্র করেও অনেক খারাপ কিছু হয়ে যায় ইত্যাদি। অনেক সময় তো কিছু কিছু ব্যক্তির কথা ও আচরণ দেখলে মনে হয় ঝগড়া করা বা বিশৃংখলা তৈরি করা তার জন্য অক্সিজেনের মতো যা ব্যতীত তার বেঁচে থাকা সম্ভব না।

খাবার না খেয়ে দুই দিন উপোস থাকলেও ক্ষুধার জ্বালা মানিয়ে নিতে পারবে কিন্তু স্বামীর সাথে ঝগড়া না করে থাকা কোনভাবেই সম্ভব না।

৪} অশ্লীল চিন্তাভাবনা ও কাজের প্রতি আগ্রহী হয়ে যাওয়া। কারো কারো ক্ষেত্রে স্বপ্নের মাঝে আবার কারো ক্ষেত্রে বাস্তবেই ঘটে থাকে। এক কথায় বলতে গেলে শারীরিক চাহিদা মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া যা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না।
তারপর শরীরে থাকা শাইতন তার চাহিদাকে পুজি করে বিভিন্ন হারাম ও অপকর্মে লিপ্ত করায়। এসব কারণেই অধিকাংশ রোগী অন্য সবার তুলনায় বাথরুমে অধিক সময় অতিবাহিত করে। একাকী কোন আবদ্ধ রুমে...... ব্লা ব্লা ব্লা

৫} রাগান্বিত হলে পাগলের মত আচরণ করা, ভাঙচুর করা, নিজেকে আঘাত করা, উপযুক্ত কারণ ব্যতীতই তালাক চাওয়া। ইত্যাদি

এরকম আরো অনেক সমস্যা হয়ে থাকে যাদুতে আক্রান্ত হওয়ার পরে। তবে আপনাদের বোঝার সুবিধার্থে সংক্ষেপে কয়েকটি জিনিস উল্লেখ করলাম।

বেশি বেশি শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন।
সংগৃহীত।।

Address

Sylhet

Telephone

+8801731349536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Service Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Service Sylhet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram