Dohazari National Hospital & Diagnostic Center

  • Home
  • Dohazari National Hospital & Diagnostic Center

Dohazari National Hospital & Diagnostic Center দক্ষিণ চট্টগ্রামের জন্য আধুনিক হসপিটাল
দোহাজারী ন্যাশনাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

01/09/2025

OCD মানে হলো Obsessive-Compulsive Disorder। এটা একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।

OCD এর মূল বৈশিষ্ট্যঃ

1. Obsessions (অবসেশন বা জবরদস্তি চিন্তা)

বারবার অযাচিত ও বিরক্তিকর চিন্তা, ছবি বা ভয় মাথায় আসতে থাকে।

যেমনঃ জীবাণু বা ময়লা লেগে যাবে এই ভয়, কারও ক্ষতি হয়ে যাবে এই চিন্তা, বারবার সন্দেহ হওয়া ইত্যাদি।

2. Compulsions (কমপালশন বা বাধ্যতামূলক কাজ)

এই চিন্তার চাপ কমাতে কিছু কাজ বারবার করতে হয়।

যেমনঃ বারবার হাত ধোয়া, দরজা/তালা চেক করা, নির্দিষ্টভাবে জিনিস সাজানো, কোনো কাজ নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী করা ইত্যাদি।

রোগীদের মধ্যে সাধারণ লক্ষণ

অতিরিক্ত হাত ধোয়া বা পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি অস্বাভাবিক আসক্তি।

বারবার দরজা, চাবি, গ্যাস চুলা চেক করা।

মনে মনে প্রার্থনা বা গণনা করতে থাকা।

জিনিসগুলো নিখুঁতভাবে সাজানো।

#কারণ

মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য (বিশেষত serotonin) এর সমস্যা

বংশগত প্রভাব

মানসিক চাপ বা ট্রমা

#চিকিৎসা

Cognitive Behavioral Therapy (CBT), বিশেষ করে Exposure and Response Prevention (ERP) খুব কার্যকর।

ডাক্তারে পরামর্শ অনুযায়ী ওষুধ (SSRI ধরনের এন্টি-ডিপ্রেসেন্ট) প্রয়োজনে দেওয়া হয়।

জীবনযাত্রায় পরিবর্তন, পরিবার ও বন্ধুদের সমর্থন খুব গুরুত্বপূর্ণ।

সহজভাবে বললে, OCD হলো একধরনের মানসিক সমস্যা যেখানে মানুষ অবাঞ্ছিত চিন্তা (obsession) থেকে মুক্তি পেতে বাধ্যতামূলক কাজ (compulsion) বারবার করে।

24/08/2025

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)

মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)

---

🔹 চোখের সমস্যা

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)

---

🔹 কান, নাক ও গলার সমস্যা

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)

---

🔹 দাঁত ও মুখের সমস্যা

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)

---

🔹 হৃদরোগ ও রক্তচাপ

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)

হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

---

🔹 শ্বাসকষ্ট / ফুসফুস

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)

---

🔹 পেট ও হজমের সমস্যা

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)

---

🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)

অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

---

🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড

কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)

---

🔹 ত্বক ও যৌন রোগ

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)

---

🔹 নারী রোগ

মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)

---

🔹 শিশু রোগ

শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)

---

🔹 মানসিক রোগ

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

---

🔹 সাধারণ অসুখ

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)

জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

দোহাজারী ন্যাশনাল হসপিটাল

চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি একটি দায়িত্ব।
12/07/2025

চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি একটি দায়িত্ব।

06/06/2025
নিয়োগ বিজ্ঞপ্তি
25/05/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

চিকিৎসা, সেবা ও পরিচর্যায় নিয়োজিত প্রতিটি হাসপাতালকর্মীই মানবতার রক্ষাকবচ। আপনাদের নিঃস্বার্থ পরিশ্রমেই বেঁচে থাকে জীবন।...
01/05/2025

চিকিৎসা, সেবা ও পরিচর্যায় নিয়োজিত প্রতিটি হাসপাতালকর্মীই মানবতার রক্ষাকবচ। আপনাদের নিঃস্বার্থ পরিশ্রমেই বেঁচে থাকে জীবন। শ্রমিক দিবসে আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করবে। এবারের ...
07/04/2025

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।

১৯৪৮ সালের ৭ এপ্রিল এ সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।

ঈদুল ফিতরের শুভেচ্ছা
30/03/2025

ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিশ্ব কিডনি দিবস আজ। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এই বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘আপনার ...
13/03/2025

বিশ্ব কিডনি দিবস আজ। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এই বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন’।

কিডনি রোগের লক্ষণ:

কিডনি রোগের লক্ষণ শুরুতে খুব স্পষ্ট নাও হতে পারে, তবে কিছু সাধারণ লক্ষণ হলো—
1. বারবার প্রস্রাব হওয়া বা প্রস্রাবে পরিবর্তন – কমে যাওয়া বা বেড়ে যাওয়া
2. প্রস্রাবে ফেনা বা রক্ত – কিডনির কার্যকারিতা কমে গেলে
3. শরীর ও মুখমণ্ডল ফুলে যাওয়া – কিডনি পানি ধরে রাখলে
4. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা – শরীরে টক্সিন জমলে
5. পিঠের নিচের দিকে বা কোমরে ব্যথা – কিডনিতে পাথর বা সংক্রমণ হলে
6. ক্ষুধামন্দা ও বমিভাব – শরীরের বর্জ্য যথাযথভাবে বের না হলে
7. ত্বকের শুষ্কতা ও চুলকানি – কিডনির কার্যকারিতা কমে গেলে
8. রক্তচাপ বৃদ্ধি – কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে না পারলে
9. শ্বাসকষ্ট – শরীরে অতিরিক্ত তরল জমে গেলে

প্রতিকার ও প্রতিরোধ:

কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য কিছু কার্যকর উপায়—
1. পর্যাপ্ত পানি পান করুন – প্রতিদিন ২-৩ লিটার পানি পান করুন
2. কম লবণ ও প্রোটিনযুক্ত খাবার খান – লবণ কম খেলে কিডনির ওপর চাপ কম পড়ে
3. রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন – কিডনি রোগের প্রধান কারণ
4. পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন – কিডনির সুস্থতা বজায় রাখে
5. অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন – কিডনির ক্ষতি কমাতে
6. অতিরিক্ত ওষুধ সেবন করবেন না – বিশেষ করে ব্যথানাশক ওষুধ
7. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন – বিশেষ করে কিডনি ফাংশন টেস্ট (ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইত্যাদি)

কিডনি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

ভাষা দিবস অমর হোক
20/02/2025

ভাষা দিবস অমর হোক

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dohazari National Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram