
09/07/2025
সদকা কেমন পাওয়ারফুল শোনেন
হযরত দাউদ আঃ এর জামানায় হযরত আজরাইল আঃ প্রতিদিন দাউদ আঃ এর সাথে দেখা করতে আসতেন।।প্রতিদিনের ন্যায় একদিন দাউদ আঃ এক মজলিসে বসে আছেন ঐ জায়গায় আজরাইল আঃ চলে আসলেন।দাউদ আঃ জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে এমনি সাক্ষাৎ করতে এসেছো নাকি আমার রুহ কবজ করতে এসেছো আজরাইল আঃ বললেন এমনি দেখা করতে এসেছি।।এরপর আজরাইল আঃ দাউদ আঃ এর পাশে বসে ঐ মজলিসের একটি যুবক ছেলেকে লক্ষ্য করে বললেন ঐ যে যুবক দেখতে পারছেন আর কিছুক্ষণ পর আমি তার রুহ কবজ করে নিয়ে যাব আর মাত্র কয়েক মিনিট তার হায়াৎ রয়েছে।অতঃপর মজলিস শেষে সবাই যখন চলে যাচ্ছে ঐ যুবক ও চলে যাওয়ার জন্য বের হলো বের হতেই এক ভিক্ষুক যুবকের সামনে এসে বলছে ও যুবক আল্লাহর ওয়াস্তে আমায় কিছু দান করো।তখন ঐ যুবক কিছু না ভেবেই পকেটে হাত ঢুকালো যা ছিলো পকেটে তা আর না দেখেই বের করে ভিক্ষুকের হাতে দিয়ে দিলো ভিক্ষুক তখন দোয়া করলো আল্লাহ তা'লা তোমার হায়াতে যেন বরকত দেন।।ঠিক ঐ মুহুর্তে আজরাইল আঃ জান কবজের জন্য হাত বাড়ালেন সঙ্গে সঙ্গে আল্লাহ তা'লা হুকুম করলেন ফিরে যাওয়ার জন্য আজরাইল আঃ ফিরে গেলেন।পরের দিন আবার যখন দাউদ আঃ মজলিসে বসে আছেন ঐ ছেলেটিও বসা তখন আজরাইল আঃ আসলেন দাউদ আঃ বললেন তুমি কালকে বলেছিলে ঐ যুবকের জান কবজ করে নিয়ে যাবে তবে নাওনি কেনো আজরাইল আঃ বললেন এই প্রশ্ন আমি আল্লাহ তা'লার কাছেও করেছিলাম হুকুম দিয়ে পাঠিয়ে আবার ফিরিয়ে নিলেন কেনো??আল্লাহ তা'লা আমাকে বলেছেন ঐ যুবক যখন আল্লাহকে খুশি করতে সদকা করেছিলো তখন ঐ ভিক্ষুক দোয়া করেছিলো আল্লাহ তা'লা যেনো তার হায়াতে বরকত দেন তখন ঐ দোয়া আল্লাহ তা'লা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন।আর আল্লাহ তা'লা একের বদলে ১০গুন দেন ঐ যুবক তার পকেটে থাকা ছয় দিরহাম দান করে দিয়েছিলো তাই আল্লাহ রাব্বুল আলামিন ঐ যুবকের হায়াৎ ষাট বছর বৃদ্ধি করে দিয়েছেন।।
সুতরাং সদকা করুন হাদিসে এসেছে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তা'লা বলেন তারা খারাপ-ভালো দুই অবস্থায় আল্লাহর রাস্তায় সদকা দেয়
আল্লাহ তা'লা আমাদের ও সদকা দেয়ার তাওফিক যেন দান করেন।।আমিন
কপিয়েড