AZ Corner

AZ Corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AZ Corner, Food consultant, Bhairab Town.

31/10/2025

#শুট‌কিরবড়া #বড়া #টেষ্টি #শুটকি #ইয়াম্মী #মজাখাবার #ফেভারিটডিশ

সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত। দোয়া করবেন সেই নিয়ামতের ফলে যেন আমি মানুষ...
17/10/2025

সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত। দোয়া করবেন সেই নিয়ামতের ফলে যেন আমি মানুষের কাছে অথেন্টিক স্বাদ পৌঁছে দিতে পারি। আমার আজকের ডেলিভারি।

আলহামদুলিল্লাহ আবার‌ও ৯মবারের রিপিট কাস্টমারের কাজ। অনলাইন কিংবা অফলাইনে রিপিট কাস্টমার তৈরী সত্যিই অনেক সাফল্যের কাজ। আ...
15/10/2025

আলহামদুলিল্লাহ আবার‌ও ৯মবারের রিপিট কাস্টমারের কাজ। অনলাইন কিংবা অফলাইনে রিপিট কাস্টমার তৈরী সত্যিই অনেক সাফল্যের কাজ। আর এই সাফল্যের পিছনে থাকতে হয় শতভাগ স্বচ্ছতা ও নিরলস পরিশ্রম।

শুভ সকাল গতকালের ডেলিভারি ২ পাউন্ড ভ্যানিলা।
11/09/2025

শুভ সকাল গতকালের ডেলিভারি ২ পাউন্ড ভ্যানিলা।

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নাম...
02/09/2025

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে।

পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে।

অথচ যৌবনে এতে ছিলো বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না।

বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তখন তারা চিন্তা করে বৌ কে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে।পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই।

যৌবন থাকতে বউকে বলে আমার কোন কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার। বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌

এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁ'দতে হয়েছে।

তাই সময় থাকতে নিজের বৌকে ভালোবাসুন। হ্যাঁ নিজের 😜
লাড্ডু মনে ধরলে নিতে পারেন গ্যারান্টি দিচ্ছি ১০০% ফ্রেশ ও সুস্বাদু একবার খাইলে আবার নিবেন।

হোমমেড কেকত অনেক খেয়েছেন এবার চলুন একটু টেষ্ট চেইঞ্জ করি। হোমমেড মতিচুর লাড্ডু নিয়ে হাজির হলাম AZ Corner  থেকে। আলহামদ...
29/08/2025

হোমমেড কেকত অনেক খেয়েছেন এবার চলুন একটু টেষ্ট চেইঞ্জ করি। হোমমেড মতিচুর লাড্ডু নিয়ে হাজির হলাম AZ Corner থেকে। আলহামদুলিল্লাহ আমার গতকালকের ডেলিভারিতে ছিল ৩ কেজি লাড্ডু এবং ৫ পাউন্ডের একটি অরেঞ্জ বক্স কেক । সুস্বাদু এবং ফ্রেশ ঘিয়ের মতিচুর লাড্ডু নিতে চাইলে দ্রুত নক করুন।

ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথব...
14/07/2025

ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

Address

Bhairab Town

Alerts

Be the first to know and let us send you an email when AZ Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram