 
                                                                                                    15/04/2025
                                            রক্তে রাঙা সূর্য ওঠে গাজার আকাশে,
শিশুর কান্না ডুবে যায় গুলির আওয়াজে।
ধ্বংসস্তূপে খেলে এখনও সাহসী এক প্রাণ,
ফিলিস্তিন বলে—আমার হৃদয় নেই পরাজয় মান!
বোমা ঝরে, কাঁদে মা—তবুও মুখে আল্লাহ্র নাম,
তৌহিদের পতাকা ওড়ে, জ্বলেও না তাদের ঘাম।
শহীদদের রক্তে লেখা স্বাধীনতার গল্প,
ওরা জানে, সবরেই আছে জয়ের রত্নতল্প।
বাংলার হৃদয় কাঁদে সেই নিষ্পাপ মুখে,
আমরা বলি—ওরা একা নয়, আছি আমরা বুকে।
তোমার মুক্তিই হোক এই দুনিয়ার মান,
ফিলিস্তিন তুমি, এক ইমানের নাম।
                                           
 
                                         
   
   
   
   
     
   
   
  