Dr.Sr KHAN

Dr.Sr KHAN Dr.Sr. KHAN
MBBS,SHSMC
S-ex & Skin Specialist
BMDC Reg 92193 Community Organization

25/07/2025

আমি বিবাহিত।আমাদের প্রায় ৫ বছরের সংসার। আড়াই বছরের একটা মেয়ে আছে আমাদের।
আমাদের বিয়ের শুরুতে আমাদের সম্পর্ক ভালো ই ছিলো৷ বিজনেস সংক্রান্ত কারনে আমরা বিয়ের প্রথম থেকেই আলাদা। এক সপ্তাহ পরপর সে বাড়ি যেতো ২ দিন পর চলে আসতো৷ আমাদের সম্পর্ক ও ভালো ছিলো৷
প্রেগন্যান্সি টাইমে আমি অসুস্থ ছিলাম কিন্তু সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো ই ছিলো। বাট বেবী হবার পর থেকে আমার হাজবেন্ডের ফিজিক্যাল রিলেশনশিপের প্রতি আর আগ্রহ থাকে না। বিয়ের ৫ বছরের ৫ টা রমজান পার করলাম পুরো রমজানে আমার সাথে তাঁর কোন সম্পর্ক নাই।
বর্তমানে আমার কাছে সে মাসে ১/২ বার আসে তাও তাঁর ইচ্ছে তে হয়তো না।
সম্পর্কের খাতিরে৷
তার টাইমিং ১ মিনিট সর্বোচ্চ।
কিন্তু সে মানে না এটা তাঁর সমস্যা।
আমি আপনার ভিডিও, আপনার পেইজ ফলো করতে বলি ।
সে দেখে, তাও সে বুঝে না তাঁর ট্রিটমেন্টের প্রয়োজন৷
এখন আমি কি করবো....
আমার স্বামী অনেক চাপা স্বভাবের সে আমার সাথে কোন বিষয় নিয়ে ফ্রী কথা বলে ও না।
আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু কোন কাজ হয় না৷
বিয়ের শুরুতে সমস্যা ছিলো না কোন কিন্তু এখন একবারেই তাঁর আগ্রহ নেই৷
বয়স ৩৯ হবে।
এটা কি তাঁর শুধু ই শারীরিক সমস্যা নাকি মানসিক.....পুরুষের সমস্যা ই।
আমি জানালাম।
আমার হাজবেন্ডের বিষয় এটা আমি তাঁর স্ত্রী আমার তাঁকে দরকার হতে পারে, সুস্থ একটা সম্পর্ক, সুন্দর একটা জীবন আমাদের দরকার।
এই অনুভূতি ওর নেই।
আমি ওকে নিয়ে ভালো থাকতে চাই সব বুঝিয়ে বলি কিন্তু তাঁর কোন রেসপন্স নাই৷
কিছু ই বলে না সে।
তাঁর কোন চারিত্রিক সমস্যা নেই এটা আমি শিওর৷
কিন্তু এমন কেনো হবে৷
আমি নিজেও ওর আচরণে ডিপ্রেশনে চলে গেছি
এ বিষয়ে স্যার আপনি একটা ভিডিও /পরিচয় গোপন রেখে একটা পোস্ট দিলে উপকৃত হবো।। আমি ওরে দেখাবো দেখো তোমার মত সমস্যা ডাক্তার এ বিষয়ে কি বলে শোনো৷
এতে যদি সে আগ্রহ পায় আপনার কাছে যাবার জন্য।

পরামর্শ :- আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সমস্যাগুলো শেয়ার করার জন্য। আপনি যে সমস্যার মধ্যে আছেন, এখন অনেক পরিবারেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে।এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্বামী - স্ত্রী দুজনের আলাদা থাকাটা! দুজনের মধ্যে দূরত্ব বেশি হলে এটা অনেক সমস্যার সৃষ্টি করে,কাছাকাছি থাকলে সে সব সমাধান হয়ে যায়।

এখন আপনার জন্য করনীয় হবেঃ-
-আপনার স্বামীর সাথে খোলাখুলি আরেকবার আলোচনা করুন।

25/07/2025

আসসালামু আলাইকুম

24/07/2025

দিন গুলো বিলীন হয়ে যাচ্ছে, হায়াত ফুরিয়ে আসছে,মৃত্যু অতি নিকটেই।তবুই মানুষ কবরের ব্যাপারে উদাসীন।

23/07/2025

খুবই উদ্বেগজনক বিষয়!যুব সমাজের একটি বড় অংশ মাদক,প-র্ণ, হারাম সম্পর্ক দ্বারা নিজেদের অমূল্য সময় ও জীবন ধ্বংস করছে।

23/07/2025

1 ঘন্টা টাইম! Noakhali’r জামাই বলল – ভাই, জীবনটাই বদলে গেছে!”৭ দিনের মধ্যে টাইম ১০ গুণ!”নিজেকে রাজা মনে হয় ❤️💪❤️

23/07/2025

জিংক সমৃদ্ধ খাবার খেলে বী-র্য ঘন হয়

(চেক কমেন্ট)

নিজের সন্তানের মুখের দিকে তাকালে অঝোরে গাল বেয়ে পানি ঝরছে।  যারা সন্তান হারিয়েছে তারা কিভাবে সহ্য করে বেঁচে আছে জানা নে...
23/07/2025

নিজের সন্তানের মুখের দিকে তাকালে অঝোরে গাল বেয়ে পানি ঝরছে। যারা সন্তান হারিয়েছে তারা কিভাবে সহ্য করে বেঁচে আছে জানা নেই। অথচ এই সন্তানের জন্য কত কষ্ট,কত ত‍্যাগই না করে এসেছেন। ইয়া রব! সহ‍্য করার মতো না। শেষ বেলায় নিজের সন্তানের প্রিয় মুখটাও দেখা হলোনা। পরিবারগুলোর উপর রহম করুন আল্লাহ।

22/07/2025

স্যার!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
আমি আলহামদুল্লিহ ভালো আছি।
স্যার!আমার পরিচয় গোপন রাখিবেন।
আমি চব্বিশ বছর বয়সে বিয়ে করছি, বিয়ের বয়স মাত্র ০৫ মাস,
আমার স্ত্রী অন্য এক ছেলের সাথে রিলেশন করে,
এখন নিয়মিত তার সাথে ভিডিও কলে কথা বলে এবং তার গোপনীয় সকল কিছু ছেলেটাকে দেখায়।

আমি তার সাথে প্রথম রাতে যেদিন দেখা হয়েছিলো, সেদিন আমার মাথায় হাত রেখে কথা দিয়েছে, কোনো ছেলের সাথে রিলেশন বা কথা বলবে না,
এখন সে আমার ওয়াদা ভঙ্গ করে, ছেলেদের সাথে কথা বলে এবং তার গোপনীয় সব কিছু দেখায়।

তাকে বিয়ে কারার পরে আমার জীবন থেকে শান্তি চলে গেছে। তাকে নিয়মিত চার থেকে পাঁচ বার মিলন করতে সক্ষম আমি আছি। টানা ১৫ দিন তার সাথে ছিলাম একদিন ও মিস করেনি।
আমি বাড়ি থেকে গেলেই সে এগুলো করে.

স্যার!
দয়া করে আমাকে একটা সঠিক সমাধান দেন।🙏🙏

পরামর্শ :- ওয়াআলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি।পেইজে সমস্যা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার যে সমস্যা এটা এখন অসংখ্য পরিবারে ঘটছে। বিয়ের আগে দ্বীনদারিতাকে প্রাধান্য দেয়া এবং খোঁজখবর নিয়ে বিয়ে করাটা যে কতটা জরুরী এই একটা উদাহরণই যথেষ্ট! যুবকেরা শিক্ষা নিন।

আপনার সমস্যা পড়ে আন্দাজ করতে পারছি কতটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এর সমাধান শক্ত হাতে,ঠান্ডা মাথায় আপনাকেই করতে হবে। আমি শুধু কিছু জিনিস ধরিয়ে দিচ্ছি।

১. আপনি কি নিশ্চিত সে এসব অবৈধ জিনিসে জড়িত? যদি কোনো সন্দেহ না থাকে তবে নিজের সাপেক্ষে জোড়ালো প্রমান জোগাড় করুন। স্ক্রিনশট, ভিডিও/অডিও কল রেকর্ড ইত্যাদি।

২. ধৈর্য ধারণ করুন। তাড়াহুড়ো, রাগারাগি বা জোর জবরদস্তি করে এগুলো সামাল দেয়ার বিষয় নয়।শেষবারের মতো বিনয়ের সাথে স্ত্রীকে বুঝান। তাকে বলুন যা হবার হয়ে গেছে সংসারের কথা চিন্তা করে সংসার টিকিয়ে রাখা জন্য তিনি যেন সকল হারাম কাজ থেকে বেরিয়ে আসেন।

৩. দুজনের মধ্যে দূরত্ব রাখবেন না, তাকে নিজের কাছে রাখার ব‍্যবস্থা করুন।

৪. সে যদি তার ওয়াদা ভঙ্গ করে,পূনরায় অ-বৈধ সম্পর্কে জড়ায় তাহলে উপযুক্ত প্রমাণ সহ পরিবারের লোকদের সাথে ঘটনাটি শেয়ার করুন তাদের মাধ্যমে বুঝানোর চেষ্টা করুন।

৫. এতেও আপনার স্ত্রী ভালো না হলে পুরুষের মতো করে সিদ্ধান্ত নিন। তার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তালাক দিন।

আপনি ভালোবাসা দিন,যত্ন করুন,শেষবার সুযোগ দিন। এরপর সে না শুধরালে তার থেকে দূরে সরে যাওয়া আবশ্যক।

21/07/2025

জিনার কারণে দারিদ্র্য ও মৃত্যু ত্বরান্বিত হয়।

(মুস্তাদরাক হাকিম)

21/07/2025

রক্ত দান করাও একটা ইবাদাত 🩸

21/07/2025

রক্ত দানের সময় সতর্কতা অবলম্বন করুন।জ্বর,কাশি,ঠান্ডা ইনফেকশন, ডায়রিয়া থাকলে রক্ত দান করা থেকে বিরত থাকুন।

21/07/2025

পাঁচ ধরনের মৃত্যু ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন।তার মধ্যে একটি হলো আগুনে পোড়া।আল্লাহ সকল ছোট পাখি গুলোকে শহীদের মর্যাদা দান করুন

Adresse

Paris

Téléphone

+8801950609741

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Dr.Sr KHAN publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager