26/06/2023
ইংল্যান্ড এবং ফ্রান্স,, দুই দেশের সংযোগকারী একটি ট্রেন,, ট্রেনটি ফ্রান্স হতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়েছিল।। ট্রেনটি সম্পুর্ণ ভর্তি,, কেবলমাত্র একটি আসন খালি ছিলো।। ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড আগে উক্ত খালি আসনে এক বৃটিশ নাগরিক এসে বসে পড়েন।। পাশের আসনে রয়েছেন একজন ফরাসী মহিলা।।
মহিলার হাবভাব দেখে মনে হচ্ছে,, উনি ভীষণ টেনশনের মধ্যে রয়েছেন।। চোখমুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট পরিলক্ষিত হয়ে চলেছে।। বৃটিশ নাগরিক প্রশ্ন করেন- "ম্যাডাম,, মনে হচ্ছে আপনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন??"
মহিলা ইতস্ততঃ হয়ে বলেন - "না,, মানে,, তেমন কিছু না।।"
ট্রেন চলতে থাকে।। বৃটিশ যুবক এবং ফরাসী যুবতী একে অপরের সঙ্গে কথাবার্তা আলাপ-আলোচনা চালিয়ে যান।। যুবক আবার প্রশ্ন করেন - "ম্যাডাম,, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন।। আমি যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবো।।"
মহিলা আশ্বস্ত হলেন,, তাছাড়া ততক্ষণে বৃটিশ পুরুষের প্রতি তার কিছুটা বিশ্বাস জন্মে গেছে।। তিনি বলেন - "আমার কাছে 10 হাজার পাউন্ড রয়েছে।। যেটা ফ্রান্সের ক্ষেত্রে কোনো সমস্যা না,, কিন্তু,, ইংল্যান্ডে 10 হাজার পাউন্ড ক্যাশ নিয়ে ঘোরা দন্ডনীয় অপরাধ।। তাই চিন্তার মধ্যে রয়েছি।।"
বৃটিশ যুবক হেসে বলেন - "সিম্পল সমস্যা।। ম্যাডাম,, আপনি আমার কাছে 5 হাজার পাউন্ড রেখে দিন।। আপনার এ্যডড্রেস দিয়ে দিন।। আমি 5 হাজার পাউন্ড আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো।। কোনো সমস্যা হবে না।।"
মহিলা আশ্বস্ত হলেন।। তাছাড়া,, যুবকের বেশভূষা-কথাবার্তা দেখে কোনোরকম সন্দেহের কোনো অবকাশ থাকলো না।। মহিলা বৃটিশ পুরুষের কাছে 5 হাজার পাউন্ড এবং নিজের ঠিকানা লেখা চিরকুট দিয়ে দিলেন।।
গন্তব্যে পৌঁছনোর পর,, ট্রেন থেকে নেমে ফরাসী মহিলা বিনা চেকিংয়ে পার হয়ে গেলেন।। পিছন হতে বৃটিশ নাগরিক পুলিশের উদ্দেশ্যে চেঁচিয়ে ওঠেন - "স্যার,, মহিলাকে পাকড়াও করুন।। উনি বে-আইনি ভাবে 10 হাজার পাউন্ড বহন করে চলেছেন।।"
পুলিশ মহিলাকে পুনরায় তলব করেন,, তার ব্যাগ তল্লাশি নিয়ে দেখা যায়- ব্যাগের মধ্যে 5 হাজার পাউন্ড রয়েছে।।
সঙ্গে সঙ্গে বৃটিশ নাগরিক যুবকটি এগিয়ে এসে,, নিজের ব্যাগ হতে আরো 5 হাজার পাউন্ড বের করে দিয়ে বলেন - "স্যার,, এই ফরাসী মহিলা নিজের কাছে 5 হাজার পাউন্ড রেখেছেন,, আর,, আমাকে দিয়ে 5 হাজার পাউন্ড পাশ করিয়ে নিতে চাইছেন।। আমি দেশের নাগরিক,, দেশকে ভীষণ ভালোবাসি।। দেশের সঙ্গে গাদ্দারি করতে পারি না।। সুতরাং,, মহিলার মুখোশ খুলে দেওয়া আমার পরম কর্তব্য বলে মনে করলাম।।"
মহিলা নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হলেন।। তার ব্যাগ হতে 5 হাজার পাউন্ড বের করে নেওয়া হলো।। সঙ্গে পুরুষটি নিজের কাছে গচ্ছিত 5 হাজার পাউন্ড পুলিশের হাতে তুলে দিয়ে,, দেশভক্তির চূড়ান্ত নিদর্শন রেখে গেলেন।।
অন্যদিকে,, পুলিশ মহিলার 10 হাজার পাউন্ড বাজেয়াপ্ত করে,, ফিরতি ট্রেনে তাকে ফ্রান্স পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।। মহিলা একরাশ হতাশা সঙ্গে নিয়ে,, ফ্রান্স যাওয়ার ট্রেনে চেপে বসেন।। সঙ্গে,, বৃটিশ সহনাগরিকের প্রতি একরাশ ঘৃণা নিয়ে,, ফ্রান্সের উদ্দেশ্যে ফিরে গেলেন।।
মানি-লন্ডারিং যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে দিতে পারে।। বৃটিশ নাগরিক ফরাসী মহিলার মানি-লন্ডারিং রুখে দিতে দারুণ পদক্ষেপ গ্রহণ করেছেন।। পরেরদিন লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় বৃটিশ নাগরিকের ছবি সহ গোটা ঘটনাটি ফলাও করে ছাপা হয়েছে।।
গোটা দেশজুড়ে বৃটিশ নাগরিকের গুণকীর্তন চলছে।। বিভিন্ন সরকারি সংস্থা তথা বেসরকারি সংস্থার পক্ষ হতে তাকে পুরস্কৃত করা হয়ে চলেছে।।
কিছুদিন পর ফরাসী মহিলার কলিং বেল বেজে ওঠে।। দরজা খুলে মহিলা হতভম্ব হয়ে পড়েন।। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই বৃটিশ নাগরিক।। যিনি কদিন আগে বন্ধু সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন।। তার 10 হাজার পাউন্ড লন্ডন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।।
মহিলা প্রচন্ড রেগে গিয়ে বলেন - "তুমি একজন মিথ্যাবাদী,, প্রতারক।। আমার সঙ্গে প্রতারণা করে,, আমার 10 হাজার পাউন্ড সর্বনাশ করে দিলে।। বেরিয়ে যাও আমার সম্মুখ হতে।।"
বৃটিশ নাগরিক কোনো কথা না বলে,, মহিলার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলেন।। প্যাকেট খুলে মহিলা হতবাক।। প্যাকেটের মধ্যে রয়েছে 50 হাজার পাউন্ড।।
মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন- "এটা কি ??"
বৃটিশ নাগরিক বলেন - "পুরস্কার।। এটা আপনার জন্য।।"
মহিলা - "কিসের পুরস্কার??"
পুরুষ - "সেদিন আমার কাছে 3 মিলিয়ন পাউন্ড ছিলো।। আমার 3 মিলিয়ন পাউন্ড বাঁচানোর জন্য,, আপনার 10 হাজার পাউন্ড ধরিয়ে দেওয়া অত্যন্ত জরুরী বলে মনে হয়েছিল।। পুলিশ আপনার 10 হাজার পাউন্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ে,, সেই ব্যস্ততার ফাঁকে আমি নিজের 3 মিলিয়ন পাউন্ড বের করে নিয়ে আসি।।"
মহিলার চক্ষু তখন চড়কগাছ।। কি বলবেন আর কি করবেন বুঝে উঠতে পারছেন না।।
বৃটিশ নাগরিক বলেন - "ম্যাডাম,, আমার মনে হয় এই পদক্ষেপ আমার জন্য ব্যায়বহুল ছিলো না।। তাই,, আপনার পুরস্কার স্বরূপ 50 হাজার ডলার দিয়ে গেলাম।। প্রয়োজন হলে বলবেন,, আরো বেশকিছু ডলার দিয়ে দেওয়ার কথা ভেবে দেখবো।।"
★★★★
কথায় কথায় দেশভক্তি,, দেশের আইনের প্রতি দায়বদ্ধতা,, দেশের সম্মানের কথা তুলে দেওয়া মানুষটি সবসময় দেশভক্ত হবেন,, এটা বিশ্বাস করে নেওয়া যথাযথ বলে মনে করবেন না।।
বরং,, বারে বারে দেখা গেছে,, দেশভক্তির আড়ালে বড়ো ধরনের কোনো চোর লুকিয়ে রয়েছে।। যে চোর দেশপ্রেমের চাদর জড়িয়ে নিজের সমস্ত চুরি অথবা অপকর্ম আড়াল করার চেষ্টা চালিয়ে চলেছে।
সোর্স -ইন্টারনেট থেকে প্রাপ্ত