অজানাবাড়ি

  • Home
  • অজানাবাড়ি

অজানাবাড়ি Product service and Home delivery

ইংল্যান্ড এবং ফ্রান্স,, দুই দেশের সংযোগকারী একটি ট্রেন,, ট্রেনটি ফ্রান্স হতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি...
26/06/2023

ইংল্যান্ড এবং ফ্রান্স,, দুই দেশের সংযোগকারী একটি ট্রেন,, ট্রেনটি ফ্রান্স হতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়েছিল।। ট্রেনটি সম্পুর্ণ ভর্তি,, কেবলমাত্র একটি আসন খালি ছিলো।। ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড আগে উক্ত খালি আসনে এক বৃটিশ নাগরিক এসে বসে পড়েন।। পাশের আসনে রয়েছেন একজন ফরাসী মহিলা।।
মহিলার হাবভাব দেখে মনে হচ্ছে,, উনি ভীষণ টেনশনের মধ্যে রয়েছেন।। চোখমুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট পরিলক্ষিত হয়ে চলেছে।। বৃটিশ নাগরিক প্রশ্ন করেন- "ম্যাডাম,, মনে হচ্ছে আপনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন??"
মহিলা ইতস্ততঃ হয়ে বলেন - "না,, মানে,, তেমন কিছু না।।"
ট্রেন চলতে থাকে।। বৃটিশ যুবক এবং ফরাসী যুবতী একে অপরের সঙ্গে কথাবার্তা আলাপ-আলোচনা চালিয়ে যান।। যুবক আবার প্রশ্ন করেন - "ম্যাডাম,, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন।। আমি যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবো।।"
মহিলা আশ্বস্ত হলেন,, তাছাড়া ততক্ষণে বৃটিশ পুরুষের প্রতি তার কিছুটা বিশ্বাস জন্মে গেছে।। তিনি বলেন - "আমার কাছে 10 হাজার পাউন্ড রয়েছে।। যেটা ফ্রান্সের ক্ষেত্রে কোনো সমস্যা না,, কিন্তু,, ইংল্যান্ডে 10 হাজার পাউন্ড ক্যাশ নিয়ে ঘোরা দন্ডনীয় অপরাধ।। তাই চিন্তার মধ্যে রয়েছি।।"
বৃটিশ যুবক হেসে বলেন - "সিম্পল সমস্যা।। ম্যাডাম,, আপনি আমার কাছে 5 হাজার পাউন্ড রেখে দিন।। আপনার এ্যডড্রেস দিয়ে দিন।। আমি 5 হাজার পাউন্ড আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো।। কোনো সমস্যা হবে না।।"
মহিলা আশ্বস্ত হলেন।। তাছাড়া,, যুবকের বেশভূষা-কথাবার্তা দেখে কোনোরকম সন্দেহের কোনো অবকাশ থাকলো না।। মহিলা বৃটিশ পুরুষের কাছে 5 হাজার পাউন্ড এবং নিজের ঠিকানা লেখা চিরকুট দিয়ে দিলেন।।
গন্তব্যে পৌঁছনোর পর,, ট্রেন থেকে নেমে ফরাসী মহিলা বিনা চেকিংয়ে পার হয়ে গেলেন।। পিছন হতে বৃটিশ নাগরিক পুলিশের উদ্দেশ্যে চেঁচিয়ে ওঠেন - "স্যার,, মহিলাকে পাকড়াও করুন।। উনি বে-আইনি ভাবে 10 হাজার পাউন্ড বহন করে চলেছেন।।"
পুলিশ মহিলাকে পুনরায় তলব করেন,, তার ব্যাগ তল্লাশি নিয়ে দেখা যায়- ব্যাগের মধ্যে 5 হাজার পাউন্ড রয়েছে।।
সঙ্গে সঙ্গে বৃটিশ নাগরিক যুবকটি এগিয়ে এসে,, নিজের ব্যাগ হতে আরো 5 হাজার পাউন্ড বের করে দিয়ে বলেন - "স্যার,, এই ফরাসী মহিলা নিজের কাছে 5 হাজার পাউন্ড রেখেছেন,, আর,, আমাকে দিয়ে 5 হাজার পাউন্ড পাশ করিয়ে নিতে চাইছেন।। আমি দেশের নাগরিক,, দেশকে ভীষণ ভালোবাসি।। দেশের সঙ্গে গাদ্দারি করতে পারি না।। সুতরাং,, মহিলার মুখোশ খুলে দেওয়া আমার পরম কর্তব্য বলে মনে করলাম।।"
মহিলা নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হলেন।। তার ব্যাগ হতে 5 হাজার পাউন্ড বের করে নেওয়া হলো।। সঙ্গে পুরুষটি নিজের কাছে গচ্ছিত 5 হাজার পাউন্ড পুলিশের হাতে তুলে দিয়ে,, দেশভক্তির চূড়ান্ত নিদর্শন রেখে গেলেন।।
অন্যদিকে,, পুলিশ মহিলার 10 হাজার পাউন্ড বাজেয়াপ্ত করে,, ফিরতি ট্রেনে তাকে ফ্রান্স পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।। মহিলা একরাশ হতাশা সঙ্গে নিয়ে,, ফ্রান্স যাওয়ার ট্রেনে চেপে বসেন।। সঙ্গে,, বৃটিশ সহনাগরিকের প্রতি একরাশ ঘৃণা নিয়ে,, ফ্রান্সের উদ্দেশ্যে ফিরে গেলেন।।
মানি-লন্ডারিং যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে দিতে পারে।। বৃটিশ নাগরিক ফরাসী মহিলার মানি-লন্ডারিং রুখে দিতে দারুণ পদক্ষেপ গ্রহণ করেছেন।। পরেরদিন লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় বৃটিশ নাগরিকের ছবি সহ গোটা ঘটনাটি ফলাও করে ছাপা হয়েছে।।
গোটা দেশজুড়ে বৃটিশ নাগরিকের গুণকীর্তন চলছে।। বিভিন্ন সরকারি সংস্থা তথা বেসরকারি সংস্থার পক্ষ হতে তাকে পুরস্কৃত করা হয়ে চলেছে।।
কিছুদিন পর ফরাসী মহিলার কলিং বেল বেজে ওঠে।। দরজা খুলে মহিলা হতভম্ব হয়ে পড়েন।। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই বৃটিশ নাগরিক।। যিনি কদিন আগে বন্ধু সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন।। তার 10 হাজার পাউন্ড লন্ডন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।।
মহিলা প্রচন্ড রেগে গিয়ে বলেন - "তুমি একজন মিথ্যাবাদী,, প্রতারক।। আমার সঙ্গে প্রতারণা করে,, আমার 10 হাজার পাউন্ড সর্বনাশ করে দিলে।। বেরিয়ে যাও আমার সম্মুখ হতে।।"
বৃটিশ নাগরিক কোনো কথা না বলে,, মহিলার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলেন।। প্যাকেট খুলে মহিলা হতবাক।। প্যাকেটের মধ্যে রয়েছে 50 হাজার পাউন্ড।।
মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন- "এটা কি ??"
বৃটিশ নাগরিক বলেন - "পুরস্কার।। এটা আপনার জন্য।।"
মহিলা - "কিসের পুরস্কার??"
পুরুষ - "সেদিন আমার কাছে 3 মিলিয়ন পাউন্ড ছিলো।। আমার 3 মিলিয়ন পাউন্ড বাঁচানোর জন্য,, আপনার 10 হাজার পাউন্ড ধরিয়ে দেওয়া অত্যন্ত জরুরী বলে মনে হয়েছিল।। পুলিশ আপনার 10 হাজার পাউন্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ে,, সেই ব্যস্ততার ফাঁকে আমি নিজের 3 মিলিয়ন পাউন্ড বের করে নিয়ে আসি।।"
মহিলার চক্ষু তখন চড়কগাছ।। কি বলবেন আর কি করবেন বুঝে উঠতে পারছেন না।।
বৃটিশ নাগরিক বলেন - "ম্যাডাম,, আমার মনে হয় এই পদক্ষেপ আমার জন্য ব্যায়বহুল ছিলো না।। তাই,, আপনার পুরস্কার স্বরূপ 50 হাজার ডলার দিয়ে গেলাম।। প্রয়োজন হলে বলবেন,, আরো বেশকিছু ডলার দিয়ে দেওয়ার কথা ভেবে দেখবো।।"
★★★★
কথায় কথায় দেশভক্তি,, দেশের আইনের প্রতি দায়বদ্ধতা,, দেশের সম্মানের কথা তুলে দেওয়া মানুষটি সবসময় দেশভক্ত হবেন,, এটা বিশ্বাস করে নেওয়া যথাযথ বলে মনে করবেন না।।
বরং,, বারে বারে দেখা গেছে,, দেশভক্তির আড়ালে বড়ো ধরনের কোনো চোর লুকিয়ে রয়েছে।। যে চোর দেশপ্রেমের চাদর জড়িয়ে নিজের সমস্ত চুরি অথবা অপকর্ম আড়াল করার চেষ্টা চালিয়ে চলেছে।
সোর্স -ইন্টারনেট থেকে প্রাপ্ত

টাইটান সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস...
26/06/2023

টাইটান সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস্ফারিত হয়েছে।
এফিওনিডি (ফিশ) একটি স্বচ্ছ ও নরম আঠালো প্রকৃতির মাছ। যার আকৃতি মাত্র ১০ সে.মি. (প্রায় ৪ ইঞ্চি)। সমুদ্রের ৬০০০ মিটার গভীরে বসবাস করে, প্রজনন করে ও বাচ্চা প্রতিপালন করে।
অথচ বিবর্তনবাদের হর্তাকর্তারা দাবী করে, এই সৃষ্টিজগৎ কাকতালীয়ভাবে তৈয়ার হয়েছে।
তারা জানে না -
"এটা আল্লাহর সৃষ্টি! সুতরাং তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং যালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।"
[সুরা লুক্বমান, আয়াত:১১]

06/05/2021
04/02/2018

বাজে ভিডিও ব্লগার এবং সাইটের সুনাম ক্ষুন্ন করছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউটিউব
ইউটিউব জানিয়েছে, যারা তাদের সাইটের সুনাম ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে।
ইউটিউবের চীফ এক্সিকিউটিভ সুজান ওজস্কি বলেছেন, কিছু ভিডিও ব্লগারের খুবই বাজে ধরণের আচরণ পুরো ভিডিও ব্লগার কমিউনিটির ক্ষতি করছে।

সম্প্রতি একজন জনপ্রিয় ভিডিও ব্লগার লোগান পল একটি ভিডিওতে একজন আত্মহত্যাকারীর মৃতদেহ দেখানোর পর ইউটিউবের ব্যাপক সমালোচনা হয়।

জাপানের একটি জঙ্গল, যেটি ‘সুইসাইড জঙ্গল’ বলে পরিচিত, সেখানে এই মৃতদেহ পড়েছিল। প্রতি বছর সেখানে অনেক মানুষ আত্মহত্যা করতে যায়। উল্লেখ্য জাপানের আত্মহত্যার হার খুব বেশি।

এ ঘটনার পর অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ লোগান পলের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়।

ইউটিউবে বিতর্কিত কোন ভিডিওর পাশে যেন বিজ্ঞাপন দেখা না যায়, সেটা নিশ্চিত করতে ইউটিউব তাদের ‘এলগরিদম’ ব্যবহার করছে।

কিন্তু ইউটিউবে ভিডিও ব্লগিং করে তারকায় পরিণত হয়েছেন এমন অনেকে অভিযোগ করছেন, তাদের ভিডিওকে এখন ভুলবশত এই ক্যাটাগরিতে ফেলে বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করছেন, ইউটিউবের নীতিমালায় স্বচ্ছতার অভাব আছে।

তবে একটি ব্লগ পোস্টে ইউটিউবের প্রধান নির্বাহী সুজান ওজস্কি বলেছেন, তিনি ইউটিউবের ব্যাপারে মানুষের যে আস্থা সেটা আরও বাড়াতে চান।

তিনি বলেন, কিভাবে নানা সমস্যার আরও ভালো সমাধান খোঁজা যায়, তারা সেই চেষ্টা করছেন। এজন্যে ভিডিও পর্যালোচনার কাজটি এখন আরও বেশি মডারেটর নিয়োগের মাধ্যমে করার কথা ভাবা হচ্ছে।

‘কেউ বাজে কিছু করলে তার জন্য যেন পরিণতি ভোগ করতে হয় সে ধরণের নীতিমালা আমরা এখন তৈরি করছি।’

ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করতে চায়।

সুজান ওজস্কি বলেন, ‘যদিও এরকম বাজে কাজের ঘটনা বিরল, কিন্তু তারপরও এটি ইউটিউবের সুনামের বড় ক্ষতি করতে পারে।’

ইউটিউবের একজন বড় তারকা হ্যাংক গ্রীন এক ব্লগ পোস্টে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Product service and Home delivery

রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেবে এই ৭টি খাবারসুস্থভাবে জীবন যাপন করার জন্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ...
31/01/2018

রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেবে এই ৭টি খাবার
সুস্থভাবে জীবন যাপন করার জন্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ভালো প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে সুস্থ ও রোগ মুক্ত রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের রোগ থেকে দেহকে রক্ষা করতে প্যাথোজেন এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। বেশ কিছু খাবার আছে যেগুলো প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। আবার অন্যদিকে এমন কিছু খাবার আছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়ে আমাদের অসুস্থ করে তুলতে পারে।
দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন সঠিকভাবে কাজ করে তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের জন্য ঘুম এবং শারীরিক ব্যায়ামের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি খাবারেরও গুরুত্ব রয়েছে।
এখানে কিছু খাবারের সম্পর্কে বলা হচ্ছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। তাই রোগ মুক্ত জীবন যাপনের জন্য চেষ্টা করতে হবে এসব খাবারগুলো বর্জন করতে।
কফি
যদিও কফিতে থাকা ক্যাফেইনের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবুও এটি রোগ প্রতিরোধক ক্ষমতার জন্য ক্ষতিকরুন। অনেক বেশি পরিমান ক্যাফেইন গ্রহন করার ফলে তা ভালো ঘুমের ব্যাঘাত ঘটাতে যা দুর্বল প্রতিরোধক ক্ষমতার সাথে সম্পর্কিত।
সোডা জাতীয় পানীয়
সোডা জাতীয় পানীয় প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে। এসব পানীয় পুষ্টি উপাদানের অভাব ঘটায় এবং এতে থাকা ফসফরিক এসিড দেহের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমান কমিয়ে দেয়।
তেলে ভাজা খাবার
তেলে ভাজা খাবার শুধু দেহের ওজনই বৃদ্ধি করে না সেই সাথে তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয়। তাই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলে ভাজা খাবার বর্জন করুনুন
লাল মাংস
সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে যে দেহে লাল মাংস ক্ষতিকরুন প্রভাব ফেলে। লাল মাংসে থাকা প্রাকৃতিক চিনি হজম করা শরীরের জন্য বেশ কঠিন এবং এটি ক্যান্সার সহ বিভিন্ন রোগের পথ উন্মুক্ত করে দেয়। লাল মাংস বলতে সাধারণত গরু, খাসি, ভেড়া ইত্যাদির মাংসকে বোঝানো হয়ে থাকে।
প্রক্রিয়াজাত করা খাবার
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্টকারী খাবারের মাঝে শীর্ষে রয়েছে এই প্রক্রিয়াজাত করা খাবার। এসব খাবারের উপাদান গুলো এবং এতে থাকা সুগার প্রতিরোধ ক্ষমতাকে বিনাশ করে। তাই ভালো থাকার জন্য প্রক্রিয়াজাত করা খাবার থেকে দূরে থাকাই সবচেয়ে উত্তম।
বাদাম
অবাক হবার মতো শুনালেও যদি কম পরিমাণে না খাওয়া হয় তাহলে বাদাম প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এটি রোগ প্রতিরোধক ব্যস্থাকে বিনাশ করে যদি অতিরিক্ত পরিমানে খাওয়া হয়।
মদ্যপান
অতিরিক্ত পরিমানে মদ্যপান করলে তা রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে দেয়। গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত মদ্যপান করলে তা রক্তের শ্বেতকণিকার পরিমান কমায়। তাই দেহের রোগ প্রতিরোধক ক্ষমতাকে ভালো রাখতে মদ্যপান থেকে দূরে থাকাই উত্তম।

Health শেয়ার করুনTwitterFacebookGooglePrintLinkedInWhatsAppSkypeLike this:Like লোড হচ্ছে...

সাবধান থাকুনঃ জানুন উচ্চ রক্তচাপ এর কারণ ও প্রতিকারযাদের উচ্চ রক্তচাপ আছে, যারা উচ্চ রক্তচাপ এর ওষুধ নিয়মিত খান কিংবা য...
31/01/2018

সাবধান থাকুনঃ জানুন উচ্চ রক্তচাপ এর কারণ ও প্রতিকার

যাদের উচ্চ রক্তচাপ আছে, যারা উচ্চ রক্তচাপ এর ওষুধ নিয়মিত খান কিংবা যাদের উচ্চ রক্তচাপ নেই- সবারই কিন্তু আকস্মিক রক্তচাপ বাড়তে পারে। যারা আগে থেকেই উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য এই আকস্মিক রক্তচাপ বৃদ্ধি বিপদের কারণ হতে পারে। যাদের রক্তচাপ নেই তাদের ক্ষেত্রে বেশির ভাগ সময় কিছু নিয়মকানুন মানলে ঠিক হয়ে যায়। তবে সব সময় ঠিক নাও হতে পারে। রক্তচাপ শরীরে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
এটি নির্ভর করে মানুষের দৈনন্দিন কার্যক্রম, শরীরের পজিশন, মানসিক অবস্থা ইত্যাদির ওপর। দিন-রাতের অবস্থাভেদেও রক্তচাপের পরিবর্তন হয়ে থাকে (গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে রক্তচাপ সাধারণত কম থাকে এবং সকালের দিকে রক্তচাপ বেশি থাকে)। এক মিনিট ব্যবধানে রক্তচাপ মাপলে রক্তচাপের বিভিন্নতা দেখা যায়। বিশ্রাম বা ব্যায়াম, চা, কফি, সিগারেট ইত্যাদি বিভিন্ন নিয়ামক রক্তচাপের ওপর প্রভাব বিস্তার করে।

উচ্চ রক্তচাপ এর উপসর্গ
ক. রক্তচাপজনিত উপসর্গ

মাথাব্যথা (সাধারণত মাথার পেছনের অংশে, সকালে ঘুম থেকে ওঠার পর নিয়মিত মাথাব্যথা, যা কয়েক ঘণ্টা পর ভালো হয়ে যায়)
মাথা ঝিমঝিম করা
অবসাদগ্রস্ততা
বুক ধড়ফড় করা
যৌন দুর্বলতা
খ. রক্তচাপজনিত রক্তনালির রোগ

নাক দিয়ে রক্ত পড়া
চোখে ঝাপসা দেখা
বুকে ব্যথা
শ্বাসকষ্ট (হৃদযন্ত্র বিকল হলে)
গ. অন্যান্য রোগজনিত রক্তচাপ বৃদ্ধি

কিডনি রোগ
মাংসপেশির দুর্বলতা
অনিয়মিত ঘুম, নাকডাকা, দিনের বেলায় নিদ্রালুতা
বুক ধড়ফড় করা এবং হঠাৎ ঘাম
থাইরয়েডের সমস্যা
নিষিদ্ধ ওষুধ গ্রহণ।
রক্তচাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য রোগ:

ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন বা ক্রনিক পায়েলোনেফ্রাইটিস।
রাতের বেলা ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অধিক পিপাসা বোধ হওয়া- মূত্রতন্ত্রের রোগ বা অনালগ্রন্থিতন্ত্র (এন্ডোক্রাইন) রোগ নির্দেশ করে।
হঠাৎ মাথাব্যথা, বুক ধড়ফড় করা এবং শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঝিমঝিম করা- ফিওক্রোমোসাইটোমা।
মানসিক দুর্বলতা, দীর্ঘদিন ধরে স্টেরয়েডজাতীয় ওষুধ উচ্চ মাত্রায় গ্রহণ করা (অ্যাজমার শ্বাসকষ্টে অ্যালার্জিতে এটি ব্যবহৃত হয়)।
অন্যান্য রোগ যেমন : ডায়াবেটিস, রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি, কায়িক পরিশ্রমের অভাব রক্তচাপ বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট।
Collect : eshikhon

Health শেয়ার করুনTwitterFacebookGooglePrintLinkedInWhatsAppSkypeLike this:Like লোড হচ্ছে...

স্মার্টফোন পানিতে পড়লে যা করবেনপানি ঢুকলেই সব সময় স্মার্টফোন নষ্ট হয় না। এ জন্য পানিতে স্মার্টফোন পড়ে গেলে বা পানি ঢুকলে...
31/01/2018

স্মার্টফোন পানিতে পড়লে যা করবেন

পানি ঢুকলেই সব সময় স্মার্টফোন নষ্ট হয় না। এ জন্য পানিতে স্মার্টফোন পড়ে গেলে বা পানি ঢুকলে
প্রথমেই স্মার্টফোনটির ব্যাটারি খোলার পাশাপাশি সিম কার্ডটিও খুলতে হবে।
এবার ভালোভাবে পানি শুষে নিতে সক্ষম কাপড় দিয়ে সব যন্ত্রাংশ মুছতে হবে, সম্ভব হলে কেসিং খুলে
পানি মোছার চেষ্টা করুন।
পুরোপুরি পানি শুকানোর পর ব্যাটারি সংযোগ দিয়ে স্মার্টফোন চালু করতে হবে।

Health শেয়ার করুনTwitterFacebookGooglePrintLinkedInWhatsAppSkypeLike this:Like লোড হচ্ছে...

এবার বই পড়বে গুগল অ্যাসিস্ট্যান্টডিভাইসের সামনে ‘ওকে গুগল, রিড মাই বুক’ বললেই বইটি পড়া শুরু করবে গুগল অ্যাসিস্ট্যান্ট সে...
31/01/2018

এবার বই পড়বে গুগল অ্যাসিস্ট্যান্ট
ডিভাইসের সামনে ‘ওকে গুগল, রিড মাই বুক’ বললেই বইটি পড়া শুরু করবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা।
চাইলে বইয়ের পাতা নির্বাচনের পাশাপাশি সময়ও নির্দিষ্ট করা যাবে। এ জন্য ডিজিটাল সহকারী প্রযুক্তি নির্ভর ‘অডিওবুক’ সেবাও চালু করেছে গুগল।
অ্যানড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের পাশাপাশি অ্যানড্রয়েড ওয়্যার এবং গুগল হোম ব্যবহারকারীরা নির্দেশ দিলেই গুগল প্লেস্টোর থেকে নির্দিষ্ট বই পড়ে শোনাবে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’।
প্লেস্টোরে থাকা ভার্চুয়াল বইগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কেনার সুযোগ মিলবে।
Collect

Health শেয়ার করুনTwitterFacebookGooglePrintLinkedInWhatsAppSkypeLike this:Like লোড হচ্ছে...

Address


Alerts

Be the first to know and let us send you an email when অজানাবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অজানাবাড়ি:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram