12/11/2025
মেয়েদের সবচেয়ে কমন সমস্যা — PCOD!
💫 PCOD কী?
PCOD (Polycystic Ovarian Disease) হলো এমন এক হরমোনজনিত সমস্যা যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়। এর ফলে ডিম্বাণু ঠিকভাবে পরিপক্ক হতে পারে না, আর তার প্রভাব পড়ে মাসিক, ফারটিলিটি, ওজন, ত্বক ও চুলের ওপর।
💠 কেন হয় PCOD:
👉 হরমোনের ভারসাম্য নষ্ট হলে
👉 অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব
👉 জাঙ্ক ফুড ও অনিয়মিত খাদ্যাভ্যাস
👉 ব্যায়ামের অভাব
👉 বংশগত প্রভাব
💫 যে লক্ষণগুলো দেখলে বুঝবেন PCOD হতে পারে:
🌷 মাসিক অনিয়ম
🌷 মুখে বা শরীরে অতিরিক্ত লোম
🌷 ব্রণ বা ত্বকের সমস্যা
🌷 প্রচুর চুল পড়া
🌷 ওজন বেড়ে যাওয়া
🌷 গর্ভধারণে সমস্যা
🌿 প্রতিকার ও যত্ন:
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন
✅ চিনি, ফাস্ট ফুড, সফট ড্রিংক বাদ দিন
✅ মানসিক প্রশান্তি রাখুন, সময়মতো ঘুমান
✅ পর্যাপ্ত পানি পান করুন
➡️ ইস্ট্রোজেন ব্যালান্স করে, মাসিক নিয়মিত রাখে
➡️ প্রোজেস্টেরন ব্যালান্স করে, হরমোন ঠিক রাখে।
🌸 নিয়মিত সীড সাইকেলিং করলে:
💖 মাসিক নিয়মিত হয়
💖 ব্রণ ও চুল পড়া কমে
💖 হরমোন ব্যালান্স থাকে
💖 ওজন নিয়ন্ত্রণে আসে
💖 বেবি কনসিভে সাহায্য করে