Apon Homeopathy

  • Home
  • Apon Homeopathy

Apon Homeopathy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apon Homeopathy, Medical Center, .

04/08/2025
26/07/2025

"মাইরিস্টিকা ৩ এক্স" এটাকে হোমিওপ্যাথিক ছুরি বলা হয়। পৃষ্ঠব্রণ ফাঁটানোর জন্য প্রায় অঘোঘ ঔষধ।

24/07/2025

ডা অরিন্দম ব্যানার্জী
কলকাতা
-------------
খোলা চিঠি
-------------
তোমরা জানো হোমিওপ্যাথিক চিকিৎসা আবিষ্কার ও প্রতিষ্ঠা পেয়েছে ইয়োরোপে। ১৭৯৬ খ্রীষ্টাব্দে "আবিষ্কৃত" হয়ে ১৮১০ খ্রীষ্টাব্দে ভারতে পৌঁছে যায়।

১৮৫৭ খ্রীষ্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে অ্যালোপ্যাথি চিকিৎসার প্রচার ও প্রসার ঘটতে থাকে।

১৮৮০ খ্রীষ্টাব্দে কলকাতাতেই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়। আজ যার নাম Calcutta Homoeopathic Medical College and Hospital.

ব্রিটিশ পূর্ববর্তী সময়ে দেশীয় আয়ুর্বেদ চিকিৎসা ভারতীয়দের অধঃপতনের সাথে সাথেই জগাখিচুড়ি তে পরিণত হয়।

আদি কালের বিশ্ববিদ্যালয় গুলোর মতোই আয়ুর্বেদ ও প্রায় অবলুপ্তির পথে পৌঁছেছিল।

এমতাবস্থায় ১৮৫৭ ও ১৮৮০ খ্রীষ্টাব্দে যথাক্রমে MEDICAL COLLEGE ও CALCUTTA HOMOEOPATHIC MEDICAL COLLEGE এর স্থাপনার মাধ্যমে ইয়োরোপীয় চিকিৎসার দুই ধারা ভারতবর্ষে প্রবেশ করে।

---------
বিশেষ লক্ষণীয়, দুই শিক্ষার ধারা নতুন। শিক্ষার মাধ্যম ও সম্পূর্ণ বিদেশী। ইংরাজি।
--------

১৯৪৭ খ্রীষ্টাব্দে ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে মেডিকেল কলেজ গুলোতে ক্রমে ক্রমে বাঙালি শিক্ষক দের আধিক্য ঘটতে থাকে। ছাত্রছাত্রীরাও ক্রমে ক্রমে ইংরেজিতে দুর্বল হতে হতে নোট বই নির্ভর শিক্ষা লাভ করতে থাকে।
---
বিজ্ঞানের নামে ক্রমশ বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হতে থাকে। সার্বদৈহিক চিকিৎসা অবহেলিত হয়।
--
------------------
বর্তমানে আমেরিকা, ব্রিটেনে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান চালু আছে বা যেভাবে এগিয়ে যাচ্ছে তার তুলনায় ভারতীয় উপমহাদেশে এই চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল অকার্যকর ব্যবসার সুবিধাকারী বলে প্রতীয়মান হচ্ছে।

হোমিওপ্যাথি বরাবরই সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসা করতে উদ্বুদ্ধ করে।

কিন্তু :::
হোমিওপ্যাথিক চিকিৎসা ১৯৬৮ খ্রীষ্টাব্দে ক্লার্কের প্রেসক্রাইবার নবম সংস্করণ প্রকাশিত হবার পর থেকেই আটকে গেছে।

ওদিকে আমেরিকা ও ব্রিটেনের অ্যালোপ্যাথি চিকিৎসা হানেমান অর্গ্যানন মোতাবেক মেডিসিনের PRINCIPLES কে গুরুত্ব দিতে শুরু করেছে।

তারা PRACTICE OF MEDICINE কে PRINCIPLES AND PRACTICE OF MEDICINE বলতে শুরু করেছে।
N B :
AD,1949 : PRACTICE OF MEDICINE : PRICE
A D 1955 PRINCIPLES AND PRACTICE OF MEDICINE : DAVIDSON
A D 2010 PRINCIPLES OF MEDICINE : PART I

PRACTICE OF MEDICINE : PART II

DAVIDSON'S BOOK is a book of two parts.
One > principles of medicine }
Two > practice of medicine }

তাদের বইয়ে হোমিওপ্যাথি ইউনানী আয়ুর্বেদ যোগ ব্যায়াম ইত্যাদি নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।
--------------------
---------------
ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বাতাবরণ অন্ন বস্ত্র বাসস্থান এ সীমাবদ্ধ।
উচ্চতর জীবন ধারা বহু ক্ষেত্রেই বিকৃত।
°•○●□●□●□●□●□●□●□●□●□●□●

☆বেতনের চেয়ে উপরি ইনকাম বেশি লোভনীয়।☆

♡♡হোমিওপ্যাথি যে সুস্থতার সংজ্ঞা দেয় বা ইয়োরোপে যে সুস্থতার সংজ্ঞা মান্য করা হয়ে আসছে তা ভারতীয় উপমহাদেশে বহু দূরে অবস্থান করছে। ♡♡

ক্রমশ
To be continued
FEEDBACK from Dr Benimadhab Sadhukhan DMS, Dip-NIH HARIPAL PO Khamarchandi PS HARIPAL

PIN 7 1 2 4 0 5

24th July 2025
বেণীমাধধব সাধুখাঁ Dms,Dip-Nih. -Nature

22/07/2025

বিষয় - কম্বাইন্ড চিকিৎসার প্রজ্ঞাপন দিয়ে জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত প্রসজ্ঞে।

বরাবর,
স্বাস্থ্য মন্ত্রণালয়,
স্বাস্থ্য অধিদপ্তর,
ঔষধ প্রশাসন,
ঢাকা মেডিকেল কলেজ,
সরকারি হোমিওপ্যাথি কলেজ, মিরপুর ১৪,
বাংলাদেশ হোমিওপ্যাথি কলেজ, জয়কালি মন্দির, ঢাকা।

বিষয় - কম্বাইন্ড চিকিৎসার প্রজ্ঞাপন দিয়ে জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত প্রসজ্ঞে।

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, উল্লেখিত দপ্তর ও প্রতিষ্ঠান সমূহের প্রশাসন কর্তৃপক্ষের নিকট, আমার সবিনয় নিবেদন এই যে, আমরা সবাই অবগত আছি যে, ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে এলোপ্যাথি মতে জরুরী চিকিৎসা সেবা চলছে, মাইলস্টোন ট্রাজেডির দগ্ধ জীবনের।

আমার উল্লেখিত, দুটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে অনেক DHMS, BHMS, চিকিৎসক আছেন। হোমিওপ্যাথি মতে আগুনে দগ্ধ রোগীদের জ্বালা নিবারণে, মৃত্যুহার কমাতে এবং পরবর্তীতে দ্রুত আরোগ্য করতে ক্যান্থারিস সহ বেশ কিছু অতীব দ্রুত কার্যকর ঔষধ আছে, এই সকল ঔষধ Q, 3x, 30, 200, 1M, M2, যে শক্তিতেই দেয়া হোক না কেন, ১৫-৩০ মিনিটের মধ্যে ঔষধের ফলাফল পাওয়া যায়, রোগীর যন্ত্রণা কমতে থাকে। রেফারেন্স হিসেবে, দেশি বিদেশি - হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা, অভিজ্ঞ চিকিৎসক দের বই সমুহ উল্লেখযোগ্য। আমাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সমূহের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সহ যারা নিয়মিত চেম্বারে রোগী দেখেন আমরা সকলেই এ ব্যাপারে একমত পোষণ করি যে, আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এলোপ্যাথি চিকিৎসা পাশাপাশি হোমিওপ্যাথি সহ কম্বাইন্ড চিকিৎসায়, ইমার্জেন্সি ও ক্রিটিকাল ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
আপনাদের হয়ত মনে আছে, করোনাকালীন সময়ে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে শুরুতে তাচ্ছিল্যের শিকার হলেও পরে ভারতের আয়ুষ বোর্ডের প্রজ্ঞাপণ পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে মানুষ এতই আগ্রহ দেখায় যে, পাইকারি বাজারে ঔষধ সংকট দেখা দেয়। আমি নিজেও ICU রোগীদের চিকিৎসা দেই, যারা এখনো বেঁচে আছেন।

হয়ত, বেশীরভাগই মারা যাবে, এরমধ্যেও যদি অন্তত কিছু রোগী বেঁচে যায় বা যন্ত্রণা থেকে মুক্তি পায়, তাতেই আমাদের চিকিৎসা শিক্ষা সার্থকতা। রাষ্ট্রীয় জরুরী মুহুর্তে আমাদের এই জ্ঞান কাজে না লাগলে, এই শিক্ষার উপযুক্ততা কোথায়, জানাবেন। বাদশা আকবর এর ২০ হাজার বই ছিল, কিন্তু তিনি ছিলেন, নিরক্ষর। আর আমাদের মাথায় বই আর জ্ঞান থাকলেও আমাদের জ্ঞানের প্রয়োগ নেই। প্রয়োজনের সময় যে জ্ঞান কাজে লাগে না, সে জ্ঞান অর্জনের সার্থকতা কোথায়? জানাবেন।

আমি একজন DHMS চিকিৎসক হিসেবে, আমার লব্দ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রের দুর্যোগে নিজেকে নিয়োজিত করতে সদা প্রস্তুত।

এমতাবস্থায়, রাষ্ট্রীয় দুর্যোগে MBBS সমমানের BHMS চিকিৎসক সহ অভিজ্ঞ DHMS সমন্বয়ে চিকিৎসা টীম গঠন করে, আগুনে দগ্ধ রোগীদের কম্বাইন্ড চিকিৎসা প্রদানের জন্য জরুরী প্রজ্ঞাপন এর মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিতে, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

নিবেদক,
হোমিও ডা. মো: জাকির হোসেন মাসুদ, ডিএইচএমএস
গ্রীন হোমিও হল, শান্তিনগর, ঢাকা।
01533038886
অব্যর্থ হোমিও
01711-201018

++++++++
বিদ্র: বিমানের বিপুল জ্বালানী একত্রে বিষ্ফোরণের ধাক্কায় এক ঝলকে যে শিশু যেভাবে বেঞ্চে বসে ছিল সেভাবেই কয়লা হয়ে গেছে। আর যারা বেচে ছিল তাদের অবস্থা অত্যন্ত গুরুতর। সাধারণ একটু আগুনের ছ্যাকা খেলে আমরা অনেক যন্ত্রণা পাই, তাহলে, যাদের শরীর ঝলসে গেছে, তাদের অবস্থা একবার কল্পনা করুন।

++++++++

যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদনটি পৌঁছাতে হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট ও শেয়ার করুন।

21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।
তীর্ব জ্বর আসবে ১০২°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন ।
সুস্থ থাকুন।

Case SummaryPatient Profile:A mentally challenged homeless male presented with a neglected, advanced-stage ulcerative wo...
18/07/2025

Case Summary

Patient Profile:
A mentally challenged homeless male presented with a neglected, advanced-stage ulcerative wound on the scalp. The wound was severely infected, discharging pus, and infested with maggots. The surrounding area was inflamed and red. The patient appeared physically weak and undernourished.

---

Initial Condition (Before Treatment):

Ulcerative wound on the scalp

Profuse pus discharge and maggot infestation

Marked inflammation and redness around the wound site

Overall physical weakness and signs of malnutrition

---

Diagnosis & Homeopathic Intervention:
Based on clinical observations and presenting symptoms, the following treatment was administered by Dr. Jafor Ahmed Sohel:

Acidum Carbolicum 30 – administered orally for 6 days

Calendula Officinalis Mother Tincture – applied topically to the wound

---

Follow-Up (After 1 Week):

Significant reduction in pus discharge and inflammation

Noticeable decrease in wound size

Formation of healthy granulation tissue

No signs of maggot reinfestation or active infection

Improved general physical condition of the patient

08/07/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!
::::::::::
মানুষের চিকিৎসা ব্যবস্থা ক্রমশই গোলকধাঁধা হয়ে যাচ্ছে।
সব বিষয়ে specialist ডাক্তার তৈরি হচ্ছে। যিনি নাক দেখেন উনি কান দেখেন না।
যিনি চোখ দেখেন তিনি দাঁত দেখেন না।
যিনি হার্টের চিকিৎসা করেন তিনি আবার লিভার দেখতে ভুলে যান।
এই ভাবেই চিকিৎসক সমাজেই জেনারেল ফিজিসিয়ান দের ভীষণ অভাব, ঘাটতি, লক্ষ্য করা যাচ্ছে।

হানেমানের, CHRISTIAN FREDERICK SAMUEL HAHNEMANN, এর সার্বিক ভাবে মানুষ টা কে দেখা চর্চার মধ্যে থেকে উধাও হয়ে গিয়েছে।

ফলত বিভিন্ন NURSING HOME এর চিকিৎসা অপ্রয়োজনীয় ব্যয়বহুল অমানবিক পরিস্থিতি তৈরি করে যাচ্ছে।

দেখবার মতো চোখ সম্পন্ন চিকিৎসক অমিল হয়ে যাচ্ছে।

07/07/2025

হাস্যাস্পদ
--------------
-
উচ্চ রক্তচাপ থাকলে প্রথমেই মাছ-মাংস-ডিম ছানার দ্রব্য ও তৈলাক্ত ভাজাভুজি সম্পূর্ণ পরিহার করা আবশ্যক।
-
2025 খ্রীষ্টাব্দ জুলাই মাস
রক্তচাপ কম পাওয়াই যাচ্ছে না।
-
এমতাবস্থায় কোনও এক চিকিৎসক ফোনে কোনও রোগী বিষয়ে পরামর্শ চাইলে, যখনই বলি রোগির প্রেসার কেমন তখনই বলে 'প্রেসার নরমাল' ।
-
তার নিজের ছেলের কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে।
নিজের স্ত্রী র বৃহদন্ত্রের ক্যানসার অপারেশন করে চিকিৎসা চলছে।
-
সেই চিকিৎসক কিছুতেই বুঝতে চাইছে না এসব রোগে উচ্চ রক্তচাপ জড়িত। এবং উচ্চ রক্তচাপ মাছ-মাংস-ডিম ছানার দ্রব্য ও তৈলাক্ত ভাজাভুজি র উপর প্রাথমিক ভাবে নির্ভরশীল।
-
উল্টে ব্যাপারটাকে 'হাস্যাস্পদ' বলেছে।

নমস্কার

01/07/2025

LIFESTYLE DISEASES :-

It's Diagnosis and Treatment
------------------
----
Hahnemann's "Pseudo Chronic Diseases" mostly coincides with modern day's
"Life-style diseases".
--
DIAGNOSIS ::::::::::
Only four parameters are sufficient for the diagnosis.

1☆ Height
2☆ Weight
3☆ Brachial Artery BLOOD PRESSURE of
▪▪ both arms
4☆ Bowel HABIT
□□□□□□□□□□□□□□□□□□□□□□
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
1111● HEIGHT - WEIGHT ●2222
Tells us about consumptions of
RICE - WHEAT - POTATOES - OILS.

If weight is more -
Lessen the amount of
RICE - WHEAT - POTATOES - OILS.

IF WEIGHT IS LESS -
TRY TO INCREASE - the amount of RICE, wheat, potatoes for consumption.
□□□□□□□□□□□□
□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□

333● Brachial Artery BLOOD PRESSURE :::

Normal blood pressure chart for different ages are available in the Text-books of Medicine.
Keep it and compare with the patient's blood pressure / age.

If increased ::::::
Lessen the amount of PROTEIN.
AND OILS TO BE LESSEN, ALSO.

If low (blood pressure )::::
Increase the amount of PROTEIN. [Fish, meat, egg, cheese, dals ]
□□□□□□□□□□□□□□□□□□
□□□
4444 ● Bowel HABIT ● 4444
Constipation / DIARRHOEA

If constipated ::::
Lessen the amount of PROTEIN and increase the amount of leafy vegetables.

If diarrhoeal :::
Reverse the pattern.
□□□□□
□□□□□□□□□□●●●●□□□□□□□
Last P O I N T

Diurnal variations ☆☆☆☆☆☆
We are under the control of SUN.
Sun rises, we rise.
Sun sets, we sleep.
Sun shines most at noon, our bodies feel most hungry at midday.

Diet serving must be accordingly with the SUN.

THANKS.
N B : PROTEIN < Animal source
fish, meat, egg
The effects
Most of the peoples don't know the preparations without adding oils. Now this added oil do the most damage to health.

One more thing : animal protein makes Bowel HABIT lazy. That's constipation.
Constipation, itself causes :-
1 A**l problems : haemorrhoids, etc.
2 Hernia
3 Dyspnoea
----
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○

< Vegetable source DALs
It is a good source of protein, when two or three types of different DALs are mixed.
The plus point of vegetable protein is it doesn't make the Bowel HABIT lazy. No constipation is produced. Bowels remain clear day after day.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

Address


Telephone

+8801720021699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram