Hahnemann Homeo hall

Hahnemann Homeo hall যার কাছে অন্ধকার থাকে সে আলো নিয়ে খেলতে পারেনা।

06/03/2025

02/03/2025
রোগীর নাম: Aaa, বয়স: ৩১ বছর, সন্তান: ১ জন

স্বাস্থ্য : থলথলে মেদবহুল ফর্সা
প্রকৃতি : ভীতু প্রকৃতির, একা থাকলে ভয় পায়, রাতে একলা বাইরে যেতে ভয় পায়, বজ্রপাতের প্রচন্ড ভয়।

বর্তমান সমস্যা : সন্ধ্যায় মাথাব্যথা হয় বিশেষ করে দিনের বেলায় পরিশ্রম করলে মাথা ব্যথা হয়।
ঋতুস্রাব প্রতিমাসে ১৫ দিন দেরিতে হয়।
ঘাম প্রচুর, ঘামের কারণে পোশাকে কালো দাগ হয়। ঘামে তেমন গন্ধ নেই। ঘন ঘন সর্দি হয়।
শীতকালে তুলনামূলক সর্দি বেশি হয়। শীতকালে কম্বলের নিচে পা সহজে গরম হয় না। পা গরম হতে অনেক সময় লাগে। আবার অত্যাধিক গরমও সহ্য হয়না।
পিপাসা বেশি।
আইসক্রিম খুব পছন্দ করে। মশলা জাতীয় খাবার ও টক জাতীয় খাবার পছন্দ। সিদ্ধ ডিম পছন্দ। মাংস অতিরিক্ত পছন্দ।
ঘুমের মধ্যে কথা বলে।
ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করে। একগুঁয়ে স্বভাবের।
সহজে কান্না করে। জিনিসপত্র গুছিয়ে রাখে না। কাজে কর্মে ধীর। অল্প পরিশ্রমে হাপিয়ে উঠে। মতের অমিল হলে খুব রাগে।
সহবাসে অল্পতেই তৃপ্তি মিটে যায়।

1. Generals:
Flabby, fatty build.
Profuse, non-offensive sweating with staining.
Aversion to both cold (feet slow to warm) and heat (can't tolerate too much).
Thirst: increased, likes ice cream.
Cravings: spicy, sour, meat, eggs.
Menstrual delay (15 days late each month).

2. Mental/Emotional:
Fearful: of being alone, thunderstorms, going out at night.
Obstinate, stubborn.
Disorganized (doesn't tidy up).
Slow in work, lazy.
Easily angered when contradicted.
Cries easily.
Talks in sleep.

3. Physical Symptoms:
Evening headaches after exertion.
Cold susceptibility, worse in winter.
Breathlessness on exertion.

Rubric to consider :

Mind; FEAR; thunderstorm, of (Kent: Mind, Fear, thunderstorm)
Mind; FEAR; alone, of being (Kent: Mind, Fear, alone)
Mind; STUBBORN (Kent: Mind, Obstinate)
Mind; WEEPING, tearful; easily (Kent: Mind, Weeping, easily)
Mind; SLOWNESS (Kent: Mind, Dullness, sluggishness)
Mind; LAZINESS (Kent: Mind, Laziness)
Generals; FOOD and DRINKS; eggs; desire (Generals, Food, Eggs, desire)
Generals; FOOD and DRINKS; meat; desire (Generals, Food, Meat, desire)
Generals; FOOD and DRINKS; spicy; desire (Generals, Food, Spicy, desire)
Generals; FOOD and DRINKS; sour; desire (Generals, Food, Sour, desire)
Generals; FOOD and DRINKS; ice cream; desire (Generals, Food, Ice cream, desire)
Generals; PERSPIRATION; profuse (Generals, Perspiration, Profuse)
Generals; PERSPIRATION; staining linen (Generals, Perspiration, Staining)
Generals; HEAT; intolerance of (Generals, Heat, intolerance)
Head; PAIN; exertion; agg. (Head, Pain, Exertion, agg.)
Head; PAIN; evening (Head, Pain, Evening)
Female; ME**ES; delayed (Female, Me**es, Suppressed, delayed)
Extremities; COLDNESS; feet (Extremities, Coldness, Feet)
Chest; WEAKNESS; exertion, on (Chest, Weakness, Exertion, on)

প্রধান হোমিওপ্যাথিক ঔষধ:
Calcarea Carbonica (ক্যালকেরিয়া কার্বোনিকা)

লক্ষণের সাথে মিল:
শারীরিক গঠন ও সাধারণ লক্ষণ:
1. থলথলে মেদবহুল দেহ (ফর্সা, শিথিল মাংসপেশি) — Calcarea-রোগীর বৈশিষ্ট্য।
2. প্রচুর ঘাম (পোশাকে কালো দাগ) — Calcarea-এর ঘাম সাধারণত মাথা ও ঘাড়ে বেশি হয় এবং লিনেনে দাগ ফেলে।
3. শীত-গ্রীষ্ম অসহিষ্ণুতা — পা ঠাণ্ডা, কিন্তু অতিরিক্ত গরমও সহ্য হয় না (Calcarea-এর "Chilly yet heat-intolerant" বৈশিষ্ট্য)।
4. খাদ্যাভ্যাস:
- আইসক্রিম, মশলা, টক, মাংস, ডিমের প্রতি আসক্তি — Calcarea-এর "Desire for eggs, sour, indigestible things" এবং "Desire for meat" রুব্রিকের সাথে মিলে।
5. ঋতুস্রাব ১৫ দিন দেরি— Calcarea-এর ঋতু অনিয়মিত ও দেরিতে হওয়ার প্রবণতা।
মানসিক লক্ষণ:
1. ভীতু প্রকৃতি— একা থাকার ভয়, বজ্রপাতের ভয় (Calcarea-এর "Fear of misfortune, thunderstorms")।
2. একগুঁয়ে স্বভাব — জিদ্দি, মতের অমলে রাগ (Calcarea-এর "Obstinate, headstrong")।
3. কাজে ধীরগতি— শ্লথ, অলসতা (Calcarea-এর "Sluggishness, mental and physical")।
4. ঘুমে কথা বলা — Calcarea-এর শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এই লক্ষণ দেখা যায়।

অন্যান্য লক্ষণ:
1. সন্ধ্যায় মাথাব্যথা(পরিশ্রমে বৃদ্ধি) — Calcarea-এর "Headache from mental exertion" বা "Evening aggravation"।
2. শীতকালে সর্দি — Calcarea-এর ঠাণ্ডা লাগার প্রবণতা (সার্বিক দুর্বল ইমিউনিটি)।
3. হাঁপিয়ে ওঠা — সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট (Calcarea-এর "Weakness from exertion")।

যুক্তি:
Calcarea Carbonica এই রোগীর **লক্ষণের সামগ্রিকতা** (শারীরিক গঠন, মানসিক বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, ঘাম ও ঋতুস্রাবের সমস্যা) সবচেয়ে ভালো কভার করে।

02/03/2025

1)Calc carb- 1M/5, 3rd, ODM, SD(6 Succ)
2)CP-XV, ODE

20/08/2024

কৃতজ্ঞতা স্বীকার : Homeo Digest

06/10/2023

আইলো জাতীয় নির্বাচন...

Address

Lakshmipur

Opening Hours

Monday 16:30 - 21:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 16:30 - 17:00
Thursday 16:30 - 21:00
Friday 09:00 - 12:30
15:00 - 21:00
Saturday 16:30 - 21:00
Sunday 16:30 - 21:00

Telephone

+8801740889868

Alerts

Be the first to know and let us send you an email when Hahnemann Homeo hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hahnemann Homeo hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram