05/08/2025
যে কারণে পেছনের পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস আজই ত্যাগ করবেন
মানিব্যাগ আমরা কোথায় রাখি? অধিকাংশের উত্তর হবে—পেছনের পকেটে। অথচ পুরু ও ভারী মানিব্যাগ পেছনের পকেটে রাখা ভীষণ ক্ষতিকর। বিশেষ করে পেছনের পকেটে ম্যানিব্যাগ রেখে দীর্ঘক্ষণ বসে থাকা তো রীতিমতো আত্মঘাতী! কারণ, এই অভ্যাসেরা কারণে ধীরে ধীরে আপনার মেরুদণ্ডের হাড় সরে যেতে পারে স্বাভাবিক অবস্থান থেকে।