FIT & FINE Physiotherapy & Rehabilitation Centre

FIT & FINE Physiotherapy & Rehabilitation Centre Our experienced Physiotherapists Specialize in the treatment of Musculoskeletal, Neurological conditions and sports injuries.

পায়ের গোড়ালির পিছনে ব্যথা?আমাদের পায়ের গোড়ালির পিছনে প্রায়ই ব্যথা অনুভূতি হয়।এর কারন হল     Retrocalcaneal Bursitis মানে...
13/05/2025

পায়ের গোড়ালির পিছনে ব্যথা?

আমাদের পায়ের গোড়ালির পিছনে প্রায়ই ব্যথা অনুভূতি হয়।এর কারন হল Retrocalcaneal Bursitis মানে বার্সার প্রদাহ। বার্সা একটি ছোট তরল ভরা থলি যা গোড়ালির পিছনে অ্যাকিলিস টেন্ডন এবং ক্যালকেনিয়াস হিল বোন এর মধ্যে থাকে।বার্সা টিস্যু গুলির মধ্যে ঘর্ষন কমায়, এটি কুশন হিসেবে কাজ করে।বার্সার প্রদাহ সাধারণত অতিরিক্ত ব্যবহার, চাপ,দৌড়ানো, লাফ দেওয়া, দীর্ঘ সময় দাড়িয়ে থাকা, আঘাত জনিত কারন এমন কি হিল জুতা বা খারাপ ফিটিং জুতা পরা থেকেও হতে পারে। যার ফলে আক্রান্ত স্থানে খুব ব্যথা, লাল ভাব ও ফোলা দেখা যায়। ধীরে ধীরে জয়েন্ট শক্ত হয়ে আসে এবং হাটাচলা করতে কষ্ট হয়।বার্সার প্রদাহ চিকিৎসায় আমরা সাধারণত ব্যথা নাষক ঔষধ খেয়ে থাকি।কিন্তু সাময়িক ব্যথা কমলেও হাটতে গেলে আবার ব্যথা অনুভব হয়। ফিজিওথেরাপি চিকিৎসা একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে যা ব্যথা কমাতে ও কারযকারিতা উন্নতি করতে সাহায্য করে। চিকিৎসার মধ্যে ম্যানুয়াল থেরাপি, আইসের ব্যবহার স্ট্রেচিং, স্টেবিলাজেশন থেরপিউটিক ব্যায়াম ও ইলেকট্রিক মডালাইটিস( আলট্রাসাউন্ড, লেজার, স্টিমোলেশন থেরাপি অন্তর্ভুক্ত থাকে যা একজন ফিজিওথেরাপিস্টের নিদের্শে কর হয়।

29/04/2025
 প্যারালাইসিস রোগী ফিজিওথেরাপি না নিলে কি হয়? প্যারালাইসিস রোগী ফিজিওথেরাপি না নিলে রোগী পেশীর শক্তি তেমন একটা ফিরে পা...
26/08/2024

 প্যারালাইসিস রোগী ফিজিওথেরাপি না নিলে কি হয়?

প্যারালাইসিস রোগী ফিজিওথেরাপি না নিলে রোগী পেশীর শক্তি তেমন একটা ফিরে পান না।
বিছানা থেকে উঠতে না পারা, হাঁটতে না পারা,
নিজের দৈনন্দিন কাজ করতে না পারার কারণে রোগী মানসিক যন্ত্রণা ও বিষন্নতায় আক্রান্ত হন।
খাদ্যনালী, জিহ্বা ইত্যাদি আক্রান্ত হলে নলের মাধ্যমে খাওয়াতে হয়।
মুখমণ্ডলের পেশি দুর্বল হলে কথা জড়িয়ে আসে।
চোখ বুজতে না পারলে চোখে সংক্রমণের আশঙ্কা থাকে। সাধারণভাবে দুর্বল পেশি বা দুর্বল পাশটি রোগী কম ব্যবহার করতে চান। ফলে এই দুর্বল পেশির আকার ছোট হয়ে আসে, কুঁচকে যায়,শক্ত হয়ে যায়।
অবশ অংশে সংক্রমণ,ঘা বা বেড সোর,রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়ার মত জটিলতা হতে পারে।

প্লাঙ্ক ব্যায়ামটি  আপনার কোমর, পেট, নিতম্ব, কাঁধ, হ্যামস্ট্রিং, কোর মাসলের শক্তি বাড়ার অর্থ হচ্ছে আপনি ভিতর থেকে সুস্থ ...
07/03/2022

প্লাঙ্ক ব্যায়ামটি আপনার কোমর, পেট, নিতম্ব, কাঁধ, হ্যামস্ট্রিং, কোর মাসলের শক্তি বাড়ার অর্থ হচ্ছে আপনি ভিতর থেকে সুস্থ থাকবেন, ক্রমশ সুগঠিত হয়ে উঠবেন। কোমরের ব্যাথা নিরাময়ে অত্যন্ত কার্যকারী ।প্রথমদিকে অন্তত 30 সেকেন্ড ধরে রাখুন, তার পর ক্রমশ সময়টা বাড়াবেন এবাবে ১০/১৫ মিনিট করার অব্বাস করুন।

Address

House 68, Ist Floor, Road 03, Gausul Azom Road, Sector 14, Uttara, Dhaka
Uttara
1230

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 16:00 - 20:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Telephone

+8801717428220

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIT & FINE Physiotherapy & Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to FIT & FINE Physiotherapy & Rehabilitation Centre:

Share