
24/06/2025
"ডায়েট করছি, তবু ডায়াবেটিস কমছে না!"
এই কথা অনেকেই বলেন। কিন্তু আসল কথা হল — সবার জন্য একই ডায়েট প্ল্যান কাজ করে না।
আপনার বয়স, উচ্চতা, ওজন, লাইফস্টাইল — এসব কিছু অনুযায়ী ডায়েট হতে হবে একদম নিজের মতো করে।
ডায়াবেটিস কন্ট্রোল করতে শুধু চিনিমুক্ত খাওয়াই যথেষ্ট না। ঠিক পরিমাণে, ঠিক সময়ে, আপনার শরীরের দরকার মতো খাবার খাওয়া সবচেয়ে জরুরি।
তাই অন্ধভাবে ডায়েট না করে, একজন পেশাদার ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে, নিজের জন্য কাস্টমাইজড ডায়েট নিন।
সুস্থ থাকুন, নিজের শরীরকে বুঝুন।
#ডায়েট #ডায়াবেটিস