30/12/2020
#চুল_পড়া_ও_মাথা_ব্যাথার_ন্যাচারাল_চিকিৎসা_Cupping_therapy
যেহেতু শীতের সময় অনেকে মাথা ন্যাড়া করতে চান না
সেক্ষেত্রে চুল আধা ইঞ্চি পর্যন্ত ছোট করে আসলে চুলের মধ্যে ইলেকট্রিক সাকশান মেশিন দিয়ে হিজামা করা যাবে।
1) Cupping চামড়াতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গ্রন্থিগুলিকে সক্রিয় করে, যা চুল এবং শিকড়গুলির জন্য ভাল খাবার সরবরাহ করে।
(অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যারা মাথায় হিজামা Cupping therapy করান তাদের চুল পড়ার হার একেবারেই কম, এবং এটাও দেখা গেছে যাদের মাথার চুল অনেকখানি পড়ে গেছে তারা হিজামা নিলে মাথার চুল বেশ ইনপ্রুব হয়।
২) ত্বকের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং লাল জোন গঠন করা হয় যা ত্বকের মেটাবলিজম বৃদ্ধি করে এবং রক্তের কোষের উপকারে পৌঁছাতে নির্দেশ করে।
3) ঘাম এবং ঘাম গ্রন্থিগুলির ক্রিয়াকলাপ বাড়ায় এবং হিজামার পরে ত্বকের ছিদ্র খুলে যায়
4) হিজামা দ্বারা শুধুমাত্র ত্বক থেকে রক্ত অপসারণ করা হয় না বরং ত্বকের পৃষ্ঠাধীন ক্ষতিকারক পদার্থগুলি সরিয়ে ফেলা হয়।
5) রোগ প্রতিরোধে ত্বকের বিশেষ ভূমিকা রয়েছে, হিজামা দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ত্বকের সে ক্ষমতা বৃদ্ধি পায়,যার দ্বারা ত্বক শক্তিশালী ভাবে অনেক জীবাণুকে প্রতিরোধ করে থাকে।
চুলের জন্য হিজামা নিতে হলে চুল একেবারেই ফেলে দিয়ে হিজামা নিলে খুব দ্রুত উপকার পাওয়া যায়।
অনেকেই চুল ফেলতে চান না, সেক্ষেত্রে চুল একেবারেই ছোট করে আসতে হবে।
মহিলাদের ক্ষেত্রে যেহেতু চুল কাটা হয় না সেক্ষেত্রে আমরা বিকল্প কিছু পয়েন্টে হিজামা করাই এবং সরাসরি চুলেও হিজামা করাই, যেটাতে ইনপ্রুব হতে একটু বেশি সময় লাগে।
বিশেষ দ্রষ্টব্য: ইলেকট্রিক সাকশান মেশিনের মাধ্যমে চুলে হিজামা করার ব্যবস্থা আছে।
#হিজামার_আরো_উপকারিতা
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা দূর করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
#জরুরী_বিষয়
হিজামা অবশ্যই সেন্টার থেকে নেয়া চাই, কারণ সেন্টারে যে বিষয়গুলো মেন্টেন করা হয় সেটা বাহিরে করা হয় না।সেন্টারে প্রয়োজনীয় ইনস্টুমেন্ট থাকে,যাতে রোগীকে যে কোন অবস্থায় সাপোর্ট দেয়া যায়। আমরা হিজামার ব্যপারে সেফটির কথা চিন্তা করে পুরোপুরি এ বিষয়গুলো মেন্টেন করার চেষ্টা করি।
করোনা অবস্থায় নিরাপদ ভাবে হিজামা করা হয়।
হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:---https://m.facebook.com/story.php?story_fbid=129950007661085&id=129937304329022
হিজামাতে যেসব রোগের উপকার হয় জানতে এখানে ক্লিক করুন:---https://m.facebook.com/story.php?story_fbid=279469249375826&id=129937304329