Nesariya Hijama Therapy

Nesariya Hijama Therapy হিজামা থেরাপি নিন সুস্থ থাকুন

30/05/2022
ঈদ মোবারক
15/05/2021

ঈদ মোবারক

28/02/2021

আবারো চলে এলো হিজামা করানোর সুন্নত তারিখ!

আগামী ২, ৪ এবং ৬ই মার্চ মোতাবেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার।
(আগের দিন সূর্যাস্তের পর থেকে শুরু)

সুন্নত তারিখ শুরু হলো.......
30/01/2021

সুন্নত তারিখ শুরু হলো.......

সুদূর  নারায়নগঞ্জ থেকে বন্ধু বাপি এসেছে বিভিন্ম সমস্যার জন্য হিজামা থেরাপি  করাতে এসেছিল
27/01/2021

সুদূর নারায়নগঞ্জ থেকে বন্ধু বাপি এসেছে বিভিন্ম সমস্যার জন্য হিজামা থেরাপি করাতে এসেছিল

চুলপড়া সমস্যায় হিজামা করাতে পারেন.....
24/01/2021

চুলপড়া সমস্যায় হিজামা করাতে পারেন.....

হিজামা ট্রেনিং!তারিখ: ১৯,২০, ২১শে ফেব্রুয়ারি।শুক্র, শনি ও রবিবার।সরকারি ছুটি থাকায় অনেকেই অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ।
20/01/2021

হিজামা ট্রেনিং!

তারিখ: ১৯,২০, ২১শে ফেব্রুয়ারি।
শুক্র, শনি ও রবিবার।
সরকারি ছুটি থাকায় অনেকেই অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ।

★হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে?★মাথায় বিভিন্ন রোগের জন্যেই হিজামা পয়েন্টস রয়েছে। আমরা যেহেতু বিভিন্ন রোগের...
04/01/2021

★হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে?★

মাথায় বিভিন্ন রোগের জন্যেই হিজামা পয়েন্টস রয়েছে। আমরা যেহেতু বিভিন্ন রোগের জন্যেই হিজামা করি তাই মাথাতেও সংশ্লিষ্ট রোগের জন্যে হিজামা করা হয়েছে বিভিন্ন রোগীর!
আমাদের বেশ কিছু রোগীদের ভাষ্যমতে এসব জায়গাগুলোতে নাকি খুব দ্রুত চুল গজাচ্ছে এবং আশেপাশের জায়গাগুলোতেও চুল পড়ে যাওয়ার মাত্রা বেশ কমে যাচ্ছে!

থিওরিটিক্যালি চুল গজানোর ক্ষেত্রে হিজামার উল্লেখযোগ্য অবদান আছে। যেভাবে হিজামা কাজ করে তা সত্যিই ভীষণ আশান্বিত হবার মত!

১) Androgenic Alopecia তে Causative pathologic substance হল DHT(Dihydrotestosterone), প্রতি সেশন হিজামা তে মাথার তালুর আক্রান্ত জায়গা থেকে কাপিং ব্লাড এর সাথে প্রচুর DHT বের হয়ে আসে।এটি হিজামার excretory benefit এর একটা উদাহরণ।

২) অন্যদিকে হিজামার মাধ্যমে তৈরি হওয়া নাইট্রিক অক্সাইড একটি potent vasodilator, তাই হিজামা local healthy blood circulation promote করে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজামাকে 'সর্বোৎকৃষ্ট' চিকিৎসা বলেছেন। তাহলে চুলের চিকিৎসাতেই বা কেন নয়?

চুলপড়া সমস্যায় মাথায় হিজামা করালে যে লাভগুলো হবে:
১)এটি একসাথে দুটি pathologic target কে cover করে। তাই চুল পড়া বন্ধে প্রতিদিন শ্যাম্পু, লোশন, স্প্রের অত্যাচার থেকে বাঁচতে হিজামা নতুন আশা বয়ে নিয়ে আসবে।

২) খরচের দিক বিবেচনায় হিজামা PRP এর তুলনায় অনেক বেশি সহজলভ্য।

৩) Prophetic Medicine এর অংশ হিসেবে হিজামা একদম নিরাপদ।

৪) চিকিৎসা হিসেবে একটা সুন্নাহকে বেছে নেওয়ার spiritual benefits and rewards তো আছেই!

৫) মাথা ব্যথা বা রিলাক্সেশন এ মাথায় হিজামা অত্যন্ত উপকারী। চুলের জন্যে চিকিৎসা নিলেও এই উপকারগুলো হবে বাড়তি পাওয়া।

30/12/2020

#চুল_পড়া_ও_মাথা_ব্যাথার_ন্যাচারাল_চিকিৎসা_Cupping_therapy
যেহেতু শীতের সময় অনেকে মাথা ন্যাড়া করতে চান না
সেক্ষেত্রে চুল আধা ইঞ্চি পর্যন্ত ছোট করে আসলে চুলের মধ্যে ইলেকট্রিক সাকশান মেশিন দিয়ে হিজামা করা যাবে।
1) Cupping চামড়াতে রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করে চুলের গ্রন্থিগুলিকে সক্রিয় করে, যা চুল এবং শিকড়গুলির জন্য ভাল খাবার সরবরাহ করে।
(অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যারা মাথায় হিজামা Cupping therapy করান তাদের চুল পড়ার হার একেবারেই কম, এবং এটাও দেখা গেছে যাদের মাথার চুল অনেকখানি পড়ে গেছে তারা হিজামা নিলে মাথার চুল বেশ ইনপ্রুব হয়।
২) ত্বকের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং লাল জোন গঠন করা হয় যা ত্বকের মেটাবলিজম বৃদ্ধি করে এবং রক্তের কোষের উপকারে পৌঁছাতে নির্দেশ করে।
3) ঘাম এবং ঘাম গ্রন্থিগুলির ক্রিয়াকলাপ বাড়ায় এবং হিজামার পরে ত্বকের ছিদ্র খুলে যায়
4) হিজামা দ্বারা শুধুমাত্র ত্বক থেকে রক্ত ​​অপসারণ করা হয় না বরং ত্বকের পৃষ্ঠাধীন ক্ষতিকারক পদার্থগুলি সরিয়ে ফেলা হয়।
5) রোগ প্রতিরোধে ত্বকের বিশেষ ভূমিকা রয়েছে, হিজামা দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ত্বকের সে ক্ষমতা বৃদ্ধি পায়,যার দ্বারা ত্বক শক্তিশালী ভাবে অনেক জীবাণুকে প্রতিরোধ করে থাকে।

চুলের জন্য হিজামা নিতে হলে চুল একেবারেই ফেলে দিয়ে হিজামা নিলে খুব দ্রুত উপকার পাওয়া যায়।
অনেকেই চুল ফেলতে চান না, সেক্ষেত্রে চুল একেবারেই ছোট করে আসতে হবে।

মহিলাদের ক্ষেত্রে যেহেতু চুল কাটা হয় না সেক্ষেত্রে আমরা বিকল্প কিছু পয়েন্টে হিজামা করাই এবং সরাসরি চুলেও হিজামা করাই, যেটাতে ইনপ্রুব হতে একটু বেশি সময় লাগে।
বিশেষ দ্রষ্টব্য: ইলেকট্রিক সাকশান মেশিনের মাধ্যমে চুলে হিজামা করার ব্যবস্থা আছে।

#হিজামার_আরো_উপকারিতা
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা দূর করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

#জরুরী_বিষয়
হিজামা অবশ্যই সেন্টার থেকে নেয়া চাই, কারণ সেন্টারে যে বিষয়গুলো মেন্টেন করা হয় সেটা বাহিরে করা হয় না।সেন্টারে প্রয়োজনীয় ইনস্টুমেন্ট থাকে,যাতে রোগীকে যে কোন অবস্থায় সাপোর্ট দেয়া যায়। আমরা হিজামার ব্যপারে সেফটির কথা চিন্তা করে পুরোপুরি এ বিষয়গুলো মেন্টেন করার চেষ্টা করি।
করোনা অবস্থায় নিরাপদ ভাবে হিজামা করা হয়।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:---https://m.facebook.com/story.php?story_fbid=129950007661085&id=129937304329022

হিজামাতে যেসব রোগের উপকার হয় জানতে এখানে ক্লিক করুন:---https://m.facebook.com/story.php?story_fbid=279469249375826&id=129937304329

Address

House 20, Road 1, Sector 09
Uttara
1230

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801716008477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nesariya Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nesariya Hijama Therapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram