VitaHealthbd

VitaHealthbd সুস্থ, স্বাভাবিক ও সক্ষম থাকাটাই মূল স্বাস্থ্য।
(1)

10/07/2025

সন্তান না হওয়া বা ইনফার্টিলিটি সমস্যার চিকিৎসায় বাংলাদেশে দীর্ঘ ২৪ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. মোশতাক আহমেদ এবং ডা. ফারহানা আনাম। তাঁদের অভিজ্ঞতা, আন্তরিকতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অসংখ্য দম্পতি পেয়েছেন সন্তানের মুখ দেখার সৌভাগ্য।

তেমনই এক দম্পতি ইমতিয়াজ আহমেদ ও নিলা আহমেদ। বিয়ের পর অনেক বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেও তাঁরা বারবার ব্যর্থ হয়েছেন। দেশের বাইরে বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েও কোনো আশাব্যঞ্জক ফল পাননি। এই ব্যর্থতা তাঁদের হতাশ করলেও, তাঁরা হাল ছাড়েননি। সন্তান লাভের আশায় লড়াই চালিয়ে যান অবিচলভাবে।

২০০২ সালের শেষের দিকে, এই দম্পতি ঢাকার “হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার”-এ চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। এখানে এসে তাঁরা পান সঠিক দিকনির্দেশনা, যত্ন, আধুনিক চিকিৎসা এবং সর্বোপরি এক মানবিক স্পর্শ। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় তাঁদের জীবনে আসে বহুল প্রতীক্ষিত সুখবর।

দীর্ঘ অপেক্ষা শেষে, ১৪ ডিসেম্বর ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। এই মুহূর্তটি তাঁদের জীবনে শুধু আনন্দের নয়—বরং এক দীর্ঘ সংগ্রামের গৌরবময় পরিণতি।

এত বছর পর তাঁরা তাঁদের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক ভিডিও বার্তায়—যা শুধু তাঁদের ব্যক্তিগত গল্প নয়, বরং হাজারো দম্পতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি একটি প্রমাণ, যে সাহস, অধ্যবসায় ও সঠিক চিকিৎসার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়।

এই গল্প শুধু একটি দম্পতির সাফল্য নয়—এটি প্রমাণ করে যে সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা এখনও ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, হতাশায় ডুবে আছেন—তাঁদের জন্য “হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার” হতে পারে একটি আশার ঠিকানা। আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে এখানে বহু দম্পতি ফিরে পেয়েছেন জীবনের কাঙ্ক্ষিত আনন্দ।

সন্তান নেওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই যোগাযোগ করুন হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ারে।
Harvest Infertility Care

Shout out to my newest followers! Excited to have you onboard! Sekhar Singh Mura, Fardus Amin, Antora Akter Johura, সাজি...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sekhar Singh Mura, Fardus Amin, Antora Akter Johura, সাজিদুর রহমান সেবুল, Shuva Akram, AL Mamun Polite Man, Kaniz Fatema, MD Mirazul Islam, Arun Mondal, S A Sara, Nusaiba Jahan Rifa, Shakhi Rahman, Bipul Islam Durjoy, Marium Siddika, Ri Tu, অধরা মাধুবি, Mahbub Alom, Eftey Sam, Aspia Jannat, Sumaiya Gazi, S Ariyan Arafath, سنجىدة اسلام, Mst Shraboni, Ribanna Tanzin Rumi, Taslima Jannat Tanisa, Abu Abdullah, Sumaya Akter, Nusrat Tabasum Rini, Mashiyat Oishee, Md Asaduzzaman Apurbo, Afroja Moni, Saba Saba, Laki Rayan, Jannat Rahman, মাহেরা'র আম্মু, Israt Jarin Sijan, Tahmina Islam Tisha, Sanita Islam, Kanij Fatema, Jannat Islam, Afroza Rizwan, Bosonto Rithu Mukta, Muskan Rahman, Sharmin Zman, Ovimani Rajkonna, Jara Islam Eima, Nil Projapoti, Meherima Sultana, Abdullah Amin

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
29/06/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

29/06/2025

ভারতীয় এই অভিনেত্রীর পোশাক দেখে মনে হচ্ছে, তিনি যেন আদিম যুগে ফিরে যেতে চান! তার পরনে থাকা পোশাকটি জঙ্গলের যুগের স্টাইলকে স্মরণ করিয়ে দেয়। নিষিদ্ধ এরিয়া সবাইকে সহজে দেখাতে চায়। উদের দেখে মনে হয় মানুষিক বিকারগস্ত।

28/06/2025

আপনার ডিম্বনালীতে ব্লক আছে ?

Big shout out to my newest top fans! 💎 Ananto BijoyDrop a comment to welcome them to our community,
28/06/2025

Big shout out to my newest top fans! 💎 Ananto Bijoy

Drop a comment to welcome them to our community,

26/06/2025

বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসা সেবায় কাজ করে আসছে হার্ভেস্ট ইনফার্টিলিটি কেয়ার। প্রতিষ্ঠানটি ২৫ বছর ধরে এ খাতে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

সেন্টারটির প্রতিষ্ঠাতা ও প্রধান দুই চিকিৎসক ডা. মোশতাক আহমেদ ও ডা. ফারহানা আনাম। তাঁদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে বহু দম্পতি উপকৃত হয়েছেন।

এদের মধ্যে ইমতিয়াজ আহমেদ ও তাঁর স্ত্রী নিলা আহম একটি উদাহরণ। বিয়ের পর দীর্ঘ সময় তারা সন্তান লাভে ব্যর্থ হন। পাকিস্তানে চিকিৎসা নিয়েও ফল পাননি। পরবর্তীতে তাঁরা হার্ভেস্ট ইনফার্টিলিটি কেয়ারে চিকিৎসা নেন এবং সফলভাবে সন্তান লাভ করেন। বর্তমানে তাঁদের সন্তানের বয়স ২১ বছর।

হার্ভেস্টের রয়েছে অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক ল্যাব সুবিধা এবং প্রশিক্ষিত স্টাফ। ফলে বন্ধ্যাত্ব চিকিৎসায় সঠিক দিকনির্দেশনা ও দীর্ঘমেয়াদি সমাধান মিলছে এখানে।

26/06/2025

মাদক: প্রজনন শক্তির নীরব ঘাতক
মাদক শুধু মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি নীরবে ধ্বংস করে দেয় একজন পুরুষ বা নারীর প্রজনন ক্ষমতাও। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মাদক গ্রহণের ফলে স্পার্ম কাউন্ট কমে যায়, স্পার্ম দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় তা বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়। নারীদের ক্ষেত্রেও ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হয়, গর্ভধারণে জটিলতা সৃষ্টি হয়।

26/06/2025

নীরবে আপনাকে শেষ করে দিচ্ছে মাদক। শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্য নিয়ে ভয়াবহ সত্য জানতে দেখুন এই ভিডিও

25/06/2025

কেগেল ব্যায়ামে পেলভিক স্বাস্থ্য ভালো থাকে, যৌন জীবনেও আসে ইতিবাচক প্রভাব

নারী ও পুরুষ উভয়ের জন্য উপকারী এক ব্যায়াম কেগেল এক্সারসাইজ। বিশেষ করে প্রস্রাব ও মল নিয়ন্ত্রণের সমস্যা, যৌন দুর্বলতা ও সন্তান প্রসব পরবর্তী শারীরিক দুর্বলতা দূর করতে এটি কার্যকর ভূমিকা রাখে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত কেগেল চর্চায় পেলভিক অঞ্চলের মাংসপেশি শক্তিশালী হয়, যার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে।

বিশেষজ্ঞদের মতে, নারীদের ক্ষেত্রে কেগেল এক্সারসাইজ প্রস্রাব ধরে রাখতে না পারা (ইনকনটিনেন্স) সমস্যা কমায় এবং গর্ভধারণ ও প্রসব-পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে। যোনিপথের সংকোচনক্ষমতা বাড়িয়ে যৌন জীবনেরও উন্নতি আনে এই ব্যায়াম।

পুরুষদের ক্ষেত্রেও উপকারিতা কম নয়। এটি ইরেকটাইল ডিসফাংশন ও দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। সেই সঙ্গে প্রস্রাব ও মলত্যাগের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, যেকোনো বয়সেই এই ব্যায়াম শুরু করা যায়। তবে সঠিকভাবে চর্চা করা জরুরি। না হলে উল্টো পেশির ক্ষতি হতে পারে।

তারা বলছেন, খুব সাধারণ অথচ উপকারী এই ব্যায়ামটি নিয়মিত করলে বয়স বাড়ার পরও অনেক স্বাস্থ্যগত সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে প্রসূতি মা, প্রোস্টেট সার্জারি করা পুরুষ বা মূত্র ধরে রাখতে সমস্যা রয়েছে—এমনদের জন্য কেগেল হতে পারে একটি কার্যকর সমাধান।
#কেগেল

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Forkhan, Imran Rasel, Sanghamitra Nama, Ajahar Islam, ...
25/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Forkhan, Imran Rasel, Sanghamitra Nama, Ajahar Islam, Md Amir Sekh, Ishani Biswas, Ats Gʌzɩ Aʀɱʌŋ

আইভিএফের পরও কেন বারবার মিসক্যারেজ?বাংলাদেশের হাজারো পরিবার আজ এক অদৃশ্য দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে—সন্তানের আশায় একের...
10/02/2025

আইভিএফের পরও কেন বারবার মিসক্যারেজ?

বাংলাদেশের হাজারো পরিবার আজ এক অদৃশ্য দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে—সন্তানের আশায় একের পর এক আইভিএফ ট্রাই করছেন, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ৬-১৪ সপ্তাহের মধ্যেই গর্ভপাত হয়ে যাচ্ছে। বারবার শারীরিক ও মানসিক যন্ত্রণা, আর্থিক চাপ, আর অবশেষে এক গভীর হতাশায় ডুবে যাচ্ছে দাম্পত্য জীবন।

কিন্তু কেন এমনটা হচ্ছে?

এখনও বিজ্ঞান একেবারে নিশ্চিত করে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তবে শত শত আইভিএফ পরবর্তী মিসক্যারেজের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে কিছু কমন কারণ সামনে এসেছে। প্রায় ৯৯% ক্ষেত্রে তিনটি প্রধান সমস্যা দেখা যায়:

১) হরমোন ভারসাম্যের সমস্যা
লো প্রজেস্টেরন লেভেল বা প্রজেস্টেরন রিসেপ্টর রেজিস্ট্যান্স, এস্ট্রোজেন ডমিন্যান্স হাইপোথাইরয়েডিজম । এই সমস্যাগুলো একবার শুরু হলে একটির পর একটি এসে দেহের হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয়, যা গর্ভধারণের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়।

২) ইনসুলিন রেজিস্ট্যান্স
শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এটি প্রজনন স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে, যা ভ্রূণের সঠিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

৩) পুষ্টির ঘাটতি
ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই দুটি উপাদান শরীরের হরমোন ভারসাম্য ও ভ্রূণের গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পরীক্ষা করাই হয় না, বা গুরুত্ব দেওয়া হয় না।

কেন এই সমস্যা উপেক্ষিত থাকে?
বাংলাদেশ ও ভারতে সাধারণত রোগীকে আইভিএফে পাঠানোর আগে এসব শারীরিক সমস্যাগুলো সম্পর্কে জানানো হয় না। ফলে অনেকেই না জেনেই আইভিএফ করিয়ে ফেলেন, কিন্তু বারবার একই পরিণতি ঘটে। আর প্রতিবার ব্যর্থতার পর নতুন করে চিকিৎসা, নতুন করে খরচ, নতুন করে হতাশা।

কী করা উচিত?
আইভিএফের আগে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে সচেতন হন।

লো প্রজেস্টেরন, ইনসুলিন রেজিস্ট্যান্স ও ম্যাগনেসিয়াম-ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করার পরই আইভিএফ ট্রাই করুন।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানুন, প্রয়োজনীয় পরীক্ষা করান, বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সন্তান ধারণের স্বপ্ন যেন কষ্টের ফাঁদে পরিণত না হয়। মাতৃত্ব হোক আনন্দের, প্রতীক্ষার নয়।

Address

Uttara

Telephone

+8801912335039

Website

Alerts

Be the first to know and let us send you an email when VitaHealthbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share