22/07/2025
*Batch DMU-38 – Ending Ceremony*
আনুষ্ঠানিকভাবে শেষ হলো আমাদের DMU-38 ব্যাচের ক্লাস ও প্রশিক্ষণের পথচলা।
আজকের দিনটি একদিকে যেমন বিদায়ের, অন্যদিকে ঠিক ততটাই গর্ব আর আনন্দের।.
তোমরা সবাই এখন থেকে Sonologist হিসেবে তোমাদের বাস্তব জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছো। প্রতিটি লেকচার, প্রতিটি হ্যান্ডস-অন সেশন, প্রতিটি প্রশ্নোত্তর মুহূর্ত — সবকিছুর মধ্যে আমরা চেষ্টা করেছি তোমাদের সেরা প্রস্তুতি দিতে। আজ তোমাদের সেই প্রস্তুতির ফসল ঘরে তোলার সময়।
আমার আন্তরিক ধন্যবাদ 38 ব্যাচের প্রতিটি শিক্ষার্থীকে —
তোমাদের আগ্রহ, অধ্যবসায় আর দায়িত্বশীল মনোভাবই এই ব্যাচকে স্মরণীয় করে রেখেছে।
আগামী দিনের পেশাগত জীবনে তোমাদের জন্য রইল শুভকামনা ও দোয়া।
সত্যিকার সফল Sonologist হিসেবে দেশ ও মানুষের সেবায় তোমরা নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবে — এটাই আমাদের প্রত্যাশা।
তোমাদের প্রতিটি অর্জনই একজন মেন্টরের জন্য গর্বের।
Stay connected. Keep learning. Keep serving.
Thank you once again.
Pacemaker Ultrasound Academy, Uttara
📞 0170-55-000-11