
21/07/2025
শোকাহত জাতি 🖤🇧🇩
বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের আঘাত হানার মর্মান্তিক সংবাদে স্বাস্থ্য পরিবার গভীরভাবে শোকাহত।
এই অপুরণীয় ক্ষতিতে আমরা প্রাণ হারানো শিশুদের, শিক্ষক-অভিভাবকদের এবং ক্ষতিগ্রস্ত সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। এই দুঃখের মুহূর্তে কোনো শব্দই যথেষ্ট নয়—তবুও আমরা বলতে চাই, আপনারা একা নন।
স্বাস্থ্য লিমিটেড পরিবার এই শোকাবহ সময়ে আপনাদের পাশে রয়েছে।
আল্লাহ যেন সকল নিহতকে জান্নাত নসীব করেন এবং পরিবারগুলিকে এই শোক সইবার শক্তি দেন।
এই কঠিন সময়ে চলুন আমরা সবাই একসাথে মানবতার পাশে দাঁড়াই।
#শ্রদ্ধাঞ্জলি #বাংলাদেশশোকাহত #স্বাস্থ্যআপনারপাশে