Medicalian ANTI Depressant- MAD

Medicalian ANTI Depressant- MAD " We are here for you "
Medicalian anti depression is a platform for all medical student & doctor
(6)

Self Motivation Be like
11/07/2025

Self Motivation Be like

প্রতি নি:শ্বাসে নাম ডাক্তার লেখা আমার মনের ভেতরে 🔥পুরো দুনিয়া জ্বালিয়ে দিবো করবো ছাড়খাড় ডাক্তার না হলে 🤪🤪🤪🤪
04/07/2025

প্রতি নি:শ্বাসে নাম ডাক্তার
লেখা আমার মনের ভেতরে 🔥
পুরো দুনিয়া জ্বালিয়ে দিবো
করবো ছাড়খাড় ডাক্তার না হলে 🤪🤪🤪🤪

রুমমেট বলেছিলো বিয়ের দাওয়াতে যাবে … একটু সাজিয়ে দিতে …বাকীটা সত‍্য ইতিহাস 😕😕🤪
04/07/2025

রুমমেট বলেছিলো বিয়ের দাওয়াতে যাবে …
একটু সাজিয়ে দিতে …
বাকীটা সত‍্য ইতিহাস 😕😕🤪

সকাল ৮ টার লেকচার এ আমি একটা শব্দও করি না ….
02/07/2025

সকাল ৮ টার লেকচার এ আমি একটা শব্দও করি না ….

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
26/06/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"©
Collected

Dear Sir , করতে পারবে …. আপনার ইগো সেটিসফাই করতে আপনি যে হেডম দেখান , সেটা দেখানো বন্ধ করেন ।সোসইটি তো আপনাদের গনে না , ...
23/06/2025

Dear Sir ,
করতে পারবে ….
আপনার ইগো সেটিসফাই করতে আপনি যে হেডম দেখান , সেটা দেখানো বন্ধ করেন ।
সোসইটি তো আপনাদের গনে না ,
স্টুডেন্টরাও গনা বন্ধ করলে রিটার্নটা ভয়াবহ হবে ।

Huge  Employment of “মাইট‍্যা “
20/06/2025

Huge Employment of “মাইট‍্যা “

বর্তমান সময়ের মেডিকেল এর শিক্ষকতা যারা করছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ।স্টুডেন্টরা সেই ৯০ দশকের জ্বী স‍্যার জ্বী স...
17/06/2025

বর্তমান সময়ের মেডিকেল এর শিক্ষকতা যারা করছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ।
স্টুডেন্টরা সেই ৯০ দশকের জ্বী স‍্যার জ্বী স‍্যার করা পোলাপান না । ছেলেমেয়েরা এখন অনেক এডভান্স এবং স্বাধীনচেতা । সবাই যার যার ভালো বুঝে এবং নিজের জীবন নিজের মতই লিড করতে চায় ।
পড়াশোনার বাইরে ছাত্র শিক্ষক ইন্টারাকশান হওয়াই উচিৎ না । পড়াবেন , নিজে পড়বেন , চুপ থাকবেন ।

# কারও ব‍্যাক্তিগত জীবন ,
# প্রেম পিরিতি ,
# হোস্টেল না বাসায় থাকে ,
# বাপ মা কি করে ,
# বিবাহিত না অবিবাহিত ,
# কি পোষাক পড়ছে , কি ফোন ইউজ করে
—-এইগুলোতে কথা বলা বাদ দেন ।

পড়লে পাশ করবে না পড়লে ফেল করবে ।। যেগুলো সকাল বিকাল আপনার তোষামোদ করে সেগুলো আরও বড় সাপ ।
আপনার পেছেনে আপনার ক্ষতি করবে । আপনি হয়তো ভালোর জন‍্য শাসন করলেন , সে মোবাইল এ রেকর্ড করে ছেড়ে দিলো ফেসবুকে । ভার্চুয়ালি আপনি হিউমিলিয়েটেড ।
আপনার সম্মান ধরে রাখতে কেউ এগিয়ে আসবে না । নিজের সম্মান নিজেই ধরে রাখেন । অযাচিত শাসন আপনার আমার কাজ না ,
ভালো ডাক্তার হতে চাইলে পড়বে , না চাইলে পড়বে না ।

বর্তমান সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে কথাগুলো বলা । একজন তো বেশি শাসন করতে গিয়ে মামলা খেয়ে এখন কোর্ট এর চক্কর কাটছে ।
USA, Canada, AUS, UK তে টিচাররা যে কারও পার্সোনাল লাইফে মন্তব্য করে না তাতে কি ওরা ডাক্তার হচ্ছে না ????
নিজে শান্তিতে থাকেন , ওদেরকে ওদের মত থাকতে দেন । পার্সোনাল ইগো ক‍্যাম্পাসের বাইরে রেখে যান , দেখবেন শান্তি , সম্মান সব বজায় থাকবে ।

, Senior Advisor,
Chief Mentor
Medicalian #

এই যে লোকটাকে নিয়ে তোমরা হাসাহাসি করছো ,  তোমরা কি জানো ডাক্তার না হয়েও মেডিকেল স্টুডেন্টদের কিভাবে সে হেল্প করে গেছে ??...
06/06/2025

এই যে লোকটাকে নিয়ে তোমরা হাসাহাসি করছো , তোমরা কি জানো ডাক্তার না হয়েও মেডিকেল স্টুডেন্টদের কিভাবে সে হেল্প করে গেছে ???? আজব পোলাপান !!!!

তার মত এত সুন্দর করে , এত রিয়েলিস্টিকভাবে পর্দায় আজ পর্যন্ত কি কেউ
“ ক্রনিক কনস্টিপেশান “ এর কু/তা/নি দিতে পেরেছে ???
একজন কোস্টকাঠিন‍্যের রোগীর কি পরিমান কস্ট হয় সেটা বুঝাতে পেরেছে ????
পারে নাই ।
অথচ তোমরা যে কি না এত উপকার করলো তারে নিয়েই হাসছো 🥲🥲🥲
শেইম অন ইউ গায়েজ ।

যৌবান ভাই আপনি কুতিয়ে চলেন , আমরা আছি আপনার পাশে ।
বিগ ফ‍্যান ভাউ , বিগ ‍ফ‍্যান ।

“ ওরে গু ওরে গু ……তুই শোন ….
কেন তুই বের হচ্ছিস না এখন 🥲🥲🥲”

দিন বদলাইছে রে ভাই …বানীও উল্টে গেছে …এখন হওয়া উচিৎ …Work hard with Noise, Let your success be silent 🤪.আজকাল success আর...
04/06/2025

দিন বদলাইছে রে ভাই …
বানীও উল্টে গেছে …
এখন হওয়া উচিৎ …
Work hard with Noise, Let your success be silent 🤪.

আজকাল success আরেকজনের জ্বলুনির কারন । Hard Work শব্দ করে করলে বিরক্তির কারনে হাল্কা করে একটা গা/ লি দিয়ে চলে যাবে 😇, সাকসেস দেখবেও না , জ্বলবেও না 🤪🤪

রিটেন প্রশ্ন কমন না পড়লে যেভাবে খাতা ভর্তি করে উত্তর লিখতে হয় ….🤔Simple
28/05/2025

রিটেন প্রশ্ন কমন না পড়লে যেভাবে খাতা ভর্তি করে উত্তর লিখতে হয় ….🤔Simple

ছবি টা শুধু ভালো করে দেখবেন যে তা না , উপলব্ধিও করবেন । ৪ বছরের জার্নিতে একটা জিনিষ স্পস্ট - ব‍্যাক্তিগত সম্পর্ক কিংবা অ...
27/05/2025

ছবি টা শুধু ভালো করে দেখবেন যে তা না , উপলব্ধিও করবেন ।

৪ বছরের জার্নিতে একটা জিনিষ স্পস্ট -
ব‍্যাক্তিগত সম্পর্ক কিংবা অন‍্য কোন কারন নয় ,
মেডিকেলে সবচেয়ে বেশি হতাশা কিংবা
সু/ই/সা/ই/ড এর কারন মূলত টক্সিক পরিবেশ আর শিক্ষকদের করা সো কলড শাসন এর নামে স‍্যাডিজম । অপমান , জাজমেন্টাল , ইগো , রিভেন্চুয়াল থ্রেট, ব‍্যাক্তিগত আক্রমন ।

বিশেষ করে বেসরকারী মেডিকেলগুলোতে এই অবস্হা চরমে ।

সাধু সাবধান হন সময় থাকতে । আচরন পরিবর্তন করেন ।
অনেকে আবার চামচামী করে বলে - এই প্রেসার না নিতে পারলে ডাক্তার হবে কিভাবে ??? সেই চামচাদের বলবো - আজীবন তো চেটেই গেলেন … চাটতে চাটতে জিহ্বা ক্ষয় হবে , এছাড়া আর কোন লাভ হবে না ।

সাধুদের বলি - সময় আছে , নিজেদের বদলান । পোলাপান আজকাল বহু এডভান্স । সোস্যাল মিডিয়াতেও খাবেন আবার ১৪ সিক এর ভাতও খাবেন ।

দেশ ও সমাজের পরিবর্তন চান তো ?? নিজেদের বদলান আগে ।

Dr Md Mustafizur Rahman

Address

Uttarati

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 15:00 - 21:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicalian ANTI Depressant- MAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicalian ANTI Depressant- MAD:

Share