Medicalian ANTI Depressant- MAD

Medicalian ANTI Depressant- MAD " We are here for you "
Medicalian anti depression is a platform for all medical student & doctor
(6)

28/11/2025

প্রশ্ন করেছিলাম, নবজাতকের মাথায় সরিষার তেল দিলে কি লাভ হয়?

একজন আপু উত্তর দিয়েছেন..

🗣️বাচ্চার মাথায় তেল দিলে দাদির মাথা ঠান্ডা থাকে 😄

~ডা মাহফুজ বাঁধন

 #বাতাসে_যখন_বাচ্চা_হয় 🤪🤪🤪♦ দুই বান্ধবী আসছে আমার চেম্বারে, দুজনেরই বয়স ২০ বা ২১ বছরের মধ্যে। তাদের নাম প্রকাশ করছি না♦ ...
14/11/2025

#বাতাসে_যখন_বাচ্চা_হয় 🤪🤪🤪
♦ দুই বান্ধবী আসছে আমার চেম্বারে, দুজনেরই বয়স ২০ বা ২১ বছরের মধ্যে। তাদের নাম প্রকাশ করছি না
♦ ধরা যাক, একজনের নাম "X"
আরেক জনের নাম "Y"!
♦ X হচ্ছে আমার রোগী। Y তাকে নিয়ে এসেছে। দুজনেই অ-বিবাহিতা।
♦ তাদের সমস্যাট হল- "তল-পে/টে ব্য/থা, জ্ব''র জ্ব''র লাগে, মুখে রুচি নাই, শ''রী''র দু''র্ব''ল! মাথাও চক্কর দেয় মাঝে মাঝে।''
♦ পি/রি''য়ডের হিস্ট্রি নিলাম। সে ঠিকমত বলতেই পারলো না।
♦ যেহেতু অবিবাহিতা সেহেতু সরাসরি কিছু জিজ্ঞেস করাও অশোভন। একটা আল্ট্রাসাউন্ড আর একটা প্র/সা''ব পরীক্ষা দিলাম।
♦ আল্ট্রাসাউন্ডে দেখি ৩ মাসের প্রে/গ''ন্যান্ট। অবাক হইনি। কারণ এটা আমাদের জন্য নতুন কিছু না। সব সনোলজিষ্টই এমন ঘটনা অহরহ ফেস করেন।
♦ মেয়েটি যতটুকু নাটক করা দরকার, সব করল। কিভাবে কি হলো সে জানেই না!
♦ এতেও অবাক হইনি। অনেকের তো আজকাল 'বাতাসেই' পে/টে বা/চ্চা চলে আসে! এ ঘটনাও আমরা জানি।
♦ এসব ক্ষেত্রে আমি একদম নিশ্চুপ থাকি। আমরা ডায়াগনোসিস বলে- ''আমি চুপ, যত বড় পূর্ণদৈর্ঘ‍্য বাংলা ছায়াছবিই হোক, আমি চুপ তো চুপ।''
♦ যা-ই হোক, একটা অ-বিবাহিতা মেয়ে প্রে/গ''ন্যান্ট এটা কিন্তু মূল বিষয় না।
♦ মূল বিষয়ে আসি এবার - বাচ্চা যেভাবেই আসুক (বাতাসে, স্বপ্নে, আ''গুনে, অথবা পানিতে ভে/সে ভে/সে) যেহেতু মেয়েটি আনম্যারিড সেহেতু সে বা''চ্চা রাখবে না।
♦ আমি যেহেতু টারমিনেশন করি না এবং এ রিলেটেড অ্যাডভাইসও দেই না সেজন্য আমি পেশেন্টকে ছেড়ে দিছি!
♦ কিন্তু পেশেন্ট এম আর (বা/চ্চা ন/ষ্ট করার পদ্ধতি ) এখানেই করবে। রীতিমত হাতে পায়ে ধরাধরি। কান্না-কা/টি। -''ম্যাডাম কি হবে আমার? আমাকে দয়া করে বাচাঁন।''
♦ পরে পেশেন্টকে বুঝিয়ে কাউন্টারে পাঠাইছি।
♦ কাউন্টার আর আমার চেম্বার পাশাপাশি। উপরে খোলা। মাঝখানে থাইগ্লাস দিয়ে পার্টিশন করা। কথা বার্তা সব শোনা যায়।
♦ যেহেতু কৃ/মি''নাল অ্যা/ব''র''শন, হসপিটাল কর্তৃপক্ষও মুখিয়ে থাকে। টাকার পরিমাণ নিয়ে দর কষা-কষি হচ্ছিলো।
♦ টাকার পরিমাণ শুনে রোগীর বান্ধবী উ''ত্তে''জিত হয়ে উচ্চস্বরে বলে উঠল– "এখানে এত বেশি চান কেন?
♦ গতমাসে আমি নিজে করাইছি মাত্র ৩০০০ টাকা দিয়ে!''
♦ কি বুঝলেন? যে নিয়ে আসছে সেও গতো মাসে করাইছে🫡
-ডা.ফাহমিদা মাহবুবা ম্যাম
-সংগৃহীত

এজন‍্যই বলে বাপ বাপই হয় 😇😇😇
06/11/2025

এজন‍্যই বলে বাপ বাপই হয় 😇😇😇

25/10/2025

সারারাত না ঘুমায়ে সকাল বেলা কিছু না খেয়ে প্রফের টেবিলে ভাইভায় বসার পর …
ইন্টারনাল আর এক্সটার্নাল এর দিকে তাকালে যা দেখতে পাই -

চলেন একটা ইন্টারাশানাল টাউটকে চিনি । SSC /HSC বিভিন্ন গ্রুপ আছে বাংলাদেশে । ঐসব  গ্রুপ এ সুন্দরী রমনীদের টার্গেট করে এই ...
23/10/2025

চলেন একটা ইন্টারাশানাল টাউটকে চিনি ।
SSC /HSC বিভিন্ন গ্রুপ আছে বাংলাদেশে । ঐসব গ্রুপ এ সুন্দরী রমনীদের টার্গেট করে এই পিস AI দিয়ে ছবি বানিয়ে , নিজেকে টরোন্ট জেনারেল হাসপাতালের চীফ মেডিকেল অফিসার পরিচয় দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে পোস্টাইছে 😆😆😆। বায়োতে আবার টরোন্ট বানানটাও ভুল 😇।

টার্গেট উঠতি বয়সের তরুনী 🤪🔥😇😇😇😇.

পোস্ট এ কমেন্ট এ গিয়ে জিজ্ঞেস করলাম লাইসেন্সিং কবে দিছেন , লাইসেন্সিং এক্সাম এর নাম কি ???
শামীম ভাই নামে এক বড় ভাই এর বাসাও টরোন্ট জেনারেল হাসপাতালের পাশে । উনিও কোনদিন ওস্তাদরে ঐ হাসপাতালে দেখে নাই 😇😇।
ওস্তাদ মাইন্ড খেয়ে ব্লক মেরে দিছে 😄।

আগে ভুয়াগুলা দেশের আনাচে কানাচে ছিলো । এখন তো দেখি দেশ বিদেশ ছড়িয়ে গেছে 🔥।

Viva Board এ প্রশ্ন না বুঝলে যে ভাবে তাকাতে হয় ….
23/10/2025

Viva Board এ প্রশ্ন না বুঝলে যে ভাবে তাকাতে হয় ….

সিজোফ্রেনিয়া মানেই জিনের আছর লাগা না।ডিপ্রেশন মানেই বড়লোকের বিলাসী রোগ না।মানসিক রোগী মানেই পাগল না এবং সাইকিয়াট্রিস্...
09/10/2025

সিজোফ্রেনিয়া মানেই জিনের আছর লাগা না।
ডিপ্রেশন মানেই বড়লোকের বিলাসী রোগ না।
মানসিক রোগী মানেই পাগল না এবং সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার না।

শরীরের সাথে মনের সুস্থতাও সমানভাবে দরকারি। অন্যান্য সব রোগের মতোই মনোরোগের ও সঠিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যাতে প্রায় সব রোগের নিরাময় সম্ভব। প্রয়োজন শুধু সময় মত মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া।

10 Oct World Mental Mealth Day 2025 এর মোটো হোক 'মানসিক সুস্থতা ফেলনা নয়, অবহেলায় মৃত্যুও হয়।'

Arpita Chowdhury
CA,Medicalian ANTI Depressant- MAD

25/09/2025

সারারাত বফের সাথে কথা বলা আমার নাগিন রুমমেটকে যা করতে মন চায় ..😕

12/09/2025

সেপ্টেম্বর মাসকে বিশ্বব্যাপী ট্যুরিজম মাস হিসেবে স্বীকৃতি দেয়া হোক ।
🔥🔥🔥🔥

Address

Uttarati

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 15:00 - 21:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicalian ANTI Depressant- MAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicalian ANTI Depressant- MAD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram